"হাংরি জেনারেশন বা হাংরিয়ালিস্ট সাহিত্য আন্দোলনের (১৯৬১ ~ ১৯৬৫)" উদ্ভাবক ছিলেন মলয় রায়চৌধুরী | আন্দোলনের সম্পাদনা ও বিতরণে ছিলেন দেবী রায়, নেতৃত্বে ছিলেন শক্তি চট্টোপাধ্যায়, সঙ্গঠনের দায়ীত্বে ছিলেন সমীর রায়চৌধুরী |
এই আন্দোলন কে নিয়ে স্বয়ং মলয় রায়চৌধুরীর লেখা, দিল্লী থেকে প্রকাশিত পত্রিকা "দিগঙ্গন" এর উত্সব সংখ্যা ২০০৪ এ প্রকাশিত "প্রতিসন্দর্ভের স্মৃতি" প্রবন্ধটি আমরা, তাঁর অনুমতিক্রমে, নিচে এই পাতায় তুলে দিয়েছি |