কবি মল্লিকা সেনগুপ্তর কবিতা
*
আগুনবাহক
("আমি সিন্ধুর মেয়ে" কাব্যগ্রন্থ থেকে)
কবি মল্লিকা সেনগুপ্ত

ভারতে ছিল না অশ্ব, এসেছিল ওরা
মধ্য এশিয়ার মাটি উড়িয়ে বাতাসে
পিঠে করে এনেছিল আগুনবাহক
এক যোদ্ধাজাত, তারা তীব্র সুপুরুষ

সুপুরুষ এসেছিল, আসেনি নারীরা
আমি সিন্ধুর মেয়ে, মাটিজলঘাসে
আমাকে কামনা করে অশ্ববাহন
মথিত নক্ষত্র আমি, যোদ্ধাও মানুষ

কালো মেয়েদের গায়ে তামার গগন
এতো দীপ্যমান দেখে ঘোড়সাওয়ারেরা
গর্ভে অগ্নি ঢেলে দিলো, জন্মালো কার্তিক

শুধু বীর যোদ্ধা নয়, রক্তের মিশ্রণ
আমার সন্তান স্বামী সহোদর এরা
আমারই গর্ভে হলো নদীমাতৃক।

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর