কবি মনামী ঘোষের কবিতা
শ্যামহ তুহি কাঁহে বারবার
॥ বিশাখা পদাবলী ১॥
বিশাখা ব্রজদাসী
প্রাপ্তি ৮.৬.২০১৫

শ্যামহ তুহি কাঁহে বারবার
বাজাওত বাঁশি যমুনা কিনার
জটিলা কুটিলা আগুলে পথ
কৈসে যাওয়ত রাই অভিসার

শুনত তোঁহার বংশী ধ্বনি
উথালু পাথালু রাই তনু মন
গরজত মেহ গগন ছাওল
দশদিশ ঘোর আঁধার ঘন

তোঁহার লাগিয়া উচাটন প্রাণ
বিরহিনী রাই উন্মাদ সম
ভানে বিশাখা আওল শ্যামহ
পরশহ হৃদয় সখীর মম।।

.       ****************                 
.                                                                            
সূচিতে . . .   


মিলনসাগর
*
setstats
চন্দ্রাবলীর কুঞ্জবনে
॥ বিশাখা পদাবলী ২॥
বিশাখা ব্রজদাসী
প্রাপ্তি ৮.৬.২০১৫

চন্দ্রাবলীর কুঞ্জবনে
হেরই কানহা কলহসি
বিরস বদন মানিনী রাধা
কানুর লাগয়ে বিরহসি

না করি মান শুনলো বঁধুয়া
রাধা নামে ডাকে বাঁশরি
মৃদুল মৃদুল যাওয়ত যঁহা
নিবাসই গিরিধারি

ঝটিতি পিনহ নীল বসনহ
যাওয়ত সঙ্কেত কুঞ্জে
ছুপাই বদন অতি সাবধান
পায়েল জনু সই গুঞ্জে

কহে বিশাখা আওল সজনী
সাজাওব তোঁহে মতিমহারে
বান্ধিব কবরী ঐছে জনু
বিসরি কানহা তোঁহারে ।।

.       ****************                 
.                                                                            
সূচিতে . . .   


মিলনসাগর
*
আজু মাধব গেলা মধুপুর
॥ বিশাখা পদাবলী ৩॥
বিশাখা ব্রজদাসী
প্রাপ্তি ৮.৬.২০১৫

আজু মাধব গেলা মধুপুর
ব্রজ আন্ধিয়ায় ঝাঁপিল রে
রাধার পরান তাপিত ভেল
কুসুম রিঝ জারল রে।।

কানু প্রেম লাগি কলঙ্কিনী রাই
কুল শীল মান তেজল রে
শ্যাম নাম ধরি পুছসি রাধা
প্রতি গেহ পুরী ঢুঁড়ল রে।।

ছোড়ই রাধা কৈছনে কালা
মথুরপুর যাওল রে
অবশ তনু বিনোদিনী রাই
কুলিশ মাথ পড়ল রে।।

বনমালী বিনু শূন দশদিশ
কৈসে রাধা জীওল রে
ভনয়ে বিশাখা মিনতি মাধব
একবার ব্রজে আওল রে।।

.       ****************                 
.                                                                            
সূচিতে . . .   


মিলনসাগর
*
ফাগুয়া মাহ আওল বরজে
॥ বিশাখা পদাবলী ৪॥
বিশাখা ব্রজদাসী
প্রাপ্তি ৮.৬.২০১৫

ফাগুয়া মাহ আওল বরজে
বাঁশি না গাহল সুর
ঢালে ইন্দু কিরণধারা
আন্ধিয়া নহিল দূর।।

কানন ছাওল ফুলমঞ্জরী
বনায়ব কিয়ে মালা
খেলয়ব হোরি কাহাক সঞে
ব্রজ ছোড়ি গেলা কালা।।

পিককুল গীত জনু অনুখণ
‘কানু কাঁহা- কাঁহা’ রোয়
শ্যাম প্রেম সাধি আকুল রাধা
কৈসে পরবোধিব তোয় ।।

পিয়া লেহ বিনে মলয়সমীর
বরিখই জনু আগি
বন্দে বিশাখা দয়া করু কানু
রাই বড় অভাগি।।

.       ****************                 
.                                                                            
সূচিতে . . .   


মিলনসাগর
*
শ্যামক নাম না কর গোরি
॥ বিশাখা পদাবলী ৫॥
বিশাখা ব্রজদাসী
প্রাপ্তি ৯.৬.২০১৫

শ্যামক নাম না কর গোরি
গেও পরবাসে তোঁয়ারে বিসরি।।
পিরীতি সায়রে সবহুঁ ডুবল
মধুর স্বপন সগরি টুঁটল ।।
মঝুবাত রাই ন বিশোয়াসে
কুঞ্জে যাওল দরশন আশে ।।
না হেরই শ্যাম হেন বুঝি চিতে
ছুপায়ল শ্যাম রাইকো যাচতে।।
কৃষ্ণবরণ মেহ গগনে
একদিঠ করি রাই নিরিখনে ।।
হাসত বয়ানে কহত রাই
হিয়ার মাঝারে রাখলুঁ মাধাই ।।
কহে বিশাখা কর অবধান
তোঁয় লাগি সখি বহরাওব কান।।

.       ****************                 
.                                                                            
সূচিতে . . .   


মিলনসাগর
*
শুনলো সজনী রাই
॥ বিশাখা পদাবলী ৬॥
বিশাখা ব্রজদাসী
প্রাপ্তি ৯.৬.২০১৫

শুনলো সজনী রাই
স্বপন দেখলুঁ  বরজ- গমন
ইছিল জনু কানাই।।

তৈয়ার রাখহ বারি
পাখালিবি তুঁহু  শ্যামক চরণ
নিমিখ না যাবি ছোড়ি।।

নয়ানে নয়ন রাখবি
সঁপইবি তাঁয় তনু মন হিয়া
পরানে পরান বান্ধবি।।

বিশাখা ভনয়ে রাধা
পিয়া সঙ্গ হোই মাতবি রঙ্গে
সাধিবি মনের সাধা।।

.       ****************                 
.                                                                            
সূচিতে . . .   


মিলনসাগর
*
কি মায়া করিলি শ্যাম
॥ বিশাখা পদাবলী ৭॥
বিশাখা ব্রজদাসী
প্রাপ্তি ৯.৬.২০১৫

কি মায়া করিলি শ্যাম
পিরীতি সায়রে ডুবাইলি রাধা
সদা কহে কানুনাম।।

আন্ধল প্রেম রাই
গেহে অনুখন গঞ্জনা সোয়
দুবরী পেখলু তাই

অনুপাম তনু খীয়তে
সোঙারি মাধাই মুরছই রাই
হরি বিনে নহি জীয়তে

বিশাখাকো নিবেদন
ঠাম দেহ রাই তোয়ার চরণে
না করহ উপেখন।

.       ****************                 
.                                                                            
সূচিতে . . .   


মিলনসাগর
*
কানু কানু নাম ধরি রোয়ই রাধা সুন্দরী
॥ বিশাখা পদাবলী ৮॥
বিশাখা ব্রজদাসী
প্রাপ্তি ৯.৬.২০১৫

কানু কানু নাম ধরি                রোয়ই রাধা সুন্দরী
দরশন মাগে অনুখন
সদা পন্থ পানে চায়                  চকিতে কুঞ্জে ধায়
গুরুজন করই উপেখন
যমুনাক নীল জল                     শ্যাম বিম্ব টলমল
জনু কালা দেহ বরণ
নিমিখ পরশ লাগি                বেয়াকুল সো অভাগি
বন্দসি হরিকো চরণ
বসন খসাঞা পরে                    সম্বরণ নাহি করে
কুলবালা ত্যাজল লাজ
ধৈরয নাহি রহে                     সখীগণে রাই কহে
আনহ কানুক হৃদিমাঝ
চমকিয়া ক্ষণে ক্ষণে               জনু বংশী ধ্বনি শুনে
মিলন ভাবয়ে উল্লাসি
আনন্দে মগন ভেল                    সন্দেহ টুটি গেল
ভনয়ে বিশাখা ব্রজদাসী।

.                ****************                 
.                                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
তোঁয়ার চরণ বন্দসি রাই
॥ বিশাখা পদাবলী ৯॥
বিশাখা ব্রজদাসী
প্রাপ্তি ৯.৬.২০১৫

তোঁয়ার চরণ বন্দসি রাই
নিবেদিয়া দেহ মন
না ছোড়ই জনু রাইকো মাধাই
না করহ উপেখন।

ভজে হরিনাম রাই বিনোদিনী
তরাইতে ভবসিন্ধু
অবলম্বন করই তোঁয়ারে
দয়া কুরু দীনবন্ধু।।

বনমালী তুঁহু জগতের পতি
তুঝু বিনু নাহি ভায়
তোঁয়ার শরণ লহসি রাধা
দেও তাহে প্রেমছায়।।

পুরুষ প্রকৃতি মিলন হেরব
কীর্তন রস রঙ্গে
মাতল বিশাখা পুলকিত চিতে
ব্রজপুরনারী সঙ্গে।।

.       ****************                 
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*
অঙ্গীকার
কবি মনামী ঘোষ
১.১.২০১৬ তারিখের পাঠানকোটের জঙ্গী হামলায় জবানদের বলিদানের প্রেক্ষিতে লেখা।

তোমার রক্তে
স্নান করেছে
আজকে ভোরের
সূর্যটা তাই
খুন মাখানো লাল।
আমার জন্য
বুকে নিলে
বুলেট ক্ষত
ঝাঁঝরা শরীর
সুদৃঢ় চোয়াল।
শরীর মোড়া
তেরঙ্গাতে
গানস্যালুট
অগ্নিতিলক
দৃপ্ত কপাল।
কোটি প্রানের
অঙ্গীকার
অভিবাদন
পাঠানকোট
নির্ভয় সকাল।

.       ****************                 
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর
*