কবি মনামী ঘোষের কবিতা |
কানু কানু নাম ধরি রোয়ই রাধা সুন্দরী ॥ বিশাখা পদাবলী ৮॥ বিশাখা ব্রজদাসী প্রাপ্তি ৯.৬.২০১৫ কানু কানু নাম ধরি রোয়ই রাধা সুন্দরী দরশন মাগে অনুখন সদা পন্থ পানে চায় চকিতে কুঞ্জে ধায় গুরুজন করই উপেখন যমুনাক নীল জল শ্যাম বিম্ব টলমল জনু কালা দেহ বরণ নিমিখ পরশ লাগি বেয়াকুল সো অভাগি বন্দসি হরিকো চরণ বসন খসাঞা পরে সম্বরণ নাহি করে কুলবালা ত্যাজল লাজ ধৈরয নাহি রহে সখীগণে রাই কহে আনহ কানুক হৃদিমাঝ চমকিয়া ক্ষণে ক্ষণে জনু বংশী ধ্বনি শুনে মিলন ভাবয়ে উল্লাসি আনন্দে মগন ভেল সন্দেহ টুটি গেল ভনয়ে বিশাখা ব্রজদাসী। . **************** . সূচিতে . . . মিলনসাগর |