কবি মন্দাক্রান্তা সেন - জন্মগ্রহণ করেন কলকাতার টালিগঞ্জে।
তিনি কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ডাক্তারী পড়েছেন (১৯৯১ ~ ১৯৯৭), কিন্তু এম.বি.বি.
এস. এর ফাইনাল পরীক্ষা চলাকালীন পড়া ছেড়ে দেন।
তাঁর লেখালেখির শুরু খুব অল্প বয়সে কবিতা দিয়েই। প্রথম কাব্যগ্রন্থ “হৃদয় অবাধ্য মেয়ে” (১৯৯৯)।
অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “বলো অন্যভাবে” (২০০০), “ছদ্ম পুরাণ” (২০০১), “উত্সারিত আলো”
(২০০১), “এসবই রাতের চিহ্ন” (২০০২), “কাশভরা বন্ধুতারা” (২০০২), “বর্ষাফলকে গ্রন্থহার” (২০০৪),
“কাব্যসংগ্রহ” (২০০৪) প্রভৃতি। তাঁর উপন্যাসের মধ্যে রয়েছে “ঝাঁপতাল” (২০০০), “দলছুট” (২০০২),
“সহাবস্থান” (২০০৩), “ঋতুচক্র” (২০০৪), “অন্ধকার সমুদ্রের নীচে” (২০০৪) প্রভৃতি এবং তাঁর গল্পগ্রন্থ “গল্পের
বই” (২০০১)।
প্রথম কাব্যগ্রন্থ “হৃদয় অবাধ্য মেয়ে” (১৯৯৯) জন্যই তিনি সেবছর আনন্দ পুরস্কারে ভূষিত হন। তাঁর প্রাপ্ত
অন্যান্য সম্মানের মধ্যে রয়েছে আকাশ বাংলা বর্ষ সম্মান (২০০২), কৃত্তিবাস পুরস্কার (২০০৩), সাহিত্য
আকাদেমি বিশেষ পুরস্কার প্রভৃতি। তাঁর কবিতা হিন্দী ও ইংরেজী সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে।
আমরা মিলনসাগরে কবি মন্দাক্রান্তা সেনের কবিতা তুলে আনন্দিত।
উত্স - shelfari.com
. নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
কবি মন্দাক্রান্তা সেনের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৩.০৬.২০১৩
...