কবি মণীশ ঘটক - এর ছদ্মনাম “যুবনাশ্ব”। তিনি কল্লোল পত্রিকার অন্যতম লেখক ছিলেন।
কবিতা ছাড়াও তিনি গল্প ও উপন্যাসেও নিজের সাক্ষর রেখে গিয়েছেন। তাঁর রচনাবলীর মধ্যে উপন্যাস
“কনখল” (১৯৬৩), আত্মজীবনীমূলক রচনা “মান্ধাতার বাবার আমল” ও কাব্য “যদিও সন্ধ্যা” উল্লেখযোগ্য।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ “শিলালিপি” (১৯৩৯)।
আমরা মিলনসাগরে তাঁর কবিতা তুলে আনন্দিত |
উত্সঃ ডঃ শিশিরকুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী, ২০০৩
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
পাতাটি প্রথম প্রকাশিত হয়েছে - ২২.১২.২০১১
...