কবি মোহাম্মদ আলী বুলবুল এর কবিতা |
পল্লী কবি জসিমউদ্দিন (শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি) কবি মোহাম্মদ আলী বুলবুল (শেখ মহম্মদ আলী সম্পাদিত প্রগতি পত্রিকার বিভিন্ন সংখ্যা থেকে নেওয়া) পল্লী কবির পতাকা আজো আশমানে উড্ডীন সবার মধ্যে আছেন বেঁটে কবি জসিম উদ্দীন। এপার বাংলা ওপার বাংলা মধ্যিখানে চর দুই বাংলার বুকের মাঝে কবি বাঁধেন ঘর। কবি তোমার অমর সৃষ্টি নকসী কাঁথার মাঠ ছলাৎ ছলাৎ ঢেউ তুলে যায় গঙ্গা পদ্মার ঘাট। তোমার কবিতা দুই বাংলায় তুললো ভীষণ ঝড় রূপাই সাজুর বিরহ ব্যথা বেদনার মর্মর। কলমী তলায় দাম বেঁধেছে, গাঁয়ের পুকুর জলে রাতের আকাশে তারায় তারায় কতই কথা বলে। ছড়ায় ছড়ায় জড়াজড়ি করে সোনালি ধানের শীষ মনের বীণায় তোমার কবিতা বাজিছে অহর্নিশ। পল্লী কবি আছো তুমি আজো গুলশানে মশগুল শতবর্ষের ঝর্ণাধারায় ফুটলো আলোর ফুল। কবিতার মাঝে অমর রহিবে পৃথিবীতে চিরদিন দুই বাংলার প্রিয়তম কবি বাজাও প্রাণের বীণ। . ****************** . সূচিতে . . . মিলনসাগর |