ঈদ মুবারক
কবি মোহাম্মদ আলী বুলবুল
(শেখ মহম্মদ আলী সম্পাদিত প্রগতি পত্রিকার বিভিন্ন সংখ্যা থেকে নেওয়া)

চিকন চাঁদের                শিরিন হাসিতে                ভরে ওঠে মনপ্রাণ
খুশির আকাশে             সুরের পাপিয়া                গেয়ে যায় শুধু গান।
চাঁদের পরশে               মাটির পৃথিবী                 হয়ে যায় যেন সোনা
প্রেমের বাসর               কাঁপে থর থর                স্বপ্নের জাল বোনা।

হেলালী ও চাঁদ              আনে সংবাদ                 মানুষের ঘরে ঘরে
ঈদুল ফিতর                এসেছে আবার                একটি বছর পরে।
মরুসাহারায়                 এসেছে তুফান                আলবিদা রমজানে
গজল গানের                 মহফিল আজ                 ভরে যায় গানে গানে।

ঈদ মুসাফির                 এনেছে ধরায়                পান্না মোতির আলো
সেই আলোতেই              দূর হয়ে যায়                মনের আঁধার আলো।
মনের বাগানে                ফুটেছে গোলাপ              শিউলি টগর ফুল
কবিতার বাগে               দোল দিয়ে যায়              দোয়েল ও বুলবুল।

মিষ্টি হাসির                  বাজছে বাঁশি                জীবনের আঙিনায়
ঈদ এল আজ                শোষন দীর্ণ                  মানুষের কাফেলায়।
ঈদ মোবারক                ঈদ মোবারক               মহামিলনের ছবি
সবুজ পৃথিবী                 মুক্ত পৃথিবী                 স্বপ্ন দেখছে কবি।

.                                ******************     
.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
কবি মোহাম্মদ আলী বুলবুল এর কবিতা
*
ঈদ এসেছে ভাইরে
(ঈদের গান)
কবি গীতিকার মোহাম্মদ আলী বুলবুল
(শেখ মহম্মদ আলী সম্পাদিত প্রগতি পত্রিকার বিভিন্ন সংখ্যা থেকে নেওয়া)

.           খুশীর গাঙে পাল তুলে দে ঈদ এসেছে ভাইরে
.           ঈদগাহেতে মিলবো সবাই খুশীর সীমা নাইরে
.                         আলবিদা রমজানে
.                         চাঁদ হেসেছে আসমানে

বুকের বাগানে                ফুটেছে গোলাপ                তারই সুবাস পাইরে
খুশীর গাঙে                   পাল তুলে দে                  ঈদ এসেছে ভাইরে॥

সারা দুনিয়ায়                খুশীর জোয়ার                দুঃখ বেদনা নাইরে
মহব্বতের                    বাঁধবো সেতু                  এক সুরে গান গাইরে
.                         ঈদের দিনে সবাই সমান
.                         ভুলে যায় ভেদাভেদ জ্ঞান

আমীর ফকির                এক জামাতে                তকবীর ধ্বনি দিয়ে যায়রে
খুশীর গাঙে                  পাল তুলে দে                ঈদ এসেছে ভাইরে॥

রমজানের ওই                রোজার শেষে                ঈদ এসেছে ভাইরে
ঈদ মুবারক                   ফুল কালাম                   সবারে দিয়ে যায়রে
.                       পৃথিবীর বুকে স্বর্গ নেমেছে
.                          ভালোবাসার ফুল ফুটেছে

তাইতো দেখি                ঈদের আলোয়                আঁধার ঘুঁচে যায়রে
খুশীর গাঙে                  পাল তুলে দে                  ঈদ এসেছে ভাইরে॥

.                                ******************     
.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
পল্লী কবি জসিমউদ্দিন
(শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি)
কবি মোহাম্মদ আলী বুলবুল
(শেখ মহম্মদ আলী সম্পাদিত প্রগতি পত্রিকার বিভিন্ন সংখ্যা থেকে নেওয়া)

পল্লী কবির                পতাকা আজো
আশমানে উড্ডীন
সবার মধ্যে                আছেন বেঁটে
কবি জসিম উদ্দীন।
এপার বাংলা                ওপার বাংলা
মধ্যিখানে চর
দুই বাংলার                বুকের মাঝে
কবি বাঁধেন ঘর।

কবি তোমার                অমর সৃষ্টি
নকসী কাঁথার মাঠ
ছলাৎ ছলাৎ            ঢেউ তুলে যায়
গঙ্গা পদ্মার ঘাট।
তোমার কবিতা                দুই বাংলায়
তুললো ভীষণ ঝড়
রূপাই সাজুর                বিরহ ব্যথা
বেদনার মর্মর।
কলমী তলায়                দাম বেঁধেছে,
গাঁয়ের পুকুর জলে
রাতের আকাশে        তারায় তারায়
কতই কথা বলে।
ছড়ায় ছড়ায়                জড়াজড়ি করে
সোনালি ধানের শীষ
মনের বীণায়                তোমার কবিতা
বাজিছে অহর্নিশ।
পল্লী কবি        আছো তুমি আজো
গুলশানে মশগুল
শতবর্ষের                ঝর্ণাধারায়
ফুটলো আলোর ফুল।
কবিতার মাঝে                অমর রহিবে
পৃথিবীতে চিরদিন
দুই বাংলার                প্রিয়তম কবি
বাজাও প্রাণের বীণ।

.     ******************     
.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ঈদ-মোবারক
কবি মোহাম্মদ আলী বুলবুল
(শেখ মহম্মদ আলী সম্পাদিত প্রগতি পত্রিকার বিভিন্ন সংখ্যা থেকে নেওয়া)

মনের বাগানে ফুটেছে গোলাপ খুশবুতে মশগুল
সারা দুনিয়ার ভুলগুলো সব ফুটলো হয়েই ফুল।
গজল গানের মহফিলে আজ আলোকের রোশনাই
গেলালী চাঁদের মধুর পরশ দুঃখ ক্লেশ নাই।
দুলদরিয়ায় খুশীর তুফান জাগে নব কল্লোল
মানব কুঁড়ির ফুল বাগিচায় ফোটে ফুল শতদল।
কানন শাখায় হাওয়ায় হাওয়ায় লাগলো খুশীর দোল
আলোর শিশুর চলছে মিছিল সবুজ নিশান তোল---
ফুল ফুল ফুল ফুলের গন্ধে ভরলো হৃদয় ঘর
সুখ সুখ সুখ সুখের বাতাস বইছে নিরন্তর।
ঈদের আলোয় আলোকিত সব ভূবন হয়েছে সোনা
ঈদুল ফিতর ঈদ-মোবারক স্বপ্নের জাল বোনা।
সারা বছরের জমাট বেদনা নিমেষেই হ’ল দূর
আরাফাত আজ গাঁয়ে গাঁয়ে পাতা মহামিলনের সুর।
মুখে মুখে আজ ঈদ-মোবারক মিলেছে সবার হাত
স্বর্গ নেমেছে পৃথিবীর মাঝে বুকে বুকে জান্নাত।

.                 ******************     
.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ঈদের আজান
কবি মোহাম্মদ আলী বুলবুল
(শেখ মহম্মদ আলী সম্পাদিত প্রগতি পত্রিকার বিভিন্ন সংখ্যা থেকে নেওয়া)

আকাশের নীলে নীলে কে হাঁকিল আলোর আজান ?
নীল-নদ যমুনায় জেগে ওঠে তারি প্রতিধ্বনি।
সিয়াম-সাধনা শেষ,--- শেষ হয়ে গেল রমজান,
প্রাণে প্রাণে নহবত, বেজে ওঠে খুশীর খঞ্জনী।

আলোর আজান শুনে ঘুঁচে গেল মনের আঁধার,
আনন্দের বার্তা নিয়ে এল --- ঈদের হেলাল।
জাকাত ফেতরা দাও, দাও সবে নব উপহার,
জীষন আজান দাও কোথা আছো যুগের বেলাল ?

তুমি যে মুসলমান দাও তার পরিচয়,
উদার হৃদয়ে আজ --- সকলকে করো আলিঙ্গন,
আজ তুমি সত্য হও, খাঁটি হও নয় অভিনয়
সকলকে আপন ভাবো তবে হবে ঈদের মিলন।

মনের মিনারে আজ ধ্বনিতেছে ঈদের আজান,
ঈদের প্রান্তরে শোনো মিলনের বাজিছে শানাই।
আমীর ফকির ধনী গরীবের নাই ব্যবধান,
হেলালী ও চাঁদ থেকে ঝরিতেছে খুশীর রোশনাই॥

.                 ******************     
.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*