সাম্প্রদায়িক বিষ! কবি মহম্মদ বসীরউদ্দিন এপার বাংলা ওপার বাংলা মাঝখানে তার দাগ। স্বার্থের দুনিয়া স্বার্থের লাগিয়া--- করেদিল দুই ভাগ। পূরব পশ্চিম দু’পারেতে--- কোটি মানুষের বাস। সবার বুকে স্বপন এক একই মনের আশ। এক ভাষাতে দুঃখ বিলাপ মান অভিমান খেলা। বাউল গানের মিঠে সুরে ভাসাই “জীবন ভেলা”। এই ভাষাতে বাদ-বিবাদ, প্রেম নিবেদন, সবি। এক ভাষাতে দুই পারেতে--- কবিতা লেখেন কবি। খাওয়া পরা ভিন্ন নয় সব কিছুতেই মিল। “হিন্দু ওরা, মুসলীম ওরা”, বিষিয়ে চলেছে দিল। বাংলা ভাষায় মাকে ডাকি চাই তাঁরই আশিষ। ভাঙতে মাকে ঢেলো না আর সাম্প্রদায়িক বিষ! . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
কবি মহম্মদ বসীরউদ্দিনের কবিতা |