কবি মহম্মদ বসীরউদ্দিন – জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪পরগণা জেলার বজবজের
রাজারামপুর গ্রামে।

কবি বেহালা কলেজ অফ কমার্স থেকে ডিপ্লোমা ইন জুট টেকনলজি পাশ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন চটকলে
লেবার ম্যানেজার হিসেবে কাজ করেছেন।


অবসর জীবনে তিনি বিনামূল্যে কোচিং, ব্রতচারী, অরগ্যানিক চাষ প্রভৃতি সমাজসেবামূলক কাজের সঙ্গে
যুক্ত রয়েছেন। এ ছাড়া কবিতা ও লেখালেখিতেও তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন।


আমরা
মিলনসাগরে  কবি মহম্মদ বসীরউদ্দিনের কবিতা তুলে আনন্দিত।

কবি মহম্মদ বসীরউদ্দিনের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



উত্সঃ  কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।

কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল -
mmallickdrcsc@gmail.com  (কবির জামাতা)
চলভাষ - +৯১৯৭৪৮৭৮০৭৪৫,  +৯১৯৮৩১৮৮৬৩৯৭


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ২০.৪.২০১৪
...