ভালোবাসা জানি শুধু ভেসে যাওয়া সুতো দিয়ে গেঁথেছি প্রণয় এই দেখা জলের স্বভাব কোনও শুধু ভিজে যাওয়া গোধূলির মতো আর কেউ নয় . . . তুমি বললেই শব্দহীন ফিরে যেতে পারি!
ভুল কবি মেঘ বসু এরপর পাগল হওয়া ছাড়া পথ নেই কোনও ভুল করে হাত ডুবিয়েছি জলে! জলও তেমন ধ্বংস চেয়েছে মনে মনে! ওর তো অনন্ত সীমারেখা যে-কোনও দিকেই ছুটে যেতে পারে আমার উপরে পড়েছে যত সীমানার চাপ পাথর কলঙ্কের দায়ভার!