কবি মেঘ বসুর কবিতা
*
প্রণয়তাড়িত
কবি মেঘ বসু

ভালোবাসা জানি শুধু ভেসে যাওয়া
সুতো দিয়ে গেঁথেছি প্রণয়
এই দেখা জলের স্বভাব কোনও
শুধু ভিজে যাওয়া গোধূলির মতো
আর কেউ নয় . . .
তুমি বললেই শব্দহীন ফিরে যেতে পারি!

.           *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ভুল
কবি মেঘ বসু

এরপর পাগল হওয়া ছাড়া পথ নেই কোনও
ভুল করে হাত ডুবিয়েছি জলে!
জলও তেমন ধ্বংস চেয়েছে মনে মনে!
ওর তো অনন্ত সীমারেখা
যে-কোনও দিকেই ছুটে যেতে পারে
আমার উপরে পড়েছে যত সীমানার চাপ
পাথর কলঙ্কের দায়ভার!

.           *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ভ্রমরবাসনা
কবি মেঘ বসু


ধুলিবসনের এই জীবন গৈরিক হতে হতে
.                        সপ্রাণ সংকীর্তনে প্রভুময়
তোমাকে ভালোবেসে দানের কোনো শিলালিপি রাখিনি।
প্রাণ তো শেষমেশ প্রাণে এসে মেশে
যেভাবে তরঙ্গ পরম্পরা মেনে বন্ধুতা মেনে নেয়।
আমিো ভালোবাসি শিমুল, কৃষ্ণচূড়ার মতো অভিসারী জীবন।
কতদিন এ মুখো হওনি তুমি
পরোনি নক্ষত্রনম্র অহংকার
এবার এলে ভ্রমরবাসনা শোনাব তোমায়
শোনাব জীবন কেন অনন্ত ধুলোময়
প্রেমের মতন সংকীর্তন নেই, যথার্থই বুঝেছ তুমি
শুধু কাছে এসে বৈরাগ্য দেখাও।

.           *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
সমর্পণ
কবি মেঘ বসু


সমর্পণেও বুঝেছি
আমার জন্য উত্সব নেই তোমার মনে।
এতটুকু ব্যথা নেই।
দিঘল মায়া নেই।
সমর্পণ তো আগুন মহোত্সব,
নির্জলা উপোসের দিন।
আকাশ বুঝেছে তেষ্টার জল
মেঘেরা বুঝেছে চাতক অভিসারী স্নান।
শুধু তুমি বোঝো নি---
সমর্পণ আসলে
অতল অবগাহনের নাম।

.      *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর