কবি
মেনকা রায়চৌধুরীর
গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি
মেনকা রায়চৌধুরীর
পরিচিতির পাতায় . . .
*
গুরু বন্দনা
কথা ও সুর -- মেনকা রায় চৌধূরী
প্রভাত সমীরে পশিল শ্রবণে
. অতি সুমধুর গান ,
সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ
. পবিত্র গুরু নাম |
প্রভাত সমীরে---------
আশ্রয় লাভ চরণে তোমার
. এ প্রাণ পেয়েছে মুক্তি,
মন্ত্র দানিয়া দিয়েছ এ দেহে
. অমিত বীর্য্য শক্তি |
তোমার চরণ পরশে আমার
. হয়েছে মুক্তি স্নান |
পবিত্র গুরু নাম
সদানন্দময় হে গুরু আমার
. পেয়ে তব পদতল,
অন্তরে মোর বিকশিত হ’ল
. স্বরগের শতদল |
তোমার মুরতি স্মরণে মননে
. ভরে যায় মোর প্রাণ |
. পবিত্র গুরু নাম |
প্রভাত সমীরে ---------------- |
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি মেনকা রায়চৌধুরীর পরিচিতির পাতায় . . .
*
কথা ও সুর -- মেনকা রায় চৌধূরী
গুরু চরণ কর সার,
. ভবে ভয় রবেনা আর,
. গুরু পরম শান্তিদাতা
. জীবন কর্ণধার |
গুরু চরণ কর সার---
দাও তনু মন ঢেলে,
. গুরু কৃপাহি বলে,
. পিতা-মাতা-বন্ধুরূপে
. করেন ভব পার |
. জীবন কর্ণধার |
গুরু চরণ কর সার ------
গুরু নামেই হবে জয়
. সকল বাধা বিঘ্ন মাঝে
. দিতেছেন অভয় |
শিবনারায়ণ গুরু আমার
. আমিও যে গো তাঁর |
. জীবন কর্ণধার |
গুরু চরণ কর সার------
গুরু কৃপার আধার
. কৃপা করে করেন তিনি
. সকল আঁধার পার |
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি মেনকা রায়চৌধুরীর পরিচিতির পাতায় . . .
*
কথা ও সুর --- মেনকা রায় চৌধূরী
নাও গো মোরে মুক্ত কোরে
. আমার সকল বাঁধন খুলে
প্রেম সাগরে ডুবে থাকি
. জয় গুরু হরে-কৃষ্ণ বলে,
তুমি করুণার ধারা
. নামে কর পাগল পারা
. লুটায়ে পড়ুক এ শির তোমার
. অভয় দুটী চরণ তলে |
. নাও গো -----
আমার জীবন মরণ প্রভু
. সন্তানে ভুলনা কভু
. গুরু নামাবলী পরি
. বসি গুরু ইষ্টমূলে |
. নাও গো--- |
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি মেনকা রায়চৌধুরীর পরিচিতির পাতায় . . .
*
কথা ও সুর -- মেনকা রায়চৌধূরী
কি গান গাহে
. এ হিয়া নিরবধি
. গুরু ছাড়া আর
. কেবা জানে ?
অনিত্য প্রাণ,
. করিয়াছি দান,
. পরমারাধ্য গুরু চরণে |
. কি গান |
মহা মহীয়ান
. করুণা নিধান
. জাগ্রত গুরু ভগবান
অমিত মন্ত্রে
. এ দেহ যন্ত্রে
. জাগায়ে দিয়েছ
. নবীন প্রাণ ;
তোমারই আশীষে,
. থাকি সুখে ভেসে,
. প্রভু অন্তর্যামী
. সকল অভিষ্ট
. পূরাও ইষ্ট
হৃদি পদ্মে বসি
. প্রতিটি ক্ষণে
. কি গান |
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি মেনকা রায়চৌধুরীর পরিচিতির পাতায় . . .
*
কথা ও সুর -- মেনকা রায়চৌধূরী
ভাবনা কি আর আমি আছি
. স্নেহময় গুরুর কোলে,
বিপদ সাগর তরে যাব
. জয় গুরু জয় গুরু বলে,
. জয় গুরু জয় গুরু বলে |
ভাবনা কি---
তুমি আমার ধ্যানের ছবি
. চন্দ্র সূর্য্য গ্রহ সবই
. সদাই হোর ও মুরতি
. দুটী আঁখীর প্রদীপ জ্বেলে |
. ভাবনা --- |
নামটি তোমার হৃদয় মাঝে
মণি সম সকল কাজে
. উজল কোরে তুলে ধর
. স্থান দিয়েছ চরণ তলে |
ভাবনা কি আর --- |
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি মেনকা রায়চৌধুরীর পরিচিতির পাতায় . . .
*
কথা ও সুর -- মেনকা রায়চৌধূরী
পৃথিবী ছাড়িয়া যবে
. যাব তোমার চরণতলে,
একটী কলিকা করি
. রেখ শত কুসুমদলে |
কেহ বা স্মরিবে মোরে,
. ভুলিবে কেউ চিরতরে
. সদানন্দ ময় গুরু তুমি
. জানি আমায় লবে কোলে |
পৃথিবী ছাড়িয়া যবে---
. প্রাণ পাখী উড়ে যাবে
. অবয়বটী পড়ে রবে
. কৃপাময় গুরু তুমি
. ঠাঁই দেবে বেদীমূলে |
পৃথিবী ছাড়িয়া যবে--- |
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি মেনকা রায়চৌধুরীর পরিচিতির পাতায় . . .
*
কথা ও সুর--- মেনকা রায়চৌধূরী
গুরুদেব লহ প্রণাম
. লহ প্রণাম |
হৃদয় বীণার তারে
. ঝঙ্কৃত হোক তব
. ভাস্কর দীপ্ত নাম |
. গুরুদেব লহ প্রণাম |
নাও অন্তর ভরা প্রীতি
নাও প্রাণের ভক্তি গীতি
. তোমার অরঘ লাগি
. চরণে পড়ুক ঝার |
মোর আঁখীলোর অবিরাম
. গুরুদেব লহ প্রণাম |
. তব মহামন্ত্র বাণী,
. মোরে যে পথে
. নিয়েছে টানি
. জানি জানি প্রভু জানি
. জীবনের দিবা শেষে
. হেরিব এ ক্ষীণ প্রাণ
. শ্বাশত আনন্দ ধাম
. গুরুদেব লহ প্রণাম
. লহ প্রণাম |
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি মেনকা রায়চৌধুরীর পরিচিতির পাতায় . . .
*
কথা সুর -- মেনকা রায়চৌধূরী
প্রভু তোমার পদমূলে
. তোমার দেওয়া তনু-মন
. তোমার দেওয়া বেদন ব্যথা
. সব করিনু সমর্পণ |
প্রভু তোমার ---
আঁখীর মদন হিয়ার রাধা
. চিত্ত মাঝে রবে বাঁধা
. মধুর নামটী হবে সাধা
. হৃদয় পুরে অনুক্ষণ |
প্রভু তোমার ---
. ওগো প্রিয় হৃদয় স্বামী
. তুমি আমার তোমার আমি
. চিরতরে দিবস যামী
. তোমায় আমার প্রয়োজন
. প্রভু তোমার---
রিক্ত আমার শূণ্য ডালি
রাঙ্গা পায়ে দিলাম ঢালি
মুছাও আমার মনের কালি
প্রণাম জানাই নারায়ণ
তোমার দেওয়া---
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি মেনকা রায়চৌধুরীর পরিচিতির পাতায় . . .
*
কথা ও সুর -- মেনকা রায় চৌধূরী
জয় শিব শঙ্কর
. ব্যোম ব্যোম হর হর
. নমঃ জগদীশ্বর
. জটাজুট ধারী
. জয শিব শঙ্কর জয় |
শিরে সদা গঙ্গা বহে কুলুকুল
সাথে আকন্দ ধুতুরার ফুল
সিদ্ধি ভাঙ্গ পানে
. আঁখী ঢুলু ঢুল
চিতাভষ্মভূষা
. হে শ্মশামচারী
. জয় শিব---
অষ্ট নাগ সদা
অলঙ্কার অঙ্গে
ডমরু বাজায়ে
নাচ নানা রঙ্গে
ভজ সদা প্রভু
শ্যাম ত্রিভঙ্গে
মনে প্রাণে গাও
. হরি হরি হরি
. জয় শিব শঙ্কর
. ব্যোম ব্যোম হর
নমঃ জগদীশ্বর জটাজুটধারী
জয় শিব শঙ্কর জয় ||
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি মেনকা রায়চৌধুরীর পরিচিতির পাতায় . . .
*
কথা ও সুর মেনকা রায়চৌধূরী
অহরহ তুমি মনেরে শোনাও
. তোমার গুরুর কথা,
কান পেতে শোন হৃদয় বীণায়
. গুরু গীত আছে গাঁথা |
. শোনাও গুরুর কথা |
ভাড়াটিয়া ঘরে বাস কর তুমি
. ভাড়া যে দিতেই হবে,
ফাঁকি দিয়ে ওগো পরবাসে বল
. কেমন করিয়া রবে ?
শ্বাসে প্রশ্বাসে গুরু নাম জপ
. ভুলে যাবে সব ব্যথা |
শোনাও গুরুর কথা |
পান্থ শালার পথচারী সবে
. হেথা কেহ নাহি রবে,
পঞ্চ ভূতের এ দেহ ছাড়িয়া
. আত্মা বিদায় লবে |
তখন শ্রীগুরু মন্ত্র সাথী করে নিয়ে
যেয়ো তুমি যথা তথা ,
শোনাও গুরুর কথা |
. অহরহ তুমি মনেরে শোনাও
. তোমার গুরুর কথা,
কান পেতে শোন হৃদয় বীণায়
. গুরু গীত আছে গাঁথা
. শোনাও গুরুর কথা |
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর