কবি মেনকা রায়চৌধুরীর গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কথা ও সুর  -  মেনকা রায় চৌধূরী


প্রাণ কমল বিছায়ে রেখেছি
.           বসমা সেখানে,
আমি মা মা বলে কেঁদে বেড়াই
.           থাকিস না আর শ্মশানে,
প্রাণ কমল --- সেখানে
আমার  দেবার  কিছুই  নাই
.           সুরে অঞ্জলি দিই তাই
অর্ঘ্যটি  দি দুহাত ভরে
.           ভক্তি চন্দনে ,
শিব ভোলানাথ স্থান কোথা পাই
.           তোর রাঙ্গা চরণ বিনে ?
প্রাণ কমল --- সেখানে |

ও রূপ দুঃখ হরা
.       তনু মন পাগল করা
.            বিশ্বভুবন লুকিয়ে আছে
.                   তিনটী নয়নে,
আমি  মা  নামেতে ডুবে থাকি
.            শয়নে ও স্বপনে |
প্রাণকমল বিছায়ে রেখেছি
.            বসমা সেখানে |
আহা প্রাণকমল বিছায়ে  |

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা ও সুর --- মেনকা রায়চৌধূরী

শ্যামা  নাম  গাহিয়া
.     কালী নামে মাতিয়া
.         জগত ভুলিয়া রবে
.            কবে মোর এ হিয়া,
.             শ্যামা নাম গাহিয়া |

অপরূপ  রূপ  হেরি
.   হৃদয় উঠিবে ভরি
.       ত্রিনয়ণী ও শঙ্করী
.           তোমারে মা হেরিয়া
শ্যামা  নাম  গাহিয়া,
.   কালী নামে মাতিয়া
.      জগত ভুলিয়া রবে
.      কবে মোর এ হিয়া  |

জগত জননী মাতা
.    তুমি চির আপনার
.    তাইত সঁপেছি মোর
.        ক্ষুদ্র এ তনু ভার
নয়ন মেলিয়া চাও
.        তব কোলে তুলে নাও
সার্থক হোক প্রাণ
.        শ্রীচরণ  লভিয়া |
শ্যামা নাম গাহিয়া
.      কালী নামে মাতিয়া
জগত ভুলিয়া রবে কবে মোর এ হিয়া |

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
রচনা ও গ্রন্থনা--- মেনকা রায় চৌধূরী


রামকৃষ্ণ বর্ণমালা

মন প্রাণ সমর্পিনু গুরুদেব পদে,
অভয় শ্রীপদে রেখ বিপদ সম্পদে |
জীবন মরণ সাথী জপ গুরুনাম,
গুরু ভগবান প্রভু লহগো প্রণাম |

.        ***************

রামকৃষ্ণ বর্ণমালা যাব আজ ক’য়ে,
শ্রী মায়ের পদরজঃ শিরো পরে লয়ে |


ক   কাতরে ডাকিগো প্রভু
.                          কৃপা কর মোরে,
খ   খমি (ক্ষ ) শত অপরাধ
.                          বাঁধ স্নেহ ডোরে |
গ    গুণাতীত , গুণময়
.                          গদাধর নাম,
ঘ   ঘটায়েছ কত শত
.                          লীলা অবিরাম |
ঙ   বাঙ্ ময় অচিন্ত্য  দেব
.                          রামকৃষ্ণ তুমি,
চ   চরণ যুগলে কোটী
.                          কোটী বার নমি |
ছ   ছয় রিপু  বাঁধিয়াছে
.                          অতীব  কৌশলে,
জ  জড়ায়েছে এ সংসার
.                          মহামায়া জালে |
ঝ  ঝঙ্কারি উঠুক নাম
.                         মোহ ভেদ করি,
ঞ  যাঞা  করিগো মাতা
.                         দুটি পদ ধরি |
ট   টলমল করে আয়ু
.                         পদ্ম পত্র জলে,
ঠ   ঠাকুরাণী দাও স্থান
.                         চরণ কমলে |
ড  ডরিনা  শমনে মাগো
.                        যদি কর দয়া,
ঢ  ঢালগো করুণা বারি
.                        রামকৃষ্ণ জায়া |
ন  নমি  নমি নমি ওগো
.                        সারদা জননী,
ত  তরাও তরাও মোরে
.                        ত্রিতাপ হারিনী |
থ   থর থর কাঁপে হিয়া
.                        কি করি উপায় ?
দ   দয়াময়ী  স্থান দাও
.                        দুটী রাঙ্গা পায় |
ধ   ধরণীতে  এসে নামি
.                        স্বরগ ছাড়িয়া,
ন   নাম সুধা রস দিলে
.                        বদন ভরিয়া |
প   পতিত  পাবন
.                        রামকৃষ্ণ ভগবান,
ফ   ফলিবে অমৃত ফল
.                         গাও  জয়গান |
ব    বরাভয় দাতা তুমি
.                         ওগো প্রাণময়,
ভ   ভয়শূণ্য হোক্ চিত্ত
.                         দাওগো অভয় |
ম   মহিমা তোমার বল
.                         কে বর্ণিতে পারে ?
য   যুগ অবতারে নমি
.                         ভক্তি যুক্ত করে |
র   রক্ষা কর প্রভু মোরে
.                         সদা হৃদে থাকি,
ল   লক্ষ্য রেখ সন্তানেরে
.                         ছায়ানীড়ে রাখি |
ব   বল মনে প্রাণে
.                        রামকৃষ্ণ পিতামাতা,

শ  শিব কালী সবই তুমি
.                         তুমি মুক্তিদাতা |
ষ  ষড় রিপু নাশ হোক
.                         তব কৃপা বলে,
স  সন্তানে রাখগো সদা
.                         স্নিগ্ধ ছায়া তলে  |
হ  হোয়েছি  তোমারি কন্যা
.                         এই সত্য জানি,
ড়  ঝড়  জলে রক্ষা পাব
.                         জগত তারিনী |
ঢ়  দৃঢ়চেতা মন জানে
.                         তব স্নেহ ক্রোড়ে,
য়  ভয় দূর করিয়াছ
.                         বাঁধি  বাহু ডোরে |
ৎ  সত্গুরু বিরাজিছে
.                         হৃদয়ের মাঝে,
ং সংসারের সার তিনি
.                         বুঝি সর্বকাজে |
ঃ  দুঃখ ও বিপদ মাঝে
.                          জ্যোতির্ময়  সম,
ঁ   চাঁদ হ’য়ে জেগে আছ
.                          সদা হৃদে মম |

প্রণাম  প্রণাম  গুরু
.               শ্রীপদে তোমার |
প্রণাম হে রামকৃষ্ণ
.               সারদা আমার ||

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা ও সুর -- মেনকা রায়চৌধূরী

কালী ত্রিপুরা সুন্দরী
.         এ নাম মা তুই কোথায় পেলি ?
স্বরগ ছেড়ে ধরায় এলি
.         কৈলাসেরে দুরে ফেলি
.         শিবনাভি কমল মাঝে
.         বসেছ মা মহেশ্বরী |
কালী  ত্রিপুরা --- পেলি ?
চতুর্ভূজা ষোড়ষী মা
.          দেবাদিদেব মহেশ বামা
.          জ্যোঃতির্ম্ময়ী আলোকসমা
.          মঙ্গলা পরমেশ্বরী
এ নাম মা তুই কোথায় পেলি ?

.        তোর মেনকার এই আকিঞ্চন
.        তোমার দেওয়া এই তনুমন
.        নিও চরণ পদ্মপোরি
.        মিনতি মোর ও শঙ্করী
কালী ---  পেলি |

শঙ্কর  নাভি পদ্মাসীনাং
.      তাম্রবর্ণাব চতুর্ভূজাং
ব্রহ্মা বিষ্ণু শিবারাধ্যাং
.      ত্রিপুরা সুন্দরী নমাস্যহম |

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা ও সুর -- মেনকা রায়চৌধূরী


শ্যাম ও শ্যামা দুই মুরতি
.         অন্তরে  বিরাজে,
আমার প্রাণের বীণার তারে
.         একই সুরে বাজে |
শ্যাম ও শ্যামা --- |
এক যদি না হবে বল
.         কেমন করে তবে ?
কৃষ্ণ-কালী রূপটী ধরে
.         দাঁড়িয়েছে এই ভবে ?
অবুঝ আমি তোমার লীলা
.         বুঝতে পারি না যে |
আমার প্রাণের বীণার তারে
.          একই সুরে বাজে |

শ্যাম ও শ্যামা --- |
শিবের বুকে চরণ রাখ
.          হাতে ধর অসি,
( আবার ) শ্রীরাধিকার পূজাটি নাও
.          বাজিয়ে মোহন বাঁশি |
ও দুটী রূপ এক হোয়ে থাক
.          হৃদ সরোবর মাঝে,
আমার প্রাণের বীণার তারে
.          একই সুরে বাজে |
শ্যাম ও শ্যামা --- |

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা ও সুর---মেনকা রায় চৌধূরী


হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
পাপ ভয় দূর হয় যে জন এ নাম করে |
রাম রাম হরে হরে- হরে হরে রাম রাম
হৃদি বৃন্দাবনে নাচে মোর নয়নাভিরাম
পাবে এবে পরিত্রাণ ভরে যাবে মন প্রাণ
রাধা নামে সাধা বাঁশী বাজিবে হৃদয়পুরে,
যে জন এ নাম করে | হরে কৃষ্ণ --- |
যেই রাম সেই কৃষ্ণ শিব শ্যামা সীতারাম,
এ দেহ দেউলে জাগে সুন্দর রাধেশ্যাম  |
নিজ প্রিয় ইষ্ট নাম কর জপ কর ধ্যান
শুনিবে মিলন গীতি বাজিছে গো এই সুরে
যে জন এ নাম করে | হরে কৃষ্ণ --- |

একই স্বর্ণ পিন্ড হোতে বিশ্বপিতা স্বর্ণকার,
গঠন করেন নিতি নানাবিধ অলঙ্কার,
জান না কি মনোরথ
.                যত মত তত পথ
একই ব্রহ্ম বিরাজিছে
.                এই বিশ্ব ব্রহ্মান্ড জুড়ে |
যে জন এ নাম করে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
.                কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
পাপ ভয় দূর হয়
.                যে জন এ নাম করে |

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা ও সুর -- মেনকা রায়চৌধূরী


হে রামকৃষ্ণ করুণা করিয়া
.          এ মাটির পরে নেমেছে,
যুগ অবতার জগতের হিতে
.          মানবের রূপ ধরেছ ,
.          এ মাটির পরে নেমেছ |
সীতা  সতী  রাধা  
.           জননী সারদা ,
.               তব তরে ছিল বাঁধা,
তুমি জ্ঞান দানিয়া
.     চরণ পূজিয়া
.           শক্তিময়ীরে গড়েছ,
.           এ মাটির পরে নেমেছ |
দেশ দেশান্তরে
.     করিলে প্রচার
.        সাগরের জলে
,           সব একাকার

দয়াময় নাশি
.          তম অন্ধকার
.              নতুন ধর্ম রচেছ
.        তুমি নতুন ধর্ম রচেছ
.        এ মাটির পরে নেমেছ |
.    হে রামকৃষ্ণ করুণা করিয়া
.        এ মাটির পরে নেমেছ |

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা ও সুর -- মেনকা রায়চৌধূরী


রাঙ্গা জবা দেব বলে
.                  ডাকি শ্যামা মায় |
পথ চেয়ে বসে আছি
.                  নিবি যদি আয় ||
বড় সাধ মোর
.             জগত ভুলে
.                বারেক বসি
.                   মা তোর কোলে
বুকের কাছে টেনে নিবি
.                  স্নেহ মমতায় |
ডাকি শ্যামা মায় |

তোর মহিমা বুঝতে নারি
.   মা তুই পুরুষ কিংবা নারী
.        অনন্ত রূপ এ ব্রহ্মান্ডে
.                 বুঝে ওঠা দায় |
ডাকি শ্যামা মায়
ভরসা তোর অভয় চরণ
.      সমর্পিনু জীবন মরণ
.      ডালি দিনু এ তনু মন
.      দুটী রাঙ্গা পায় |
.          ডাকি শ্যামা মায়  |

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা ও সুর-- মেনকা রায়চৌধূরী


হেরিতে চরণ তব
.          আঁখী দুটী জাগে,
তোমার করুণা বারি
.           মম শির মাগে |
জগতের হিত তরে,
.           মানবের রূপ ধরে,
আসিলে ধরণী পরে
.           প্রেম অনুরাগে |
তুমি প্রভু মহাপ্রাণ
.           শোনগো কাতর গান
কর সবে পরিত্রাণ
.           ভিখ মাগি আরো |

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর