প্রাণ কমল বিছায়ে রেখেছি . বসমা সেখানে, আমি মা মা বলে কেঁদে বেড়াই . থাকিস না আর শ্মশানে, প্রাণ কমল --- সেখানে আমার দেবার কিছুই নাই . সুরে অঞ্জলি দিই তাই অর্ঘ্যটি দি দুহাত ভরে . ভক্তি চন্দনে , শিব ভোলানাথ স্থান কোথা পাই . তোর রাঙ্গা চরণ বিনে ? প্রাণ কমল --- সেখানে |
ও রূপ দুঃখ হরা . তনু মন পাগল করা . বিশ্বভুবন লুকিয়ে আছে . তিনটী নয়নে, আমি মা নামেতে ডুবে থাকি . শয়নে ও স্বপনে | প্রাণকমল বিছায়ে রেখেছি . বসমা সেখানে | আহা প্রাণকমল বিছায়ে |
শ্যাম ও শ্যামা দুই মুরতি . অন্তরে বিরাজে, আমার প্রাণের বীণার তারে . একই সুরে বাজে | শ্যাম ও শ্যামা --- | এক যদি না হবে বল . কেমন করে তবে ? কৃষ্ণ-কালী রূপটী ধরে . দাঁড়িয়েছে এই ভবে ? অবুঝ আমি তোমার লীলা . বুঝতে পারি না যে | আমার প্রাণের বীণার তারে . একই সুরে বাজে |
শ্যাম ও শ্যামা --- | শিবের বুকে চরণ রাখ . হাতে ধর অসি, ( আবার ) শ্রীরাধিকার পূজাটি নাও . বাজিয়ে মোহন বাঁশি | ও দুটী রূপ এক হোয়ে থাক . হৃদ সরোবর মাঝে, আমার প্রাণের বীণার তারে . একই সুরে বাজে | শ্যাম ও শ্যামা --- |
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পাপ ভয় দূর হয় যে জন এ নাম করে | রাম রাম হরে হরে- হরে হরে রাম রাম হৃদি বৃন্দাবনে নাচে মোর নয়নাভিরাম পাবে এবে পরিত্রাণ ভরে যাবে মন প্রাণ রাধা নামে সাধা বাঁশী বাজিবে হৃদয়পুরে, যে জন এ নাম করে | হরে কৃষ্ণ --- | যেই রাম সেই কৃষ্ণ শিব শ্যামা সীতারাম, এ দেহ দেউলে জাগে সুন্দর রাধেশ্যাম | নিজ প্রিয় ইষ্ট নাম কর জপ কর ধ্যান শুনিবে মিলন গীতি বাজিছে গো এই সুরে যে জন এ নাম করে | হরে কৃষ্ণ --- |
একই স্বর্ণ পিন্ড হোতে বিশ্বপিতা স্বর্ণকার, গঠন করেন নিতি নানাবিধ অলঙ্কার, জান না কি মনোরথ . যত মত তত পথ একই ব্রহ্ম বিরাজিছে . এই বিশ্ব ব্রহ্মান্ড জুড়ে | যে জন এ নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ . কৃষ্ণ কৃষ্ণ হরে হরে পাপ ভয় দূর হয় . যে জন এ নাম করে |