বিচিত্র এই বৈপরীত্য
কবি মিলন মাযহার
ভোগবাদী লুটেরা,
রাষ্ট্রীয় বুটেরা,
বাজায় বাঁশি;
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি !
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
মিলন মাযহার
-
এ
র
ছড়া ও
কবিতা
*
কবি
মিলন মাযহার
-
এ
র পরিচিতির পাতায় . . .
টাকার পাহাড়
কবি মিলন মাযহার
বক্তৃতা, আর বিবৃতিতে
পাঁচ বছরের কাজ,
লক্ষপতি লিডারগুলো
কৌড়পতি আজ !
ক্যামন করে থরে থরে
নোটের তোড়া এলো?
ভাবুন এবার, দুর্নীতিতে
দেশটা কোথায় গেলো !
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি
মিলন মাযহার
-
এ
র পরিচিতির পাতায় . . .
পলিটিকস
কবি মিলন মাযহার
পলিটিকস ঘুরছে
সারা দেশ পুড়ছে,
হায়, গণতন্ত্র!
টোটকা মন্ত্র,
দামহীন জনতা
পুড়বার যন্ত্র!!
কতদিন কনতো
এইধারা চলবে?
দামহীন গুবরে-
কতদিন জ্বলবে?
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি
মিলন মাযহার
-
এ
র পরিচিতির পাতায় . . .
গুবরে গরীব
কবি মিলন মাযহার
বাঁচতে যে চাস
দু’বেলা খাস
তোর কি আছে জোর?
গুবরে পোকা
গরীব বোকা
কি হবে রে তোর?
বাঙলা জুড়ে
মরবি পুড়ে
সিঙ্গেল বা জোড় !
শোন বন্য
তোর জন্য
গোরস্থান, গোর।
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি
মিলন মাযহার
-
এ
র পরিচিতির পাতায় . . .