কাঠুরিয়া
কবি মিলন মাযহার

কাঠুরিয়া, তুমি ছেঁটেছ ছায়া গাছ,
কাঠুরিয়া, তুমি কেটেছ মায়া গাছ ।

আহা রাক্ষুসে কুড়াল-ছুরি-চাকুতে
ছিন্ন আমার হাত পা মাথা
পাঁজরের হাড়

খোলা মাঠ ভিজিয়ে শুয়ে আছে
রক্ত !

.       ******************     
.                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
কবি মিলন মাযহার- ছড়া ও কবিতা
*
পুনরায়, জল-তৃষ্ণা
কবি মিলন মাযহার

মিশকালো, আলকাতরা রাত্রিতে
হোঁচট খেয়ে পড়ি;
আমারে ডুবাল গহীন নোনা~
জলে, ডুবে মরি !

এই দেখে ঘোলা চাঁদ
বাঁধ ভেঙে হাসে,
সচকিত, ধোঁয়াময়
সমগ্র আকাশে...

হেসে হেসে একূল-ওকূল ভাসায়...

.       ******************     
.                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ডিভোর্স লেটার
কবি মিলন মাযহার

(ফিরে গিয়ে পূণরায় ফিরে এলো আততায়ী রাত,
থৈথৈ নোনাজলে পুষে রাখি নির্ঘুমতার মৌতাত )

তাকিয়ে দূরে জলস্রোতা
লালচোখ; নেশাখোর,
ক্ষতবুকে বারোটি বছর…

মাথার ভেতরে ভাসে
নৈঃশব্দের শব্দ-ছবি;
ছন্নছাড়া বাতাসে-বাতাসে
আসে-যায় অসংখ্য গোপন সাম্পান,
সান্ধ্যভাষার ব্যথাতুর গান

সহে না এ বজ্রবিদ্যুৎ, সহ্য হয় না ।

.       ******************     
.                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
জ্বলো কাঠ জ্বলো কয়লা
কবি মিলন মাযহার

জ্বলো কাঠ জ্বলো কয়লা
জ্বলো পেট্রোল জ্বলো তুষ
জ্বলো কেরোসিন একাধারে রাতদিন
জ্বলে জ্বলে পুড়িয়ে মারো

কস্মিনকালে কারো
যেন ফেরেনাকো হুঁশ!

.    ******************     
.                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
জীবনালেখ্য
কবি মিলন মাযহার
(জেগে থাকে ব্যথাতুর রাত,
ঘুমোয় আমার গুটিসুটি দিন)

একটি জীবন খুব কালো রঙ
একটি জীবন সাদা,
একটি জীবন সরল কাঠি
একটি জীবন ধাঁ ধাঁ

আপ টু বটম একটি জীবন
দু:খ জরজর,
একটি জীবন বে-নিশানা
পথিমধ্যে ঘর

একটি জীবন অনেক রঙের
মৌলিক’ই চার-পাচ,
একটি জীবন বাউলা বায়ু
দোদুল্যমান গাছ

একটি জীবন বইয়ের মতোন
পৃষ্ঠা এবং পাতা,
ইচ্ছে হ’লে পুড়িয়ে ফেলা
আমার লেখার খাতা!

.    ******************     
.                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ঝরা পাতারাও পথ চলে, নি:সঙ্গ আমি ঝিমিয়ে পড়ি
কবি মিলন মাযহার

এক পা এগিয়ে ফের
তিন পা পিছিয়ে পড়ি;
অহেতু, পথে-পথে ঢের...
কি করি? কি করি?

ঝরা পাতারাও পথ চলে
বাতাসে উড়বার কৌশলে;
পথ শেষ হয় না আমার !

নি:সঙ্গ আমি ঝিমিয়ে পড়ি,
মরি রে মরি রে মরি-
শত পথ কত মত আহরি !

.      ******************     
.                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
এক রাতে এক তারে
কবি মিলন মাযহার

লালনের গানের পাখি উড়ে গেছে
একা একা এক তারে
পৃথিবীময়...

শুধু হিম, দশ দিকে উড়ছে শীতার্ত রাত,
নিবিড় ঠান্ডা; শাদা।

পৃথিবীর সমূহকরাতকলের নিচে
খন্ডিত পথবাউল এক, কাঁটাঝোপে
ফুল হয়ে ফুটে রয়...

সাক্ষী জবুথবু দাঁড়কাক রাত, আর
পড়ে থাকা ছায়া তার আধা।

.      ******************     
.                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
সদুপদেশ
কবি মিলন মাযহার

পাখির সুর ; য্যানো ধুলো-বালি
উড়ে যাচ্ছি দূরে, বাঁশের পাতার মত
ঘুরে ঘুরে বাতাসে

অকস্মাৎ এসে পাশে ;
বলল একটি কাক: বেঁচে বর্তে যাবে
এই শহরে দূস্প্রাপ্য সুখে,
নিখাদ পাথর বাঁধো বুকে।

.      ******************     
.                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
মেঘ
কবি মিলন মাযহার

উড়ে গেলে সমস্ত মেঘ
আমি ফিরে আসি ঘরে। দিগন্তকে বলি,
বিদায়।

বাতাসে মোহন মুরলী থই-
থই ছড়িয়ে শিরায় শিরায়;
শেষমেষ, হায়! হায়! হায়!
পৌছে আমার ঘরের দরজায় !

ওমেঘ, তোমার সঙ্গে আমার
কে জড়াল এমন শত্রুতায়?

.      ******************     
.                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*