কবি মিলন মাযহার - জন্মগ্রহণ করেন বাংলাদেশের কুষ্টিয়া জেলার স্টেডিয়াম পাড়ায় । মাতা
বাসিরুন নেসা, পিতা সবেদ আলি। পড়াশোনা শুরু হয় মুকুল সঙ্ঘ প্রাইমারি স্কুলে। স্কুলের গণ্ডি পার করেন
কুষ্টিয়া জিলা স্কুল থেকে এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। কবি একটি বিজ্ঞাপনী
সংস্থায় কর্মরত এবং খণ্ডকালিন সাংবাদিকতা করে থাকেন।
কবির লেখালেখির শুরু শৈশব থেকেই। কবিতা, ছড়া, প্রবন্ধ ও সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায়
মিলন মাযহার-এর বিচরণ। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “জ্বলো কাঠ জ্বলো কয়লা” (২০১৪), “পা
পিছলানো পাঁচ পঙতি” (২০১৩) প্রভৃতি।
“প্রতিশিল্প”, “দ্রষ্টব্য”, “১৪০০”, “দ্বিতীয় চিন্তা”, “অমৃতলোক” সহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।
কবির সম্পাদিত সাহিত্যের কাগজ “দ্রাবিড়”।
আমরা মিলনসাগরে কবি মিলন মাযহার-এর কবিতা তুলে আনন্দিত।
কবি মিলন মাযহার-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - কবি মিলন মাযহার-এর সঙ্গে ইমেলে পত্রালাপ।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - milonmazhar@gmail.com
ঠিকানা - মিলন মাযহার, বিসেক (Bsec) ভবন (লেভেল ১০), কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,
. কাওরান বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ৬.৬.২০১৪
...