কবি মিতা সাহা – জন্মগ্রহণ করেন কলকাতায়। তিনি স্কুলের পড়া শেষ করেন কলকাতার প্র্যাট
মেমোরিয়াল স্কুল থেকে এবং লেডী ব্রবোর্ন কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক হন।

পেশা হিসেবে বেছে নেন ব্যাঙ্কের চাকুরি। ২০১১ সালে ব্যাঙ্ক ম্যানেজার পদ থেকে ইস্তফা দিয়ে নিজের
Printing Designing Agency শুরু করেন।

কবিতা লেখা শুরু ২০০৯ সাল থেকেই। ফেসবুকে নিয়মিত কবিতা লেখেন। কিছুদিনের মধ্যেই প্রথম
কবিতার বই প্রকাশিত হবে। নাম “নেশা”। সাহিত্য, সঙ্গীত, সিনেমা, ছবি আঁকা সব কিছুই তিনি অল্প
অল্প
চর্চা করে থাকেন।

আমরা
মিলনসাগরে  কবি মিতা সাহার কবিতা তুলে আনন্দিত।


উত্স --- কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।    


কবি মিতা সাহার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা –
SKG Media, ২৪বি শেক্সপিয়ার সরণী, থার্ড ফ্লোর, কলকাতা ৭০০০১৭, পশ্চিমবঙ্গ।
চলভাষ -
+৯১৯৮৩১১২৪৪১৪   
ইমেল –
huzmtz@gmail.com     


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ০.০২.২০১৫
...