<<< জন্মশতবর্ষে, আমরা কবি মোহিনী চৌধুরীর এই ছবিটি পেয়েছি কবি রাজেশ দত্তর সৌজন্যে। তিনি পেয়েছেন তাঁর অনুজপ্রতিম বন্ধু শ্রী অনীশ রায়চৌধুরীর সৌজন্যে। তাঁর জ্যাঠামশাই মানে তাঁর বাবার মাসতুতো দাদা ছিলেন কবি মোহিনী চৌধুরী। আমরা মিলনসাগরে দুজনের কাছেই আন্তরিকভাবে কৃতজ্ঞ।