ভালবাসা মোরে ভিখারী করেছে কথা - মোহিনী চৌধুরী, সুর - কমল দাশগুপ্ত, কণ্ঠ - জগন্ময় মিত্র
ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী তোমারই দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালাখানি নয়নের জলে যে কথা জানাই, সে ব্যথা আমার কেহ বোঝে নাই মেঘের মরমে যে মিনতি কাঁদে চাঁদ বুঝিবে না জানি ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী
মাধবীলতা গো আজ তুমি আছ ফুলের স্বপন সুখে একদিন যবে ফুল ঝরে যাবে লুটাবে ধূলির বুকে খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়, কখনো হাসায় কখনো কাঁদায় মুক হয়ে যায় কারও মুখরতা, কারও মুখে জাগে বাণী ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী
কেন এ হৃদয় চঞ্চল হোলো কথা - মোহিনী চৌধুরী, সুর - হেমন্ত মুখার্জী কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়
কেন এ হৃদয় চঞ্চল হোলো। কে যেন ডাকে বারে বারে, কেন, বল কেন ? আমি ফুল দেখেছি, ফুল ফুটতে কখনো দেখিনি আজ মনে হয় শিহরণ এই বুঝি ফুটেছে আমার হাসি কেন এ কণ্ঠে এলো গান, কেন, বল কেন ? এল এ মধুর নেশা যেন, আমি সুর শুনেছি, সুর ভুলতে এখনো পারিনি গান হয়ে তাই বুঝি ফুটেছে কথার কলি ||
কত মধুরাতি এলো, এলো আর চলে গেল কথা - মোহিনী চৌধুরী, সুর - শৈলেশ দত্তগুপ্ত,
কত মধুরাতি এলো, এলো আর চলে গেল জীবনে জোয়ার এলো না | সাথীহারা মন আজও সাথী পেল না || চাঁদের আলোয় লেখা যত কবিতা আমার জীবনে সবই হলো যে বৃথা | কুহু কুহু কুহুতানে কোয়েলিয়া আমার প্রাণে সুরের আগুন জ্বেলো না || মধুমালতীর মালা কত না লুটালো ধূলিতে, আমারই বেদনা দোলে শিশির কণিকাগুলিতে | স্বপন ছড়ায়ে এলো মাধবী নিশা মিটিল না আজও তবু মিলনতৃষা | যারে খুঁজি আসে না সে আমার হিয়ার পাশে, দুরাশা তবু যে গেল না ||
ঝরা ফুলে ভরা এই যে সমাধিতল কথা - মোহিনী চৌধুরী, সুর - শৈলেশ দত্তগুপ্ত,
ঝরা ফুলে ভরা এই যে সমাধিতল--- এই তো আমার মাটির বাসর প্রেমের তাজমহল || কে বলে আমার প্রিয়তমা নাই, পাই না দেখিতে তবু সাড়া পাই------ চোখে ঝরে জল হায় মনে তবু দোলে মিলনের শতদল || আধোরাতে যবে ঘুম ভেঙে যায় সেথায় নীরবে আসি, দেখি জোছনায় ছড়ানো রয়েছে হারানো প্রিয়ার হাসি | বউ-কথা-কও পাখি দূরে গায় সুরে সুরে সে যে প্রিয়ারে জাগায়, মরণ ঘুমেরে স্মরণ মায়ায় মনে হল শুধু ছল ||