ভালোবাসলে কোন দিকে তাকাবো না। জোরে টান দিয়ে তোমাকে বাতাসে রৌদ্রে নিয়ে যাব। নানা খেলনায় পুনরায় লোভ হবে। যেন আমি প্রাপ্ত বয়সের স্বভাব ভুলেছি ; ক্ষিপ্ত, যেরকম খুশি চুমু খাব। যেরকম খুশি নৃত্যে সুমসৃণ সভ্য জনপদে হাস্যরোল দেখা দেবে, কীটদুষ্ট সৌখিন আঙুল তুলো ধরা আমাদের ক্রীড়াভ্রান্তি সমস্ত দেখাবে। আমাদের বয়ে গেল, চল ওই টিলার উপরে।
দেখো কত ক্ষুদ্রকায় ঐসব মানুষের খুশি সব থেকে উঁচু পাহাড়ের চূড়া। যেখানে যখন এসে যাব, বিনা ক্ষোভে তোমার গলার হার, চুড়ি দূরে ছুঁড়ে দিতে পার। আকাশের বস্ত্র নেই, জল তরঙ্গের স্তনগুলি মুক্ত রাখে প্রকাশ্য আলোকে আমরাও প্রকৃতির মতো নগ্ন হতে পারি ভালোবাসা পেলে। . ****************** . সূচিতে . . .
কে রয়েছ বাতায়নে ? --- ভূতলে নিপাত যাও সুবিজ্ঞ ডেভিল। আকাশে কি শব্দ করে বৃষ্টি ঝরে রক্-এন-রোল . . . অশান্ত আঙুলে আমি স্পর্ষ করি ললাটের চতুর কুন্তল তারপর সারা দেহ খুলে যায় অমলিন বিমুক্ত বালিকা দশটি আঙুল ভাসে সারা গায়ে কাগজের নৌকার মতন পৃথিবীর মানুষেরা হয়তো এখন সব প্রজাপতি কিংবা হরিণী।
হে কঠিন সিংহাসন, তুমি এই পৃথিবীর তিনভাগ নিও বালকের জন্য কিছু দ্বিধাহীন ক্রীড়াভূমি রেখো। . ****************** . সূচিতে . . .