কবি মোহিতকুমার চট্টোপাধ্যায় – আধুনিক কালের অন্য খ্যাতিমান নাটক রচয়িতা। একাঙ্ক এবং
পূর্ণাঙ্গ উভয়  শ্রেণীর নাটকেই তাঁর সহজ বিচরণ।

তাঁর প্রথম নাটক “কণ্ঠনালিতে সূর্য” ১৯৬৩ সালে মঞ্চস্থ হয়। অন্যান্য নাকের মধ্যে রয়েছে রাক্ষস (১৯৭৬),
দ্বীপের রাজা (১৯৬৩), রাজরক্ত (১৯৭০), ক্যাপ্টেন হুররা (১৯৭০), ইচ্ছাপূরণ, যীশু প্রভৃতি।

মূলত একজন কবি, মোহিত চট্টোপাধ্যায় বাংলা অ্যাবসার্ড নাটকের অন্যতম স্রষ্টা এবং নাট্য ও কাব্যের
মিলনে আগ্রহী।  

একজন প্রতিষ্ঠিত কবি হিসেবে তিনি অন্তত চারটি কাব্যগ্রন্থ রচনা করেছেন।

আমরা
মিলনসাগরে  কবি মোহিত চট্টোপাধ্য়ায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টাকে সফল মনে করবো।


কবি মোহিত চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


উত্স - ডঃ শিশির কুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
.        ফিরে দেখা, দৃষ্টিপাত, গণশক্তি, ১৬ই জুন ২০১৪।      


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ৭.৯.২০১৪
...