কবি মোহিত ঘোষ-এর ছড়া ও কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।
২।
স্বরবর্ণ
ব্যঞ্জন বর্ণ
*
ছড়া দিয়ে পড়া শেখা
( স্বরবর্ণ )
অ অলি গায় গুন্ গুন্
. ফুল-কলি পাশে রে |
আ আনারস খেয়ে মাসি
. মিঠে হাসি হাসে রে ||
ই ইঁটগুলো ইঁদুরের
. বাড়ীঘর হয়েছে |
ঈ ঈষৎ শীতল হাওয়া
. ধীরে ধীরে বয়েছে ||
উ উনুনের কালো ধোয়া
. উঃ, এ কি উত্পাত |
ঊ ঊরুতে লেগেছে চোট
. উষাময় চিত্পাত ||
ঋ ঋতু ছয় সবে কয়
. ঘুরে ঘুরে আসেরে |
৯ গো-বেচারা ৯-কে কেউ
. ভাল নাহি বাসে রে ||
এ একতারা নিয়ে খোকা
. একা একা সাধে সুর |
ঐ ঐরাবতটি ঐ
. আকাশেতে তোলে শুঁড় ||
ও ওহে ওহে ওল ও’লা
. কত দাম চাও হে ?
ঔ অসুখ সারাতে হলে
. ঔষধ দাও হে ||
. ****************
.
বর্ণমালায় ছড়ার খেলা-র
সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
ছড়ার বই "ছড়া দিয়ে পড়া শেখা" থেকে . . .
কবির পরিচিতির পাতা
য়. . .
কবির
মূল সূচির
পাতায়. . .
*
ছড়া দিয়ে পড়া শেখা
(ব্যঞ্জন বর্ণ )
ক ক--এ লিখি কাঠ কুটো
. কল কালি কই মাছ |
খ খ--এ খুকু খাতা খোলে
. খোকা বলে খই ভাজ ||
গ গজ হোলো হাতী আর
. গজাটি খাবার গো |
ঘ ঘাটে বসে ঘনা করে
. ঘুগ্ নি সাবাড় গো ||
ঙ মোদের বাঙলা দেশ
. রঙে রঙে ভরপুর |
চ চক্চকে চোখে চিনু
. চাখে চপ চানাচুর ||
ছ ছড়া পড়ে ছাদে বসে
. ছিদাম কানাই গো |
জ জটাধারী বলে-- আমি
. জিলিপি বানাই গো ||
ঝ ঝর ঝর ঝরে জল
. ঝরণার কত ঢং !
ঞ ঞ আমি , ক -- খ দের
. মিঞা ভাই দশ নং ||
ট টান লেগে হাঁটু দুটো
. টন্ টন্ করছে,
ঠ ঠাকুরদাদার তাই
. মেজাজটা চড়ছে ||
ড জলে ডোবে ডুবুরীটা
. বামে আর ডাইনে |
ঢ ঢোলক বাজায় ঢুলী
. বিশ টাকা মাইনে |
ণ এক চোখ কাণা বটে
. রাণীমার হাতীটা |
ত তসর বুনছে তাঁতে
. তাঁতীদের নাতিটা |
থ থলে হাতে থুর্ থুরে
. বুড়ো থামে আহা রে |
দ দীপালীতে দশদিক
. দিশেহারা বাহারে |
ধ পাকা ধানে ধীরে ধীরে
. সোনা রঙ ধরেছে |
ন নতুন নাটকে খুকু
. নাচ সুরু করেছে |
প পুলি--পিঠে খেয়ে যদি
. পিলে ঙয় পেটে রে |
ফ ফুচকা ফুলুরি ফেলে
. ফল খেও কেটে রে |
ব বালিকাটি চলে ওই
. বই নিয়ে বগলে |
ভ ভারতের লোক মোরা
. ভাই ভাই সকলে |
ম ম--এ হয় মা ও মাটি
. মৌমাছি ময়না |
য যুঁই ফুল পাড়ে যদু
. যোগী কথা কয় না |
র রাজা রাণী ডাইনীর
. রূপকথা শুনেছি |
ল লাল ফুলে ভরা লতা
. বাগানেতে বুনেছি |
শ শশী দোলে আকাশেতে
. শশা দোলে দো-চালায় |
ষ রয়েছে ষোলোটি ষাঁড়
. ও’গায়ের গো শালায় |
স সেপাই সুপুরি খেয়ে
. সুর সাধে বাঁশীতে |
হ হায়না হঠাৎ বন
. ভরে তোলে হাসিতে |
ড় পড়াশুনো ছেড়ে ছোঁড়া
. দই-বড়া চাখ্ ছে |
য় শাখায় ময়ূর নাচে,
. কি যে ভালো লাগছে |
ৎ নব বত্সরে হয়
. উত্সব খাসা রে |
. ****************
.
বর্ণমালায় ছড়ার খেলা-র
সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা