কবি মোহিত ঘোষ-এর ছড়া ও কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
পুতুলের বিয়ে
ফিঙে
নেমন্তন্ন
ফোকলা বুড়ি
চড়াই
বীর
ইক্ ড়ি--মিক্ ড়ি
হুতোম ডাকে
বাবাতুয়া
মন্তর
ভালুক
ঠাক্ মা
জলসা সুরু
টকাস্-টক্
ধানাই পানাই
ডিমের খোলা
বলো তো
বগাচক্
রঙ-- চঙ-- সঙ
বেগুন পোড়া
উলট -- পুরাণ
কাক--তাড়ুয়া
ডুব--ডুবুরী
বুট--মটর----ছোলা
ঝিনিকি -- ঝিনি
চামচিকি
টাপুর টুপুর
সাল--তামামি
*
পুতুলের বিয়ে
কেয়ূর কাঁকন ঝন্-ঝনা-ঝন্
. নূপুর পায়ে বাজে রে,
খুকুমণির ছোট্ট পুতুল
. কনের বেশে সাজে রে |
লগ্ন তো ভাই আর দেরি নাই
. ব্যস্ত খুকু কাজে রে,
বরের আবার নড়বড়ে ঘাড়
. আমরা মরি লাজে রে ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
ছড়ার বই "চিকিমিকি" থেকে . . .
কবির পরিচিতির পাতা
য়. . .
কবির
মূল সূচির
পাতায়. . .
*
. ফিঙে
. টিং-টিঙা-টিং টিঙে
. দুলছে গাছে ঝিঙে,
. মাঝ-নদীতে ডিঙে চেপে
. নাচছে দেখো ফিঙে |
ফিঙে-পাখির পিসতুতো বোন টিং-টিঙা-টিং টিঙে
টিয়ের বিয়ে কাল, ঐ চলেছে ফিঙে
যাচ্ছে ফিঙে নিমন্ত্রণে বিয়ে-বাড়ী ধুম লাগাবে
বাবুই ধরে হাল | নিয়েছে তাই শিঙে ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
. নেমন্তন্ন
মাংস পোলাও কোর্মা রে
আর পটলের দোর্মা রে
কোপ্তা বড়া চচ্চড়ি-------
জবর চালাই পেট ভরি |
টক পায়েস আর মিষ্টি দই-----
কই হে বাপু , আনছো কই ?
সবার শেষে চিবিয়ে পান
গদির ওপর হই সটান ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
ফোকলা বুড়ি
ফোকলা বুড়ি একলা রাতে
খুঁড়ছে মাটি খুর্ পি হাতে,
জোরসে সে যেই খুঁড়লো মাটি
একটা পেলো রূপোর কাঠি |
আরও খানিক খুঁড়লো মাটি-----
এবার পেলো সোনার বাটি |
আরও খানিক খুঁড়লো মাটি------
মিললো এবার হীরক খাঁটি |
লোভে পড়ে ফোকলা বুড়ি
ভাবলো আরো মাটি খুঁড়ি |
যেই না খানিক খুঁড়লো মাটি
উঠলো পচা জুতোর পাটি ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
চড়াই
চড়াই রে, চড়াই রে,
বেশ দেখি তোর বড়াই রে,-----
উঁচিয়ে মাথা চলিস্ তোরা
হাওয়ায় কাঁপে পাখনা জোড়া ;
মরাই থেকে শেষ করে দিস্
মুগ মসূর আর কড়াই রে |
চড়াই রে, চড়াই রে !
দুই দলেতে যখন তখন
জোরসে লাগাস্ লড়াই রে !!
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
. বীর
একবারে তের সের
. খেতো ক্ষীর এক বীর
পেল্লাই ঘুষি খেয়ে
. ছাদ হোতো চৌচির |
পুলিশের লাঠি দেখে
. হ্যাঁচ্ কা সে মারতো
শজনে ডাঁটার মত
. চিবিয়ে তা ছাড়তো ||
. টুনটুনি পাখি দেখে
. কেঁপেছিল ডরেতে,
. কাঁপুনি দাঁড়ালো গো
. ম্যালেরিয়া জ্বরেতে |
. পেট ফুলে পিলে হোলো,
. বুক-জ্বালা অম্বল,
. এখন জড়িয়ে রাখে
. রোঁয়া--ওঠা কম্বল ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
ইক্ ড়ি--মিক্ ড়ি
ইক্ ড়ি--মিক্ ড়ি চাম্ চিক্ ড়ি
মেঘ--জমানো কুলপি বিক্রি ;
মৌমাছিরা আনলো মৌ,
দুধ এনেছে গয়লা--বৌ ;
মেছোহাটায় ইলিশ মাছ,
ফুলপটিতে গোলাপ গাছ |
হাটে এলো বাঘিনী,
উঠলো করুণ রাগিণী ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
. হুতোম ডাকে
থুম্-থুমা-থুম্ হুতোম ডাকে---- থুম্-থুমা-থুম্ হুতোম ডাকে----
হুতোম ডাকে পেঁচোর মাকে, হুতোম ডাকে হুলোটাকে,
পেঁচোর আবার সর্দি বড় বাচ্চাটা তো ধুঁকছে বসে
রুমাল চাপে ট্যাপ্টা নাকে | ইঁট পড়েছে ছোট্ট টাকে |
থুম্- থুমা-থুম্ হুতোম ডাকে---- থুম্-থুমা-থুম্ হুতোম ডাকে-----
হুতোম ডাকে শেয়ালটাকে, হুতোম ডাকে ওই তো কাকে,
শেয়ালিনীর শরীর খারাপ ডাক শুনে হায় ভয় পেয়ে যাই !
পড়েছিল বিশ্রী পাঁকে | লুকিয়ে থাকি সিঁড়ির ফাঁকে ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
বাবাতুয়া
দাদা এনেছে কাকাতুয়া
. খোকন তোলে বাই----
এক্ষুণি তার মস্ত বড়
. বাবাতুয়া চাই |
এই না শুনে কাকাবাবু
. হেসেই কুপোকাৎ ,
অবাক হয়ে খোকার বাবা
. গালে দিলেন হাত ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
মন্তর
কপালেতে আঙুল রেখে
. বলো ----‘চিচিং ফাঁক’
চুল-ভরা ওই মাথাটা ভাই
. হয়ে যাবে টাক |
পেটের দিকে তাকিয়ে বলো----
. ‘হিরিং-কিরিং-ছট্’,
নাদুস নুদুস ভুঁড়িগুলো
. ফাটবে ফটাফট্ |
‘ভানুমতীর খেল্’ বলিলে
. চোখের পানে চেয়ে
তক্ষুনি ঠিক হবে ট্যারা
. সুন্দরী ওই মেয়ে |
গোটা তিনেক মন্তরেতেই
. করবে জগৎ মাৎ ,
রাতকে তুমি দিন বানাবে
. দিন যে হবে রাত ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
ভালুক
ভালুক ভালুক তালুকদার,
জমি-জিরাৎ মস্ত তার ;
প্রজা হোলো কাঠবিড়ালী----
গুন্ তিতে মোট তিন কি চার |
ভালুক ভালুক তালুকদার,
উপবাসে হাড্ডি-সার ;
শালুক ছাড়া দু’টি বেলা
জুটছে নাকো কিচ্ছু আর ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
. ঠাক্ মা
খুকুটির সংসারে ওই যে পুতুল ;
কাপড়েতে গড়া দেহ তুল্ তুল্ তুল্ |
. মুছে গেছে চোখ নাক,
. মাথায় পড়েছে টাক,
এককালে ছিল বটে রেশমের চুল |
. খুকুটির সংসারে ওই যে পুতুল-----
. নেইকো গলায় মালা, কানে নেই দুল |
. পড়ে থাকে একপাশে,
. শুধু মিটিমিটি হাসে,
. সবার ঠাক্ মা সে যে, নেই কোন ভুল ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
. জলসা সুরু
. সিংহরাজের রাজবাড়ীতে
. জলসা সুরু, জলসা সুরু,
. আয়োজনের বহর দেখে
. কুঁচ্ কে যাবে তোমার ভুরু |
সভাপতি হবেন শেয়াল,
বানর ভজন, বাঘের খেয়াল ;
কেত্তনেতে বেড়াল-রাণী,
সঙ্গে হাতির বেহালাখানি ;
ব্যাঙ-বাবাজীর তানপুরাতে
আনবে আমেজ চাঁদনী-রাতে
নতুন রকম গান শোনাবেন
. গাধা---যিনি সবার গুরু ;
. জলসা সুরু, জলসা সুরু ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
টকাস্-টক্
আম-কুঁচি আর কাসুন্দি
তাতে লংকা নুন দি,
ঝাল ঝাল টক টক-----
জিভের আওয়াজ টকাস্-টক |
রাঙা রাঙা কামরাঙা
এক কামড়ে যায় ভাঙা,
আঁখি দুটি চক্ চক্---
জিভের আওয়াজ টকাস্--টক্ ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
ধানাই পানাই
ধানাই পানাই
. আমড়া-গাছি ;
কড়ায় আছে
. দুধের চাঁচি |
. চাঁচির ভেতর
. পড়লো মাছি ;
. উঠলো গায়ে
. জোর ঘামাচি |
. আঁৎকে উঠে
. হোঁৎকা হুলো
. ছাড়লো রে ভাই
. বিকট হাঁচি ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
. ডিমের খোলা
ছুড়লো ভোলা ওই ছুটেছে ডিমের খোলা
ডিমের খোলা, ভোলার মনে লাগলো দোলা ;
ছুটলো খোলা বন্ বনিয়ে দেখছে যারা
শন্ শনিয়ে অবাক তারা !
কালো মেঘের পাশ কাটিয়ে বাপ্ রে কী জোর চলছে, এ কি ?
নীল আকাশের মাঝটি দিয়ে | তারার মতন জ্বলছে দেখি !
. ওই তো হাওয়ার রাজ্যি ছাড়ে
. হাজির হোলো এক্কেবারে
. চান্দামামার কোলের ‘পর,
. উঠলো সেথায় ধূলির ঝড় ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
বলো তো
কচুরি-রা চুরি ক’রে
. পেটে রাখে পুর,
খিচুড়ি বিলিয়ে দেয়
. গন্ধ সুমধুর |
শুনেছিনু কাকাতুয়া
. পানতুয়া খায়,
সন্দেশ নামে দেশ
. বলো তো কোথায় ?
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
. বগাচক্
বগাচক্ বগাচক্ নাচে বগা,
চিংড়ি মাছে লাউ-এর ডগা ;
ডগায় দেখি শিশির ফুল
ভোরের আলোয় দোদুল দুল ||
ঘুরতাক্ ঘুরতাক্ ঘোরে ঘানি
খোকার চোখে ঝরছে পানি ;
জল নয় সে মুক্তোর দানা
তোমাদের তা’ দেখতে মানা ||
ধুমতাক্ ধুমতাক্ ঢোলক বাজে
পড়লো ফোড়ন তেলের মাঝে ;
তোমরা এবার পাবেই খেতে
বসো সবাই পিঁড়ে পেতে ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
রঙ-- চঙ-- সঙ
শীতলপাটি, শীতলপাটি
. পিতল-পানা রঙ,
অতল জলে চিতল মাছ
. করছে কত ঢঙ !
মাছরাঙাদের মুখটি চুন
আমরা তো ভাই হেসেই খুন,
রুই-কাত্ লা ইলিশ-মাগুর
. ঐ সেজেছে সঙ ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
বেগুন পোড়া
আগুন আগুন আগুনটি
তার মাঝেতে বেগুনটি ;
বেগুন হোলো পোড়া
এবার ছোটাও ঘোড়া ||
. ছুটলো ঘোড়া, ছুটলো ঘোড়া,
. ছোটা তো নয়, হাওয়ায় ওড়া ;
. ছুটছে বেগে চতুর্গুণ,
. ছিট্ কে প’ড়ে সোয়ার খুন ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
উলট -- পুরাণ
হাসপাতালের ভেতরেতে
. হাঁস কি থাকে ভাই ?
বালি দিয়ে রয় কি ভরা
. মাথার বালিশটাই ?
পটল গাছে পলতা পাতা
ঘরের কোণায় ব্যাঙের ছাতা,
পাথরকুচীর গাছে রে হায়
. পাথর--টাথর নাই ;
কাঁচকলা কই ? দেখছি এ যে
. বুড়ো আঙুলটাই !
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
কাক--তাড়ুয়া
আমবাগানে কাক-তাড়ুয়া
. থ্যাব্ ড়া--পানা নাক,
কাক--তাড়ানো কাজটি তাহার
. নেই কোনো হাঁক--ডাক |
কাক--তাড়ুয়া,----তবুও তারে
. ভয় করে না কাক,
ঠোকর মেরে ফোকর করে
. রং-মাখানো টাক ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
. ডুব--ডুবুরী
. ডুব-ডুবুরী অথৈ জলে----
. ছোট্ট ঝুলি ভর্তি ফলে,
. ঝিনুক ঝিনুক ঝিনুকময়
. তার মাঝেতে মুক্তো রয় |
ডুব-ডুবুরী অথৈ জলে ডুব-ডুবুরী জলের রাজা
ছোট্ট ঝুলি ভর্তি ফলে, মাছ ভাজা খায় তাজা তাজা,
রাঙা টুকটুক স্বপ্ন আনে নেই পরোয়া তিমি হাঙর,
প্রবাল তাহা কে না জানে | বর্ষা কি শীত ঘূর্ণী বা ঝড় ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
বুট--মটর----ছোলা
বুটের ডাল মুঠো মুঠো
. বুট জুতো ভারী ;
মটর ডাল খেতে ভালো
. ভালো মটর-গাড়ী |
চাঁচা--ছোলা জিভ--ছোলা
. আর ছোলার ডাল ;
দুম্--দুমা--দুম্ পিঠে পড়ে
. ভাদ্র মাসের তাল ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
ঝিনিকি -- ঝিনি
ঝিনিকি-ঝিনি ঝিনিকি ঝিনি
. কিঙ্কিণিরই সুর,
ঝিনিকি-ঝিনি ঝিনিকি-ঝিনি
. আনন্দে ভরপুর |
ঝিনিকি-ঝিনি নাচছে মিনি
. বাজছে মধুর তাল,
ঝিনিকি-ঝিনি ঝিনিক্--ঝিনি
. ঝিঁঝি বাজায় গাল ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
. চামচিকি
. চামচিকি চামচিকি,
. কাকাতুয়া বড় টিকি,
. টিয়া-পাখি লেজ-ঝোলা
. প্যাঁচাটা তো গাল-ফোলা |
চামচিকি চিকিমিকি, চামচিকি চিকিমিকি,
ময়ূরেরা ঝিকিমিকি, যত দেখি তত শিখি,
তিতিরেরা তির্ তির্ কত রূপ কত পাখি
বকগুলো গতি ধীর | খুলে থাকি দু’টি আঁখি ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
টাপুর টুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
বেলা এখন ঠিক যে দুপুর,
ডুব দিয়ে খুব ঝুপুর ঝুপুর
পায়েস খেও হাপুর হুপুর |
ঐ বেনে -বৌ বুনছে মাদুর
উল্টো হয়ে ঝুলছে বাদুড় |
পুকুর-পাড়ে কু-কুর,
কান্না থামে খু-কুর ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা
*
. সাল--তামামি
. সাল-তামামি সাল-তামামি
. পুরান বছর শেষ ;
. সাল-তামামি সাল-তামামি
. লাগছে আমার বেশ |
সাল-তামামি , বাজবে এবার সাল-তামামি, আসবে মামী
. চড়ক পূজোর ঢোল, আসবে কত লোক,
সাল-তামামি, চালতা দিয়ে সাল-তামামি, নাচবো আমি
. হবে মজার ঝোল | ভূলবো যত শোক ||
. ****************
চিকিমিকির সূচিতে...
.
কবির মূল সূচির পাতায়...
মিলনসাগর
কবির পরিচিতির পাতা