কবি মনোরঞ্জন সাঁতরা – জন্মগ্রহণ করেন হুগলী জেলায়, রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান
কামারপুকুরের পার্শ্ববর্তী বেঙ্গাই গ্রামে।

কবি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে পেশা হিসেবে সরকারী চাকরি বেছে নিয়েছেন।

তাঁর কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে। তার মধ্যে রয়েছে “পরবাস”, “মাধুকরী
Web
Magazine”
প্রভৃতি। মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাঁর লেখা কবিতা “সংবাদ প্রতিদিন”
পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাংবাদিক ও কলামিস্ট হিসেবে তিনি যুক্ত আছেন হুগলীর আরামবাগ থেকে
প্রকাশিত দুটি সংবাদ পত্রের সঙ্গে।

তিনি কবিতা লেখা শুরু করেন কলেজ জীবনে। তাঁর কবিতার ভাবনা মানুষ–ন্যায়–নীতি ও প্রেম-
ভালোবাসাকে কেন্দ্র করে। আগামী দিনে তাঁর ভাবনাচিন্তা রয়েছে দূষণমুক্ত সমাজ ব্যবস্থা নিয়ে কবিতা
রচনা করার।

আমাদের কাছে পাঠানো কবিতাগুলি এখানেই প্রথম প্রকাশিত হচ্ছে। আমরা
মিলনসাগরে  কবি মনোরঞ্জন
সাঁতরার কবিতা তুলে আমরা আনন্দিত।

কবির সঙ্গে যোগাযোগ –
ঠিকানা – গ্রাম ও পোস্ট : বেঙ্গাই, জেলা হুগলী, পশ্চিমবঙ্গ, পিন ১২৬১১
চলভাষ –  +৯১৯০০২৬৮৮২২০, +৯১৮৯২৬২৬৩৬৭১    
ইমেল –
msantra.mail@gmail.com     

উত্স – কবির সঙ্গে ইমেলে যোগাযোগ    

কবি মনোরঞ্জন সাঁতরার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১২.১১.২০১৩
...