কবি মৃদুল দাশগুপ্তর কবিতা
*
কোনো শহীদের মা-কে
কবি মৃদুল দাশগুপ্ত

আছি বাতাসের মতো ও আমার মিষ্টি মা-মনি
আছি তোমার দুচোখে আজও কঠিন শীতল
জান না যে মরো গেছি, বোকা মেয়ে, এখনও মানোনি
তাই জেগে বসে থাকো, ভাবে এলো পলাশের দল

.     
         *************************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
সমাধি-ফলক
কবি মৃদুল দাশগুপ্ত

আজ যার কথা, সে, ঘুমিয়ে পড়েছে অষুধে
থামো প্রবালেরা, পূর্ণতা দেবো, আমি দ্বীপের কনিষ্ঠ পোকা
তুমি তাকিও না, ওগো তাকিও না, বলো তাকাবেনা আর
একার দীর্ঘ নিঃশ্বাসে যাই হাওয়ায়, অন্য হাওয়ায়

.              *************************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
সূর্যোদয়
কবি মৃদুল দাশগুপ্ত

ভেসে আছে রাজহাঁস দ্বীপ, আর
দেবতারা লিখেছেন নীল চিঠি তোমার উদ্দেশে, আর
আমার উদ্দেশে ; আর
আর, দ্যাখো মাস্তুল পাশে
স্ফটিকের একটি গেলাস ভরা লাল মদ পাহাড় চূড়োয় রাখা
আর, অন্য পতাকার মাংস উড়ছে আকাশে

আমার আঙুলগুলি খেয়ে ফেলে, দেবি
আজ অনুগ্রহ করো
---বলতেই কি যে
শান্ত ধীর চুম্বনের দিকে এলে
. . .তুলে ধরতেই দেখি
কুম্কুম হয়েছে অস্থির

আর ভূপল্লব ভিজে

.    *********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
কোন্ ছড়াটা
কবি মৃদুল দাশগুপ্ত

একটা ছড়া ছড়িয়েছিল ঘাসে
একটা ছড়া ছিল ঘরের পাশে
একটা ছড়া ছিল পাহাড় চূড়োয়
একটা ছড়া এক মুঠো খুদকুঁড়োয়!

একটা ছড়া স্কুল পালিয়ে মেলায়---
মেতেছে খুব পুতুল নাচের খেলায়,
একটা ছড়া গিয়েছে কলকাতায়
একটা ছড়া পড়ছো তো এই পাতায়।

একটা ছড়া টুকরো ভেঙে দুটো
একটা ছড়ার হাত দুখানি মুঠো
একটা ছড়া উধাও বনে বনে
কোন্ ছড়াটা ধরলো তোমার মনে ?

.   
     *********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
উই পোকা
কবি মৃদুল দাশগুপ্ত

আমি সেই উইপোকা, যে ফুটো করেছে সন্ধিপত্র ;
আমি খাই হাসপাতালের মাংস, প্রহরীর শিরস্ত্রাণ,
.        গান্ধীমূর্তির ঠ্যাং ও লাঠি ;
পাউরুটির দুঃখিত দুই হাত আমাকে টেনে নিয়েছে
.        পাউরুটির সাদা স্তনের ভেতরে ;
আত্মহত্যার পরেও নিজেকে প্রশ্ন করেছি,
.                এটা কোন ঋতু ?
অশ্রু ছাড়া গোপন করিনি কিছুই ;
দাঁড়ি, কমা, সেমিকোলনের এই ঠাণ্ডা দেশে
আমাকে বিস্ময়সূচক চিহ্ন হিসেবে ব্যবহার করা হোক

.     
           *********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*