মেধাশ্রিত যে সব বিষাদ . অন্তর্মুখী পারাপারে . ঘিরে থাকে তোমার শরীর যে সব আগুন এসে . ছুঁয়ে দেখে ছায়ার নির্জন স্বপ্নহীন কুয়াশায় . যে সব আঁধার এসে . জমা হয় রক্তের ভেতরে অস্পষ্ট দ্রাঘিমা থেকে . নিঃসঙ্গ ফুলের সঙ্গে . হঠাৎ বেরিয়ে আসে . যে সব মানুষ তারা কেউ আমাদের মুখোপেক্ষী নয় তারা জানে . সভাঘরে কোথায় কখন নিঃশব্দে লুকিয়ে থাকে অক্ষরবালিকা স্বরক্ষেপে কখনই বা অলৌকিক আলো কখনই বা অনিবার্য . নান্দনিক খেলা
আয়ুহীন কবিতার জন্ম নিয়ে তোমাদের ধিক্কারসভায় . নিঃশব্দ নূপুর পায়ে . যে যুবতী বসেছিল একা . তার চোখ . ঠোঁট আর . হাতের আঙুলে . ছিল কিছু নক্ষত্রবিষাদ . ছিল শব্দবীজ . ছিল বসন্তলালিত কিছু . উন্মাদ আগুন শিখাহীন যে আগুনে পুড়ে যায় দক্ষিণ দুয়ার . ইতিহাস . সামাজিক বিধিজাল . হৃদয়হীন কিছু বিকল্প মিনার শরীরী জ্যোত্স্না নিয়ে যে যুবতী বসেছিল তোমাদের ধিক্কারসভায় জন্মের যন্ত্রণা নিয়ে . তাকে ঘিরে . শব্দযান . রাশিরাশি . দুর্লভ কবিতা
যারা তোমার পায়ের বেড়ি তাদের কথা ভাবছো কেন ইচ্ছেমতোন যেদিকে চাও উড়ে বেড়াও স্বাধীনতায় উত্সমুখে আগুন যখন ডাকবে তখন দেখা যাবে এখন শুধু আঁচলভরা খুশি ওড়াও আলোছায়ায়
সাতপুকুরের সাঁকোর ওপর যেমন খুশি নাচতে থাকো সূর্যমুখির পাপড়ি ছিঁড়ে নানারঙের মৃত্যু আঁকো রাতদুপুরে সপ্তডিঙ্গায় অন্তরঙ্গ মানুষ ডাকো টুসুগানের ছন্দেপাগল স্বপ্নকাতর বাঁচতে থাকো
বলেছিলে নদীর ওপারে গিয়ে ঝড়াপাতা কুড়িয়ে কুড়িয়ে . জ্বালাবে আগুন বলেছিলে ইঁদুরের উন্মত্ত আবেগ . মাটি ও হাওয়ার সঙ্গে . শিরীষফুলের খেলা মুগ্ধ খুনসুটি . পাড় ভাঙা ঢেউ আর . শোলার টোপর নিয়ে নতুন কবিতা
‘জাহাজে’র কথা ভেবে বলতেই তুমি বললে ‘জানলা’ ‘আকাশ’ বলতে গিয়ে ‘আ’ বলতেই তুমি বলে উঠলে ‘আরাম’ ‘সমুদ্রে’ যাবার আগে ‘স’ বলার সঙ্গে সঙ্গে ‘সংসার’ উচ্চারণ করল তোমার ঠোঁট
কবিকে উজ্জ্বল হতে বলেছিল কোনো এক উদাসীন নারী কবিকে চতুর হতে বলেছিল মেধাবী বন্ধুরা কবিকে লম্পট হতে বলেছিল বাচাল বান্ধবী কবিকে পন্ডিত হতে বলেছিল কিছু সম্পাদক কবিকে প্রেমিক হতে বলেছিল কিশোরী পাঠিকা কবিকে মাতাল হতে বলেছিল দক্ষিণ বাতাস কবিকে আত্মস্থ হতে বলেছিল নিষ্ঠুর প্রকৃতি কবিকে নিজের কাছে ফিরে যেতে বলেছিল আশ্চর্য কলম
কবি খুব সন্তর্পণে . পাখির ভাষায় মানুষের জন্য . শোকগাথা গাইতে গাইতে ফিরেছিল ঘরে পান্ডুলিপি দিয়ে . জ্বালানো আগুনে . নিশ্চিন্তে পুড়িয়েছিল নিজের হৃদয় তারপর নতজানু হয়ে . নির্বিকার প্রর্থনায় চেয়েছিল অবিচ্ছিন্ন ঘুম
নিজের সঙ্গে একটা মানুষ ছায়ার সঙ্গে একটা মানুষ রোদের মধ্যে একটা মানুষ . হাঁটছে কেবল হাঁটছে কেবল হাঁটছে
ধর্ম সে তার ব্যক্তিগত আদর্শ তার ব্যক্তিগত চিন্তাভাবনা ব্যক্তিগত জীবনযাপন ব্যক্তিগত যন্ত্রণাভার ব্যক্তিগত তবুও কেমন একলা মানুষ . রোদের মধ্যে ছাযার মানুষ . ছায়ার মধ্যে রোদের মানুষ . সংঘবদ্ধ হবার জন্য ভিরের মধ্যে একলা মানুষ হাঁটছে কেবল হাঁটছে কেবল হাঁটছ