কবি মৃণাল বসু চৌধুরী - কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম.এ পাশ করেছেন |

কবির প্রথম কবিতার বই ‘মগ্ন বেলাভূমি’ প্রকাশিত হয় ১৯৬৫ সালে | তারপর ‘শহর কলকাতা’ ১৯৭০ সালে,
‘যেখানে প্রবাদ’ ১৯৭২ সালে, ‘গুহাচিত্র’ ১৯৭৬ সালে, ‘এই নাও মেঘ’ ১৯৮১সালে, ‘শুধু প্রেম’ ১৯৮২ সালে এবং
‘ধারাবাহিক অবহেলা’১৯৮৭ সালে প্রকাশিত হয় |

কবি কর্মসূত্রে দীর্ঘদিন বিদেশে থাকার জন্য কবিতার জগত থেকে বিচ্ছিন্ন ছিলেন | এরপর আবার ১৯৯৯
সালে ‘কবিতা সংগ্রহ’ নিয়ে ফিরে আসেন কবিতার কাছে | এরপর ২০০০সালে প্রকাশিত হয় ‘এবার ফেরো
সন্ন্যাসে’, ২০০১ সালে ‘শব্দনির্মাণ’, ২০০২ সালে ‘যদি ওড়ে উড়ে যায়’, ২০০৩ সালে ‘নির্বাচিত কবিতা’ এবং
‘মায়াবী উত্তাপ’, ২০০৪ সালে ‘স্বর্গ থেকে নীল পাখি’, ২০০৫ সালে ‘স্বপ্নে সমর্পণে’ ‘শূণ্যতার ছায়া’, ২০০৭ সালে
‘যাদুঘরে শব্দহীন’, ২০০৯ সালে ‘মায়া বন্দরের দিকে’, ২০১০ সালে ‘ঘুম উড়ে আসে’ এবং ২০১১ সালে
বাংলাদেশ থেকে  প্রকাশিত হয়েছে ‘বিকল্প চাঁদের কাছে’ | ২০০৮ সালে প্রকাশিত হয়েছে ঢাকার ‘ভাষাচিত্র’
থেকে আবুহাসান শাহরিয়ারের সঙ্গে ‘পত্রালাপ’, ‘নৈঃশব্দের ডাকঘর’ |  

ছড়ার বই ‘এখন যদি রবিঠাকুর’ এবং ‘তিনের পিঠে দুই’ প্রকাশিত হয়েছে যথাক্রমে ২০০৩ ও ২০০৭ সালে |

তাঁর ছোটদের গল্পের বই ‘অদ্ভূত সব ভূত’, ‘যন্ত্রণার এ পিঠ ও পিঠ’ নামে তার গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে
২০০৬ সালে | এছাড়া বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা ও গল্প | তাঁর কবিতার ইংরেজি অনুবাদ
গ্রন্থের সংখ্যা দুই |

কবি একাধিক পুরস্কারে সন্মানিত হয়েছেন, এরমধ্যে রয়েছে কবিপত্র সন্মান, রায়গুণাকর ভারতচন্দ্র সন্মান,
প্রমা পুরস্কার, বিষ্ণু দে পুরস্কার, অরুণ মিত্র পুরস্কার ছাড়াও পেয়েছেন  শিলীন্ধ্র, জিগীষা, ইসক্রা, লোকসখা
সন্মাননা | এ ছাড়া পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বিভা চট্টো-পাধ্যায় পুরস্কার পেয়েছেন সম্প্রতি | পেয়েছেন
বাংলাদেশের টাঙ্গাইল থেকে অরণি পুরস্কার এবং ‘কবিতা বাংলা’ ঢাকার আন্তর্জাতিক কবি সন্মান |

কবির সাথে যোগাযোগ
ঠিকানা - ফ্ল্যাট ১/বি, ১২৬-এ, প্রিন্স গোলাম হোসেন শাহ রোড, কলকাতা -৭০০০৩২
দূরভাষ - +৯১৩৩২৪৭২১৮৫৫
চলভাষ - +৯১৯৮৩০৪৭৫১৬৪

আমরা
মিলনসাগরে  কবি মৃণাল বসু চৌধুরীর কবিতা তুলে আনন্দিত। কবিকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা
জানাই আমাদের সাইটে তাঁর কবিতা নির্বাচিত করে দেবার জন্য।


উত্স -  কবির সঙ্গে পত্রালাপ।   


কবি মৃণাল বসু চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২.১১.২০১৩
...