কবি মৃণালিনী সেন-এর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
|
দশমী নিশি আমার সে নিধি কই ? আজি ত দশমী, সই! শুধুহাতে আসিল ফিরিয়া। দশমি! লইয়া হরি, চলে গেল ত্বরা করি, কোথা আজি আসিল রাখিয়া। কিছু নাহি বলে গেল, নিয়ে তাঁরে চলে গেল, না জানি কোথায় কোন্ দেশে ; অভাগী একেলা প’ড়ে, দশমি! কি মনে করে, আজি পুন দেখা দিলে এসে ? সকলি ত লয়ে গেছ, বাকী কিছু না রেখেছ, তাঁহারি সহিত সবি গেছে। কি নেবে আমার আর, যাহা কিছু ছিল সার, সকলি ত ফুরায়ে গিয়েছে। রমণীর শিরশোভা, সিঁথায় সিঁদুর রেখা, হায়! তাহা গিয়াছে মুছিয়া ; কত সাধ কত আশা, কত স্নেহ ভালবাসা, হায়! সবি গিয়াছে ঘুচিয়া। পুন কি দেখিতে এলে ? এই বুকখানি দ’লে, সকলি ত লয়েছ হরিয়া। মোর কিছু নাই আর, শুধু এবে অশ্রু সার, তাহাও কি যাবে কেড়ে নিয়া ? না না তা ত পারিবে না, এ অশ্রু ত ঘুচিবে না, যত দিন রবে এ পরাণ। এ উত্তপ্ত অশ্রু মম, বহিবে নির্ঝর সম, ---গলিবে কি একটি পাষাণ ? নিশি! . সে দিনো এমনি তর, সেজেছিলে মনোহর, তুমি বুঝি দূত স্বরগের। তাই এসেছিলে নিতে, স্বর্গপথ দেখাইতে, যথায় নিবাস অমরের। ---পূজা করা হল না ত, তাড়াতাড়ি কেন এত, পলাইয়া গেলে তাঁরে লয়ে ? ---বিসর্জ্জেছি প্রতিমারে, পূত জাহ্নবীর নীরে, বিজয়া দশমী গেছে হয়ে। পুন তোমা দেখে আজি, মনে হইতেছে বুঝি, এসেছ তাঁহার পাশ হ’তে ;--- তাঁহার বিহনে আমি, কেমনে দিবস যামী, যাপিতেছি তাহাই দেখিতে। এলে যদি তবে এস, ক্ষণেক নিকটে বস, কেমন আছেন তিনি বল। এ অভাগীরে কি তাঁর, পড়ে মনে কভু আর, রয়েছে কি মনে এ সকল ; সে বৃক্ষ আশ্রয় করি, ছিনু সুখে কাল হরি, ভেঙ্গে গেল কপালের দোষে। হায় বিধি নিদারুণ, একি জ্বালালি আগুন, এই কি লিখিয়াছিলি শেষে! না---না তোর দোষ নাই, আমারি কপাল ছাই, জন্মান্তরে করেছিনু পাপ। আজ তারি ফলে হায়! এতেক যন্ত্রণা পাই, এত তাই পেতেছি সন্তাপ। কি আর বলিব নিশা! প্রাণ হারায়েছে দিশা, মরিয়া বাঁচিয়া আছি শুধু। কিছু নাহি ভাল লাগে, হৃদয় মরণ মাগে, বুকেতে আগুন জ্বলে ধূ ধূ !! বোলো তাঁরে নাম কোরে, কি করে সে অভাগীরে, অকাতরে আসিলে ত্যজিয়ে! যাহারে কোথাও তিল, রাখিয়া না হ’তে থির, রাখিতে যে হৃদয়ে ধরিয়ে। চাহিলে না মুখ তার, ভাবিলে না এক বার, কি গতি হইবে তোমা বিনা। সে ক্ষুদে বালিকা হিয়া, দলিলে গো কি বলিয়া, সে অভাগী কিছু তো জানে না। না না আমি মিছে কেন, তাঁর দোষ দিই হেন, চলে যেতে ছিল না তো সাধ। আমারে জনম তরে, কাঁদাইতে, জোর করে, লয়ে গেলে তাঁরে, সেধে বাদ। সুখেতে থাকুন তিনি, না হয় সহিব আমি, যতনা যন্ত্রণা প্রাণ পাবে। শুধু কাঁদিবার তরে, এসেছি ধরণী পরে, কাঁদিয়া জীবন চলে যাবে। . ১৫ই আষাঢ় ১৩০১ . **************** উপরে মিলনসাগর |