কবি মৃণালিনী সেন - ছিলেন ডাঃ লাডলিমোহন ঘোষের কন্যা | মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিয়ে
দেওয়া হয় পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহের সঙ্গে | মাত্র দুবছরের মধ্যে রাজার মৃত্যু হলে কবি বিধবা
হন | পরে ১৯০৫ সালে কেশবচন্দ্র সেনের পুত্র নির্মলচন্দ্র সেনের সাথে তাঁর বিয়ে হয় |
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "প্রতিধ্বনি" (১৮৯৪), "নির্ঝরিণী" (১৮৯৫), "মনোবীণা" (১৮৯৯)
প্রভৃতি |
উত্স : ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
আমাদের যোগাযোগের ঠিকানা :-
মিলনসাগর
srimilansengupta@yahoo.co.in
.