নারী সুন্দর, নারীরা সুন্দর- ভালবেসে দেখেছি আমি। নারী সুন্দর, ধরনী যেন স্বর্গের বাগানে ফোটে থাকা ফুল। নারী সুন্দর, বিধাতার করুণায় নারী সুন্দর, কবির দৃষ্টিতে, বিস্ময় বিধাতার নারী নামক সৃষ্টিতে। নারী সুন্দর, গোলাপের বৃষ্টিতে, নারী সুন্দর, ধরনীতে নারী সুন্দর, নারীরা সুন্দর- চিত্রকলা-কাব্য-কৃষ্টিতে!
স্বপ্ন ছিল পাখির মত উড়াল দেয়ার, তার হাতের কেয়া ফুল হাত বাড়িয়ে নেয়ার। স্বপ্ন ছিল তাকে দেবো জোছনার আদর, তার গায়ে জড়াতে ভালবাসার চাদর। স্বপ্ন ছিল সৌরভ হবো তার হাতের কেয়ার!