কবি মুহাম্মদ মুহিদ-এর কবিতা
নারীরা সুন্দর
মুহাম্মদ মুহিদ
               
নারী সুন্দর, নারীরা সুন্দর-
ভালবেসে দেখেছি আমি।
নারী সুন্দর, ধরনী যেন স্বর্গের বাগানে
ফোটে থাকা ফুল।
নারী সুন্দর, বিধাতার করুণায়
নারী সুন্দর, কবির দৃষ্টিতে,
বিস্ময় বিধাতার নারী নামক সৃষ্টিতে।
নারী সুন্দর, গোলাপের বৃষ্টিতে,
নারী সুন্দর, ধরনীতে
নারী সুন্দর, নারীরা সুন্দর-
চিত্রকলা-কাব্য-কৃষ্টিতে!

.       ************
.                                                                                             
সূচি . . .    




মিলনসাগর
*.
প্রতিক্ষার প্রহর গুনা
মুহাম্মদ মুহিদ
            
একদিন তোমাকে কাছে পাবো বলে,
হারিয়েছিলাম স্বপ্নের অসীম সীমানায়।
তোমার দুহাত ধরবো বলে,
কণ্টকময় বন্ধুর পথে হেঁটেছি-
রক্তাক্ত ক্ষত পায়।
সুখের সঙ্গ সাঙ্গ করেছি
পাবো বলে তোমায়।
তোমাকে পাওয়া আমার
স্বপ্নের দিকে গন্তব্য,

তোমাকে শুধু পাবার জন্য-
অপেক্ষার ফুল হাতে আমার এই
প্রতিক্ষার প্রহর গুনা।

.       ************
.                                                                                             
সূচি . . .    




মিলনসাগর
*.
স্বপ্ন ছিল
মুহাম্মদ মুহিদ
         
স্বপ্ন ছিল পাখির মত উড়াল দেয়ার,
তার হাতের কেয়া ফুল হাত বাড়িয়ে নেয়ার।
স্বপ্ন ছিল তাকে দেবো জোছনার আদর,
তার গায়ে জড়াতে ভালবাসার চাদর।
স্বপ্ন ছিল সৌরভ হবো তার হাতের কেয়ার!

.              ************
.                                                                                             
সূচি . . .    




মিলনসাগর
*.
নারীর আগুন
মুহাম্মদ মুহিদ
      
নারীর দেহে আগুন আছে
সে আগুনে পুড়তে ভালো লাগে,
নারীর দেহে শিল্পিত আচর আছে
পলকে দেখলে হৃদে তৃষ্ণা জাগে।

নারীর কাছে সুখ আছে
সে সুখ সকল পুরুষ মাগে,
নারীর কাছে সব আছে
পুরুষের ভাবনায় নারী আসে সব আগে।

নারীর দেহে আগুন আছে
সে আগুনে পুড়তে ভালো লাগে।

.         ************
.                                                                                             
সূচি . . .    




মিলনসাগর
*.
চাঁদ মুখ
মুহাম্মদ মুহিদ
   
এক পলক দেখেছিলাম
সেই চাঁদ মুখ,
অজানা এক ভাল লাগার
পেয়েছিলাম সুখ।

নিত্য যদিও দেখি কত
চাঁদ বদনী মেয়ে,
এত সুখ পাইনি আর
কোন মুখে চেয়ে।

গোল মুখে তার লেগেছিল
দামিনী রুপ হাসি,
তার মত রুপসীর
চাঁদমুখ ভালবাসি।

.       ************
.                                                                                             
সূচি . . .    




মিলনসাগর
*.
স্বপ্ন
মুহাম্মদ মুহিদ

বুকের ভেতর চাপিয়ে রাখি
সাগরগামী নদীর সপ্ন,
ভাঙা গড়ার দুকূল নিয়ে
জীবন দ্রুপদীর স্বপ্ন।

মনের মাঝে ধরে রাখি
আশার কারুকাজের সপ্ন,
সম্ভাবনার দুয়ার খুলে
প্রাপ্তীর সুর সাজের সপ্ন।

হিয়ার ভেতর লুকিয়ে রাখি
সবুজ স্যামল ছায়ার সপ্ন,
ঘরে ফেরার দুপুর বেলায়
প্রেম বিরহের মায়ার সপ্ন।

.         ************
.                                                                                             
সূচি . . .    




মিলনসাগর
*.
দক্ষিণা হাওয়ায়
মুহাম্মদ মুহিদ

দক্ষিণা হাওয়ায় উড়বে তোমার চুল
দেখবো সে রুপ আমি নয়ন ভরে,
তোমার কেশের ঘ্রান ভরাবে মন
থাকবো আমি মুগ্ধ তোমার তরে।

উড়বে সাথে তোমার শাড়ির আচল
সুখের নিশান উড়বে আমার মনে,
কষ্ট মনের হয়ে যাবে সব দূর
করবো গোপন চুক্তি তোমার সনে।

দেখবো সবুজ পাতার সতেজ বাহার
দক্ষিণা হাওয়ায় উড়বে তোমার মন,
দেখলে তোমার কাজল কালো চোখ
প্রেমের পরশ মাখবো সারাক্ষন।

.           ************
.                                                                                             
সূচি . . .    




মিলনসাগর
*.
শুকনো পাতা
মুহাম্মদ মুহিদ

শুকনো ধুসর হলুদ পাতা ঝরে পরার শব্দে আমি
চমকে গিয়ে ভয় বিরহে থমকে দাড়াই,
ভুল ভাবনায় হই এ আমি স্বপ্নে বিভোর।
সবুজ পাতার বিরহ সুর কানে ভাসে,
শুন্যতার বেহালা যেন বাজায় কেউ
সবুজ বিহিন নির্জন বন স্বপ্ন থামায়।
কেউ জানেনা শুকনো পাতার দুঃখ আছে!
কান্না যে তার মর্মর ধ্বনি বেদনার সুর,
পাতার সবুজ সতেজ বাহার সুখের দিন
হারিয়ে যায় পাতারা সব শুকিয়ে গেলে।
শুকনো ধুসর হলুদ পাতার দুঃখ বাড়ে,
কেউ জানেনা বুঝেনা কেউ তার যাতনা
শুকনো পাতা সবুজ পাতার বিরহ রুপ!

.              ************
.                                                                                             
সূচি . . .    




মিলনসাগর
*.