কবি মুহাম্মদ মুহিদ-এর কবিতা ও ছড়া
কবি
মুহাম্মদ মুহিদের
পরিচিতির পাতায় . . .
মানবতাকামী
মুহাম্মদ মুহিদ
মায়ানমারে মারছে মানুষ
করছে কত অত্যাচার,
মানবতা এগিয়ে এসো
হয়না যেন হত্যা আর।
অবিচারে মরছে যেজন
প্রশ্ন নয় কি ধর্ম তার,
এগিয়ে এসো সর্বজন
মানবতার কর্মকার।
মানুষ হয়ে মানুষের তরে
করবে জুলুম কত আর,
প্রতিবাদে সব গর্জে উঠো
মানবতাকামী শত বার।
. ************
.
সূচি . . .
মিলনসাগর
*
.
কবি
মুহাম্মদ মুহিদের
পরিচিতির পাতায় . . .
শুন কবি গণ
মুহাম্মদ মুহিদ
শুন প্রিয় কবি গণ
এসো মিলে করি পণ
সত্য ও সুন্দরে ভরে দেই ধরা,
দূর করি দুরাশার যত গ্লানি জরা।
রচি সবে মিলে শুধু মানবতার গান,
মানুষে মানুষে ভেদ যত ব্যবদান।
দূর হোক ধরা থেকে তা চিরতরে,
সাম্য শান্তি সুখে যাক ধরা ভরে।
সুন্দরের বাণী লিখে সাজাই ঘর,
মানুষ মানুষের জন্যে নয়ত পর।
আশাবাদী হয়ে দেখাই স্বপ্ন ভবে,
পৃথিবীতে মানবতার জয়ই হবে।
শুন সব আশাবাদী যত কবি গণ,
পৃথিবী সাজাতে করি মুক্তির রণ।
. ************
.
সূচি . . .
মিলনসাগর
*
.