কবি মুহাম্মদ মুহিদ - জন্ম গ্রহণ করেন বাংলাদেশের সিলেট বিভাগের জগন্নাথ পুর থানার অধীন
কালাম্বর পুর গ্রামে।
দশম শ্রেনীতে পড়াকালীন তিনি "মানবতার মুক্তি" নামে এক কবিতা লিখেন আর সেই থেকে কবিতার প্রতি
তার মনে মায়া সৃষ্টি হয়। ২০০৮ সালে একুশে বইমেলায় প্রকাশ করেন তাঁর প্রথম কবিতার বই "মানবতার
মুক্তি"। ২০০৯ সালে প্রকাশীত হয় দ্বিতীয় গ্রন্থ "মুক্তিযুদ্ধের কাব্য"।
আমরা আনন্দিত বাংলাদেশের এই তরুণ রোমান্টিক কবি মুহাম্মদ মুহিদের কবিতা এখানে প্রকাশিত করতে
পেরে।
কবি মুহাম্মদ মুহিদের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ
ইমেল - muhammodmuhid@hotmail.co.uk
উত্স: ইন্টারনেটে যোগাযোগ এবং ই-মেলের মাধ্যমে কবিতা ও তথ্যাদির আদান প্রদান।
আমাদের যোগাযোগের ঠিকানা :-
মিলনসাগর
srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৩.১১.২০১২
...