কবি মুকুল দত্তর গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কথা- মুকুল দত্ত
সুর -হেমন্ত মুখোপাধ্যায়
ছবি- অনিন্দিতা
শিল্পী- লতা মঙ্গেশকর

ওরে মন পাখি, কেন ডাকাডাকি, তুই থাক্ না রে গোপনে |
তোর উড়তে আছে মানা রে বন্ধু এই খোলা আশমানে |
উড়তে মানা আকাশে তোর বসতে মানা ডালে,
বাসা বাঁধিতেও মানা কি আছে কপালে-----
বলি ঝড়ে হারাতে তো মানা নাই ?
চক্ষের জল ফেলতে মানা, সুখের কথা ভাবতে মানা,
মরিতে তো মানা নাই ?
ভাসতে মানা অকূলে তোর, ডুবতে মানা জলে,
কূল ভাঙিতেও মানা কি আছে কপালে --
বলি স্রোতে হারাতে তো মানা নাই  ?

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- মুকুল দত্ত
সুর -হেমন্ত মুখোপাধ্যায়
ছবি- মণিহার
শিল্পী- লতা মঙ্গেশকর

কেন গেল পরবাসে বল বঁধুয়া---
গরজে বরষে মানে না যে তরসে হিয়া ?
মিছে এই ফুলসাজ, ভুল সবই ভুল  ;
দেব না তো কবরীতে মালতী বকুল |
কী হবে কলস ভরে গিয়ে যমুনায় ?
বলে দে, বলে দে সখী ওরে যেন আসে না |
কার অভিসার বলো কার পথ চায়----
কূল ভেঙ্গে বারে বারে কার পানে যায়,
জানি বাঁশি বাজবেই, মন বোঝে না ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- মুকুল দত্ত
সুর -হেমন্ত মুখোপাধ্যায়
ছবি- অদ্বিতীয়া
শিল্পী- লতা মঙ্গেশকর

যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায় ?
আমার এ মন বুঝি মন নয় !
হাসি আর গানে গানে এতদিন
ফুল ফোটানোর খেলা চলে ছিল,
যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা এ মন ভুলে ছিল-----
ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায় |
স্মৃতির আকাশ থেকে কোনোদিন
হয়তো আমার তুমি মুছে দেবে,
স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো
চোখের জলেতে ভেসে যাবে------
যা কিছু গিয়েছে পাওয়া, সে আমার নয় ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- মুকুল দত্ত
সুর -মান্না দে
শিল্পী- সুমন কল্যাণপুর

শুধু স্বপ্ন নিয়ে খেলা চলেছে ,
সেই থেকে শুধু শুধু স্বপ্ন নিয়ে খেলা চলেছে |
রাতের আকাশ ভেঙে এক ঝাঁক তারা যেন উড়ে চলেছে ||
বলে ফুল ভ্রমরার মতো সেও পাখা চায়
উড়বার নেশা তার নীলিমার অজানায় |
সে যে লতার বাঁধন কেটে সারাদিন মনে মনে
মুক্তির কথা আজ ভেবে চলেছে ||
ছিলাম ভালো নিজের মনে আমি একা একা---
আমার এ মন হারিয়ে গিয়ে যখন তখন আসতে ফিরে
আবার নীড়ে একা একা |
সে আলোর পারাবত আঁধারে মিশে যায়,
তাই আজ মন আমার কান্নায় ভেঙে যায় |
তাই বেদনার তীর ধরে ভুলের আলোয় বুঝি
পায়ে পায়ে পথ চিনে চলা চলেছে ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- মুকুল দত্ত
সুর ও শিল্পী-হেমন্ত মুখোপাধ্যায়

আরও ভালো হত যদি তুমি আর আমি পাশাপাশি বসে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময় ;
কত ভালো হত যদি তোমাতে আমাতে চোখে চোখে চেয়ে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময় |
ক্ষতি হত না কি যদি সব ফেলে রেখে অবসর কিছু
কুড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে |
এই পরিচয় দিতো জড়িয়ে জড়িয়ে বেঁধে
লতার মতোই তোমাকে আমাকে ;
এ মাটি তীর্থ করে যেতাম সাজিয়ে দিয়ে
আলো হাসি গানে তোমাতে আমাতে |
পথে যেতে যেতে যদি থমকে থেমে অকারণে বসি’
নিবিড় শীতল ছায়া দেখিয়া সময় কাছাকাছি ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- মুকুল দত্ত
সুর ও শিল্পী -হেমন্ত মুখোপাধ্যায়

ও দুটি আঁখি যেন পাখি লাগে,
ভোরের আকাশ দেখে নীড় ফেলে উড়ে যেতে চায় |
কি জানি মনে কী যে রঙ লাগে,
নয়নে নয়ন রেখে শতবার মরে যেতে চায়  ||
তারা শুধু ভুল করে সোনার খাঁচায় যারা
ও পাখিটি ধরে নিতে চায়,
আকাশের আঙিনায় যে পাখি বেঁধেছে বাসা
সে পাখি তো থাকে না খাঁচায় ||
মনের দুয়ার দিয়ে আলো থেকে আরও আলো
ছায়া থেকে অনেক ছায়ায়
ও দুটি নয়নপাখি বহুযুগ থেকে যেন
বারে বারে ডেকেছে আমায়  ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- মুকুল দত্ত
সুর ও শিল্পী -হেমন্ত মুখোপাধ্যায়
ছবি-  পলাতক

জীবনপুরের পথিক রে ভাই
কোনো দেশে সাকিন নাই---
কোথাও আমার মনের খবর পেলাম না |
খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে
আমার তাসের ঘরের বসতি যে অমনি ভেঙে পড়ে |
তখন তালুক ছেড়ে মুলুক ছেড়ে হইরে ঘরের বার ( বন্ধু রে ) |
মন চলে আগে আগে আমি পড়ে রই,
সোনার পিঞ্জিরা দিলাম বাসা বাঁধে কই |
( পাখি বাসা বাঁধে কই )
অকূল গাঙে ভাসলাম আমি কূলের আশা ছাড়ি,
তবু কোথাও আমার মনের মানুষ পেলাম না ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- মুকুল দত্ত
সুর ও শিল্পী -হেমন্ত মুখোপাধ্যায়

হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেড়িয়ে গেলাম----
এ চলার মানে তবু বোঝা গেল না,
আমি হারিয়ে গেলাম |
ঘূর্ণি হাওয়ার মতো যত ঝরা পাতা নিয়ে ঘুরে মরে মন,
যার পথ চেয়ে বসে আছি চলে গেছে সে যে কখন---
এত কাছে পেয়ে তাকে চেনা গেল না ||
সরে গেছে কত পথ বয়ে গেছে কতটা সময়---
কি হবে তা জেনে নিয়ে সব দিয়ে তার বিনিময় |
যদি এসে কোনোদিন খোঁজে কেউ ডাক দিয়ে দিয়ে
বোলো, হিসাব মিলিয়ে গেছে গরমিল দিয়ে--
কত কিছু পেয়ে কিছু পাওয়া হলো না ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- মুকুল দত্ত
সুর -হেমন্ত মুখোপাধ্যায়
ছবি- অদ্বিতীয়া
শিল্পী- মান্না দে

এই মাল নিয়ে চিরকাল যত গোলমাল
হিসেব নিকেশ করে কি হবে
গোঁজামিলই চলবে দাদা দাও না সামাল ||
আত্মপর ভেদ রাখিনি মা, সবই নিজের মনে করি
কামিনী কাঞ্চনে লোভ নেই মা
( তবে ) অসময়ে সামলে মরি
আমার মত হাফ গেরস্ত
.                  পরের বোঝা বয়ে মরে চিরকাল  ||
ইহকালের ভাবনা যতো
শুঁড়ির হাতে ছেড়ে দিয়েছি মা,
পরকালের ভাবনা আমায় ভাবছে
ওপরওয়ালা আমি বেশ আছি
জীবনের এই কলকেটাতে, সুখ টান দিয়ে নিই মা
তুমি সামলাও এই মাল নিয়ে---

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা - মুকুল দত্ত,
সুর - হেমন্ত মুখোপাধ্যায়,
কণ্ঠ - লতা মঙ্গেশকার,
ছায়াছবি - মণিহার

আষাঢ় শ্রাবণ, মানে না তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে |
তোমাকে আমার মনে পড়েছে ||
আষাঢ় শ্রাবণ, মানে না তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে |
তোমাকে আমার মনে পড়েছে ||


আলোর তরীটি বেয়ে দিন চলে যায়
আঁধারে মন জ্বলে তারায় তারায় |
আমার মন কেন শুধু আকুলায়
বরষণ যেন কোথা হয়েছে |
তোমাকে আমার মনে পড়েছে ||
আষাঢ় শ্রাবণ, মানে না তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে |
তোমাকে আমার মনে পড়েছে ||


দিও নাকো কোনো কিছু দিও না আমায়
সব কিছু পাওয়া হবে, পেলে গো তোমায় |
চোখের জলেতে বেয়ে সুখ এলো তাই
আজ মন মোহানায় মিশেছে ||
তোমাকে আমার মনে পড়েছে ||
আষাঢ় শ্রাবণ, মানে না তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে |
তোমাকে আমার মনে পড়েছে ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর