আঁধার আমার ভালো লাগে | তারা দিয়ে সাজিও না আমার আকাশ | আঁধার আমার ভালো লাগে | রাতের গভীরে আজ, বঁধুয়ার পরশে হাজার প্রদীপ যদি জ্বলে, বঁধুয়ার পরশেতে জ্বলে যাবে এই রাত রবে অনুরাগে ভালোবাসাতে | সাজিওনা আমার আকাশ, যেন তারায় তারায় ভালো লাগে তাইতো এ আঁধার | আঁধার আমার ভালো লাগে | তনুতটি সাজিয়ে আগুন বসে আছি বসে আছি উতল এ মন নিয়ে | জানি না তো বঁধুয়া মরণ রয়েছে লেখা ভালোবেসে আজ এ রাতে সাজিওনা আমার আকাশ যেন তারায় তারায় ভালো লাগে জ্বলে যেতে বিষের জ্বালায় আঁধার আমার ভালো লাগে | তারা দিয়ে সাজিও না আকাশ |
তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো | তুমি এলে, অনেক কথা এলোমেলো মনে হলো |
তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো | মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি আপনি এসে নিজে ওগো তারি জবাব দিলে | এলো রাতে শেষে চুপিসারে যেন দিনের আলো | তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো |
দিন যে আমার আজকে হলো দিন একটু বোসো কাছে আমার অনেক কথা আছে তোমার সময় থেকে কিছু সময় আমায় দিও ঋণ | ওগো দিন যে আমার আজকে হলো দিন | হঠাৎ কখন আমার আঁধার রাত্রি হয়ে গেছে আমি বুঝতে পারি নি যে আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো | তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো | তুমি এলে, অনেক কথা এলোমেলো মনে হলো | তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো |