কবি শ্রীমতী মুক্তকেশীর কবিতা
*
পারিজাত---পুষ্পরথ অশ্ব তার
কবি শ্রীমতী মুক্তকেশী

পারিজাত পুষ্পরথ অশ্ব তার
.                ঝিঁ ঝিঁ একতান,
ফুত্কারে উড়িয়া যায় তুলা প্রায়
.                এমনি বিমান ;
চারিদিকে তার বসান শিশির,
জ্যোত্স্নার জার করে ঝির ঝির ;---
এ অপূর্ব রথখানি,
.        ঊষার রেখার প্রায় ;
নামিল সে বঙ্গক্ষেত্রে যেখানে অসংখ্য লোক
.        শয্যায় লুটায় হায়!

.        *************************        
.                                                                            
সূচিতে . . .    



মিলনসাগর