কবি নবকৃষ্ণ ভট্টাচার্যর কবিতা
*
আমার বিয়ে
কবি নবকৃষ্ণ ভট্টাচার্য
মাসিক বসুমতী, জ্যৈষ্ঠ ১৩৩৯ (জুলাই ১৯৩২) সংখ্যা থেকে।

নিজে কিছু হবার মতন লক্ষণ ত নাই।
না হ’লে নয় তাতেই কেবল ইস্কুলেতে যাই॥
বয়স হ’ল বছর বাইশ কোষ্ঠীতে মোর আছে।
“এই আঠারো চল্ ছে” বলেন বাপ-মা সবার কাছে॥


.                               ****************               
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর