কবি নবনীতা দেব সেন-এর কবিতা
www.milansagar.com
*
ধন্য দাদু
কবি নবনীতা দেবসেন
২৯ জানুয়ারী ১৯৯২ তারিখে, কলকাতা বইমেলায় প্রকাশিত, সরল দে সম্পাদিত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উত্সর্গ করা কবিতার সংকলন "সাগরমঙ্গল" এর কবিতা।


আহা, বিধবা বিবাহ যদি
থাকতো বারণ
হায়, আমার তাহলে আর
হতো না জনম !

ভাগ্যে আইন বানিয়েছিলে
বালবিধবার বিয়ে দিলে
তাই তো আমার মা জননীর
মা হবার কারণ |

নইলে হয়ে “কড়ে-রাঁড়ী”
থাকতো পড়ে বাপের বাড়ি
বদলে যেত স্বপ্ন, স্মৃতি
জীবন ধারণ |

আহা, বিধবার বিয়ে যদি
না হতো চারণ!

ধন্য দাদু, আমার তুমিই
জন্মের কারণ ||

.       *************************   
.                                                                                            
সূচিতে...   




মিলনসাগর