ছিন্ন কথা ছিন্ন লেখা ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
ছিন্ন কথা ছিন্ন লেখা ছড়ার মধ্যে ফিরে দেখা দুঃখ সুখের দিন রাত্তির রক্তে ভেজা প্রাণ চিত্তির কেউ যদি হয় খুশি গান গেয়ে ম্যাঁও পুষি তাতেই আমার দিন যায় লাভের গুড় কেউ তো খায়।
আড়ি আড়ি আড়ি ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
আড়ি আড়ি আড়ি যাবো না তোমার বাড়ি সত্যি সত্যি সত্যি ধুলো বালি পথ্যি এক সত্যি দুই সত্যি তিন সত্যি তিন তেরে কাটা ধিন্ তোমার সঙ্গে কথা বন্ধ কাজ বন্ধ সব বন্ধ এপার বন্ধ ওপার বন্ধ মধ্যিখানে শ্মশান তারি মধ্যে ব’সে আছেন বৃদ্ধ ভগবান অতি বৃদ্ধ ভগবান।
হ্যাঁদে গো পুলিশ ভাই ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
হ্যাঁদে গো পুলিশ ভাই গেল যে গাড়িটাই তুমি যে সর্বত্র সর্বক্ষণ তোমার বন্ধু জনগণ তবু হায় কে যে যায় আমারি গাড়িটায় বিহার ছাড়িয়ে নেপাল আমার পোড়া কপাল রক্ত জল আমার প্রাণ অন্যে শোনে গাড়ির গান গাড়ি গেল টাকা গেল গেল আমার সব তবু চোরের বড় রব রবের আমি রবের তুমি রব দিয়ে যায় চেনা হ্যাঁদে গো পুলিশ ভাই চোর চেনা কি মানা ?