কবি নবেন্দু সেনের কবিতা
ছিন্ন কথা ছিন্ন লেখা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ছিন্ন কথা ছিন্ন লেখা
ছড়ার মধ্যে ফিরে দেখা
দুঃখ সুখের দিন রাত্তির
রক্তে ভেজা প্রাণ চিত্তির
কেউ যদি হয় খুশি
গান গেয়ে ম্যাঁও পুষি
তাতেই আমার দিন যায়
লাভের গুড় কেউ তো খায়।

.        *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
খাই খাই খাই
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

খাই খাই খাই
সুকুমার নাই
সুকুমারের হাওয়ায় তাই
ছড়া বানান অন্নদাই
অন্নদাই শঙ্কর
উড়কি ধানে মুড়কি ধর
উড়কি মানে বড়কি
বড়কিরই পথ হাঁটি
বাংলারই নরম মাটি।

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
আয়রে ভগা পেট মোটা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

আয়রে ভগা পেট মোটা
লাল নীল তোর ফুল ফোটা
ফুল ফোটাবি গা দোলাবি
মানুষ মেরে সাধু হবি
সাধুর মন্ত্র রাজনীতি
তারপরে তো সব ইতি।

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
ও হরনাথ খেতে যাবি
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ও হরনাথ খেতে যাবি
লুচির সঙ্গে হালুয়া পাবি
গরম গরম আলুর দম
সবার শেষে হাত বম্
হাত বমের লক্ষ্য
অবশ্যই বিপক্ষ।

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
আড়ি আড়ি আড়ি
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

আড়ি আড়ি আড়ি
যাবো না তোমার বাড়ি
সত্যি সত্যি সত্যি
ধুলো বালি পথ্যি
এক সত্যি দুই সত্যি
তিন সত্যি তিন
তেরে কাটা ধিন্
তোমার সঙ্গে কথা বন্ধ
কাজ বন্ধ
সব বন্ধ
এপার বন্ধ
ওপার বন্ধ
মধ্যিখানে শ্মশান
তারি মধ্যে ব’সে আছেন বৃদ্ধ ভগবান
অতি বৃদ্ধ ভগবান।

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
হ্যাঁদে গো পুলিশ ভাই
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

হ্যাঁদে গো পুলিশ ভাই
গেল যে গাড়িটাই
তুমি যে সর্বত্র সর্বক্ষণ
তোমার বন্ধু জনগণ
তবু হায় কে যে যায়
আমারি গাড়িটায়
বিহার ছাড়িয়ে নেপাল
আমার পোড়া কপাল
রক্ত জল আমার প্রাণ
অন্যে শোনে গাড়ির গান
গাড়ি গেল টাকা গেল
গেল আমার সব
তবু চোরের বড় রব
রবের আমি রবের তুমি রব দিয়ে যায় চেনা
হ্যাঁদে গো পুলিশ ভাই চোর চেনা কি মানা ?

.         *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
হেই মামাগো পায়ে পড়ি
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

হেই মামাগো পায়ে পড়ি
চাল এনে দাও রাঁধি বাড়ি
খালি কড়াই খালি হাড়ি
পেট টন্ টন্ ছাড়ে নাড়ি
ঘর ভরতি ক্ষুধার কান্না
একমুঠো কোউ চাল দেন্ না
মড়া ছেলে কাঁধে ফেলি
ফুল বেচি জুঁই বেলি
ফুল কেনে বড় লোকে
মা কাঁদে ছেলের শোকে
অভাগার সগ্গো কই
শরত্চন্দ্রের শক্ত মই।

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
খবর খবর ভোরের খবর
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

খবর খবর ভোরের খবর
বাসি ঘটনার তাজা খবর
তাজা খবর মেঘ জব্বর
মেঘ জব্বর ফুটি ফাটা
মাথা কাটা গলা কাটা
লালা রক্তের নেশা
পাঁচু নন্তে সত্যঠাকুর সবারই এক দশা
পৈতে পরানো আধলা ছড়ানো মার নামে বম্
ঘুঘু হাসানো ব্যাঙ কাঁদানো আল্লু কি দম্
এবার চচ্চড়ি খাও
থোর বড়ি দাও
পথ অবরোধ কর
পুলিশ ফুলিশ সটকে পড়
ন্যালা হাবলা জ’ড়ো
আমার হৃদয় জুড়ে তাতা থৈ থৈ
চাঁদের পিসির মই
রাইটার্সের মাথায় যে রে পেত্নী নাচে ঐ।


.       *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
আমি ফাঁপা তুমিই ভরা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

আমি ফাঁপা তুমিই ভরা
ফাঁপার শেষে যে ফোঁপরা
ফোঁপরাটুকু মিষ্টি
ভরা কিন্তু বিষটি
বিষটি নয় কমুনিস্টি
কমুনিস্টি অনাসৃষ্টি
অনাসৃষ্টির ভরাডুবি
ভরাডুবি কোথায় পাবি
ভরা ডুবি কান্ না
কানে কেউ নেন্ না
ভাল তারচে ছোট থাকা
দেমাক ঢাকা উলটো চাকা
উল্টো চাকায় আস্ত বোকা
বোকার মাথায় ডিমের ঝুড়ি
আসলে কিন্তু মাটির খুড়ি
ডিম ফাটলে কাকের ছা
খুড়ি ভাঙলে বকের পা
পায়ের তলে শ্যাল
তাকায় ফ্যল্ ফ্যাল্
ফ্যালের গায়ে গন্ধ
বিষয় বিচিত্র বন্ধ
বন্ধ ঘরে দ্যালে
পাণ্ডিত্য তার খ্যালে
দ্যালে খ্যালে হরিদাস
হরিদাসের মাথায় ঘাম
ঘামের রঙ সবুজ
মগজ বড়ই অবুঝ।

.     *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
কাকের ডিম বকের ডিম
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

কাকের ডিম বকের ডিম
ঘোড়ার ডিম হাতীর শিং
তার মানে হিং টিং
হিং টিংএর বেজায় ভীড়
বিদ্যের পেটে পেল্লায় চিড়
পেল্লায় চিড় বন্দী বীর
বন্দী বীরের হাতে বম্
লাশ পড়ে দমাদ্দম্
রেলগাড়ি ঝমাঝ্ ঝম্
চোপ্ চোপ্ কর
এক
.       দুই
.            তিন
তা-ধিন্ ধিন্
তা- ধিন্ ধিন্
আমরা স্বাধীন
ভূতের দেশে
সর্বনেশে
নির্ব্বাচনের দিন ||

.     *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*