নাগরদোলা নাগরদোলা ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
নাগরদোলা নাগরদোলা রেশমি চুড়ি রঙীন বেলুন পাপড় ভাজা নাগরদোলা মেলার মধ্যে হাজার জিনিস জীবন জীবন খেলা চোখে মুখে বুকে ভেল্ কি লাগে যাদুর এমনি গুণ মেলার মধ্যে হাজার জিনিস হাজার মনের আগুন দৌড়ে গিয়ে ফিরে আসি হারিয়ে গেছে সব হারিয়ে গেছে সোনা আমার হারিয়ে গেছে শৈশব
তোল্ এবার তোল্ ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
তোল্ এবার তোল্ ছাপিয়ে ছাড়িয়ে বোল্ ঢাক ঢোলের বোল্ ঢ্যাম্ কুর্ কুর্ ঢ্যাম্ না তুই কেরে ধুৎ বাম্ না আমিই ব্যোম্ আমিই বেহ্ম আমিই বেদ বেদান্ত কম্ম আমার কথা আমার সুর বাকী তোরা সব দূর দূর আমার নাম জপ্ কর তরতে চাস তো পোঁ ধর ঢ্যাম্ কুর্ কুর্ ঢ্যাম্ না আমার গান করনা করতে করতে মরনা মরলে পাবি বর্ ভূতের বর্ এক বর্ পেত্নীর বর্ দুই বর্ আমার বর্ তিন্ বর্ সব মিলিয়ে বরবর বরবরের পেট পাত্ লা পাতলা পেট ফাটলো ভাত বেড়িয়ে এল ভাতের মধ্যে কাঁকড়া মন্ত্রী তো নয় মাকড়া মাকড়ার ভ্যান ভ্যান্ তারা মারবো লাথ করবো সারা |