কবি নবেন্দু সেনের কবিতা
চশমা চোখে নাদুস নুদুস
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

চশমা চোখে নাদুস নুদুস
চক্কোত্তি হাপুস হুপুস
ন্যাকামোতে হলুদ রঙ্
জয় রাধে বৃন্দাবন
কোকাকোলার গাড়ির নীচে
জুন মাসের বর্ষণ ||

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
নাগরদোলা নাগরদোলা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

নাগরদোলা নাগরদোলা
রেশমি চুড়ি রঙীন বেলুন
পাপড় ভাজা নাগরদোলা
মেলার মধ্যে হাজার জিনিস
জীবন জীবন খেলা
চোখে মুখে বুকে ভেল্ কি লাগে
যাদুর এমনি গুণ
মেলার মধ্যে হাজার জিনিস
হাজার মনের আগুন
দৌড়ে গিয়ে ফিরে আসি
হারিয়ে গেছে সব
হারিয়ে গেছে সোনা আমার
হারিয়ে গেছে শৈশব

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
ঝোপ বুঝে কোপ মারো
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ঝোপ বুঝে কোপ মারো
বাঁশের চেয়ে কঞ্চি বড়ো
ছন্নছাড়ার ছন্দ হলো
লাভের গুড় পিঁপ্ ড়েয় খেলো |

.        *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
রাঙা মাথায় চিরুনি
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

রাঙা মাথায় চিরুনি
বরের আশায় কনিনী
বর আনতে গেল ভেলা
বর এল না গেল বেলা
সন্ধ্যে হল
লগ্ নো গেল
সামনে অন্ধকার
অন্ধকারে কেইবা কার
এই তো জগৎ পারাবার |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
তোল্ এবার তোল্
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

তোল্ এবার তোল্
ছাপিয়ে ছাড়িয়ে বোল্
ঢাক ঢোলের বোল্
ঢ্যাম্ কুর্ কুর্ ঢ্যাম্ না
তুই কেরে ধুৎ বাম্ না
আমিই ব্যোম্ আমিই বেহ্ম
আমিই বেদ বেদান্ত কম্ম
আমার কথা আমার সুর
বাকী তোরা সব দূর দূর
আমার নাম জপ্ কর
তরতে চাস তো পোঁ ধর
ঢ্যাম্ কুর্ কুর্ ঢ্যাম্ না
আমার গান করনা
করতে করতে মরনা
মরলে পাবি বর্
ভূতের বর্
এক বর্
পেত্নীর বর্
দুই বর্
আমার বর্
তিন্ বর্
সব মিলিয়ে বরবর
বরবরের পেট পাত্ লা
পাতলা পেট ফাটলো
ভাত বেড়িয়ে এল
ভাতের মধ্যে কাঁকড়া
মন্ত্রী তো নয় মাকড়া
মাকড়ার ভ্যান ভ্যান্ তারা
মারবো লাথ করবো সারা |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
যন্ত্র চললেই ভালো
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

যন্ত্র চললেই ভালো
থামলেই রদ্দি
তা শাদাই হোক বা কালো
অকর্ম, রাজবদ্যি |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
এক যে ছিল রাজা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

এক যে ছিল রাজা
তার ছিল এক রানী
সুখ সুখ সাজা
মিথ্যা কাহিনি  |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
মেঘ গর্জ্জায় মেঘ গর্জ্জায়
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

মেঘ গর্জ্জায় মেঘ গর্জ্জায়
দস্যি রাধা চুপ্
প্রাণ আছড়ায় প্রাণ আছড়ায়
কেষ্ট কান্ত ধুপ্   |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
এলে বেলে
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

এলে বেলে
চলে গেলে
তোড়ায় বাঁধা ডিম্
হাট টিমা টিম্ টিম্
তার মাথা ভরা ডিম্
মাথার ডিম ভাঙলো
ঘিলু পিছলে পড়লো
ছড়া শেষ হল  |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
ঘুঘু সই
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ঘুঘু সই
ডাঙা কই
জল থৈ থৈ
জল থৈ থৈ ধান নেই
ধান নেই মুড়ি নেই
মুড়ি নেই খৈ নেই
মুড়ি নেই খৈ নেই কোথায় পাব মোওয়া
জামা নেই কাপড় নেই তার আবার ধোওয়া
তা ধিন্ ধিন্ মা নেই
মা নেই ছেলে নেই
ছেলে নেই
মেয়ে নেই
নেই তার কী
দুধ শুখোলে ঘী
ঘী খায় রাজা
প্রজা পায় সাজা
প্রজা মরে অনাহারে
রাজা রানী সুখে বিহারে
প্রজার ভূত মারে ঢুঁ
রাজা করে উঁ উঁ উঁ
ছুঁ মন্ তোর ছুঁ
ছুঁ মন্ তোর ছুঁ  |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*