কবি নবেন্দু সেনের কবিতা
ভাত কাঁদুনি মান্ ষের মা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ভাত কাঁদুনি মান্ ষের মা
রান্নাঘরে যেও না
রান্নাঘরে ঘ্যাঙোর ঘ্যাং
ক্ষুধা নাচে ড্যাঙোর ড্যাং |

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
আয়রে আয় ছেলের পাল
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

আয়রে আয় ছেলের পাল
ভোট রঙ্গে যাই
ভোট রঙ্গে থাপ্পা পড়ে
খাটিয়া চেপে যাই |

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
আর কেঁদনা আর কেঁদনা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

আর কেঁদনা আর কেঁদনা
স্বাধীনতা দেবে
স্বাধীনদেশের অধীন তুমি
নকল ভাত খাবে
আর যদি কাঁদ তবে
পেটোয় ধরে নেবে
জেলে বসে পঁচতে পঁচতে
জ্যান্ত ভূত হবে |

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
সরোজিনী নগরে
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

সরোজিনী নগরে
ওরে বাবা গেছিরে
তা’হলে বলো কিংস্ ওয়ে ধুচ্ছাই রঙওয়ে
তবে যাই কালকাজী
ক্ষমেস্ কিউস্ বঙ্গেজী
বলে দেবো বলে দেবো
মাংসের চপ্ খাবো
হরিনগর বিকাশপুরি
বসন্তকুঞ্জ মায়াপুরি
ধুচ্ছাই আর কী
বলছি না ইয়ার্কি |

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
আয় লোলিতা পূজো দেখবি
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

আয় লোলিতা পূজো দেখবি
করোলবাগে যাই
করোলবাগে পূজোপার্কে
ধূম লেগেছে তাই
তা ধাক্ ধাক্ ধিনাক ধিনাক
উলুধ্বনি শাঁখ
খুব জ’মেছে
বউ মজেছে
যাত্রা থিয়েটার
ছেলে ছোকরা বৌ, যুবতী
বুড়ো ধাঁড়ির ঝাড়
টপ্ টপা টপ্ নতুন শাড়ি
হরি বল মন কানাকড়ি
দুব্বো গজায় ঘাসে
সন্ধিপূজোর পুরুতঠাকুর মন্ত্র ভুলে হাসে
ট্যাং ট্যানা ট্যাং
নাটাং ন্যাটাং
দুগ্গো চলে যান
এক বছরের মতো এবার বন্ধ কলের গান |

.    *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
ঘুমপাড়ানি মাসী পিসি
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ঘুমপাড়ানি মাসী পিসি
.     কাদের বাড়ি যাবি
খাট নেই পালঙ্ নেই
.    ছেলে কেথায় পাবি
চোখ ভরা জল আছে
.    যত ইচ্ছে নিস্
মড়া ছেলে কাঁধে ফেলে
.    ভাতের দলা গিলিস |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
এই বেলা কাল বেলা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

এই বেলা কাল বেলা
সরে পড় ভাই
শরৎ এলো পূজো এল
কোথায় মুখ লুকোই
মূর্খ বড় মা ভবানী
জগৎ জুড়ে চোখ রাঙানি
এলো মেলো চূন বালি
ফাঁক ফোঁকরে মা কালী
মাইরি দিব্যি বলছি তোকে
চুপি চুপি সরে পড়
বাঁচবি না আর ধরলে লোকে
তখন কেবা আপন কেবা পর
এই ছড়া কেটে দুয়ো দিয়ে
এদল ছেড়ে সে দল নিয়ে
ঢুলি আর কত নাচবি বল্
স্যাঙাৎ এই সুযোগে পালাই চল
এই লোড শেডিঙেই পালাই চল
থাক পড়ে থাক দলাদলি
থাক পড়ে থাক দল  |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
লেখাটা উল্টে
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

লেখাটা উল্টে
ছবিটা পাল্টে
বাইরে সোজা
ভেতরে বোঝা
সানাই শোনো
মান্ চু গোণো
গুনতে গুনতে
শুনতে শুনতে
লেবেনচুষ
নয়া সাল দিল্ খুশ |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
সেনেদের গাব্ লু  রে
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

সেনেদের গাব্ লু  রে
ধরবি ধর্
অ্যাক্কেবারে ফরাৎ করে
কাপড় ছিঁড়ে
ও কী রে
নতুন শাল
সব্ জে লাল
বাবার সঙ্গে
গেলে বঙ্গে
কাঁচরাপাড়া
সুবল ধারা
ধারা ন্যাংচা
এক খামচা
সর পুরিয়া
হাতে ধরিয়া
এলে দিল্লী
সবুজ বিল্লী
ছোট মাম্ মাম্
বাব্ ল গাম্ গাম্
হরেক জাদু
ছোট দাদু
খ্যান্ত পিসি
হাওয়ায় মিশি |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
সোনাই শোনো একটা ছড়া
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

সোনাই শোনো একটা ছড়া
ভাদুরে ভাজা তালের বড়া
দেখতে গোল খেতে ভালো
বেশি খেলে  উ-মা-লো
হঠাৎ হঠাৎ হড়বড়িয়ে
বিষ্টি পড়ে চড় চড়িয়ে
শিলে সাদা তর বড়িয়ে
ঠিক তক্ষুনি আলুর চপ্
পাপড় ভাজা খপ্ খপা খপ্
গরমা গরম খিচচুড়ি
আলুনি যে বিছ্ ছিরি
মশাই মশা মঁস্ কিউটো
চটাস্ চট্ এট্ টা দুটো
মারি থাপ্ পোর নো মোর
নো মোর
বাক্ সো বন্ দী
আঁটি ফন্ দি
পোঁ পন্ পন্
মশা বন্ বন্
বাইরে ঝড়ে
মরবি মর |

.   *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*