এই বেলা কাল বেলা ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
এই বেলা কাল বেলা সরে পড় ভাই শরৎ এলো পূজো এল কোথায় মুখ লুকোই মূর্খ বড় মা ভবানী জগৎ জুড়ে চোখ রাঙানি এলো মেলো চূন বালি ফাঁক ফোঁকরে মা কালী মাইরি দিব্যি বলছি তোকে চুপি চুপি সরে পড় বাঁচবি না আর ধরলে লোকে তখন কেবা আপন কেবা পর এই ছড়া কেটে দুয়ো দিয়ে এদল ছেড়ে সে দল নিয়ে ঢুলি আর কত নাচবি বল্ স্যাঙাৎ এই সুযোগে পালাই চল এই লোড শেডিঙেই পালাই চল থাক পড়ে থাক দলাদলি থাক পড়ে থাক দল |