কাবুরাম ধোপারে ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
কাবুরাম ধোপারে কার কাপড় কাচরে আয় কাবু শুনে যা বাবুদের পাপির ছা দু’টো কাপড় রেখে যা যে কাপড় ছেঁড়ে না চোরে চুরি করে না সেই কাপড় আন তো খাই দুটো পান্ তো মারে না কি ধরে না পিঠ ডোঙা করে না তারে মেরে থাপ্পা পাঠা সোজা ধাপ্পা থাপ্পা নয় ধাপ্পা নয় ধুম্ সি মনটাই খাপ্পা বড় মান্ ষির খুন্ সি |
এক দুই তিন ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
এক দুই তিন দোহাই এট্টু বাঁচতে দিন বাঁচতে গেলে মরতে হবে মরে গিয়ে অমর হবে হাসতে হাসতে হাত তোলো প্রাণ ভ্রমরার কৌট খোলো জয় মা বলে চোখ বোজো পরের সম্পত্তি ট্যাকে গোজো গুজতে বুঝতে হাওয়া ওপারেতে যাওয়া এরই নাম আলাদীন তা ধিন ধিন তা ধিন্ ধিন্ ফুরালো দিন সঙ্গী বিহীন তা ধিন ধিন |
ও নগেনদা কেমন আছেন ডঃ নবেন্দু সেন (কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
ও নগেনদা কেমন আছেন কোন পূজোর রসিদ কাটেন দুগ্গো নয়, কালী নয়, নয় মা লক্ষ্মী আকাশে যে ডানা ঝাপটায় পরীক্ষিৎ পক্ষী পরীক্ষিতের পেট কাটলে পাবেন গরুড় আস্ত খান যত পান হোক না পেটে পিলে কিংবা দাস্ত আম গাছে জাম হয় বলেন পুরাকায়স্থ রামভূত কি নামভূত কি মানুষ হলেন ভূতস্থ সত্যি বলছি বিশ্বাস কর সব সুকুমার জড়ো জ্বরো জ্বরো জর্জর জয় গোস্বামী আসল কথা বলতে কি কবি খুব নামী নামী দামী সর্বত্রগামী হাওয়া যদি হতাম আমি ধুত্তোর ছাই ঘ্যানোর ঘ্যানোর যাচ্ছেতাই তা চলছে তো চলছেই থামা থামা ধামা নামা ধামার মধ্যে বড়া বড়া কচু সেনেচ্ছড়া |