কবি নবেন্দু সেনের কবিতা
*
এই খাল্ দে
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

এই খাল্ দে
দাগা বল্ দে
মারবো লাথ
পাতবো পাত
ধর্ বো কান
ছিঁড়বো মান
সটকে পড়
নইলে মর
জলে ডুবে
পাঁকে ডুবে
হাত টন্ টন্
পা টন্ টন্
পেট পটা পট্ পুবে
দাঁড়ি ছিঁড়ে থুবে
হালাল কিংবা ঝটকা
টেকো মাথায় পটকা
পটপট্ কট্ কট্ বুম্
নীল চোখে লাল মাছি
নেই কোন ঘুম |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
তাই তাই তাই
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

তাই তাই তাই
কলেজমুখো যাই
কলেজমুখো দুষ্টখুকো
তালেবরের নাচ
মৃতপূর্বং টাচ
খপাৎ খপাৎ
কপাৎ কপাৎ
মড়া মাগুর মাছ
ইক্কির বিক্কির ঝাঁঝ
হালুই খালুই খাল্ দে
হাতপাতা মাম্ দে
হলদে সবুজ পিঠে কুঁজ
কুঁজের রঙ লাল
খাটি ফড়িং ফ’ড়ে মাল
মোটের উপর মাতাল
পা টলমল চাতাল
মাল চাইলে লাল
ঘাস খসখস চাল
মাফিয়া নম্বর ওয়ান্
বাইরে দেখায় জোয়ান
কাব্ লু গাব্ লু গাব্বুস্
কাঁদ কেন হাপ্পুস্
কলেজমুখো যাই
মানুষের গান গাই |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
কাবুরাম ধোপারে
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

কাবুরাম ধোপারে
কার কাপড় কাচরে
আয় কাবু শুনে যা
বাবুদের পাপির ছা
দু’টো কাপড় রেখে যা
যে কাপড় ছেঁড়ে না
চোরে চুরি করে না
সেই কাপড় আন তো
খাই দুটো পান্ তো
মারে না কি ধরে না
পিঠ ডোঙা করে না
তারে মেরে থাপ্পা
পাঠা সোজা ধাপ্পা
থাপ্পা নয় ধাপ্পা নয় ধুম্ সি
মনটাই খাপ্পা বড় মান্ ষির খুন্ সি  |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
হেই মামাগো পায়ে পড়ি
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

হেই মামাগো পায়ে পড়ি
চাল এনে দাও রাঁধি বাড়ি
খালি কড়াই খালি হাড়ি
পেট টন্ টন্ ছাড়ে নাড়ি
ঘর ভরতি ক্ষুধার কান্না
একমুঠো কেউ চাল দেন্ না
মড়া ছেলে কাঁধে ফেলি
ফুল বেঁচি জুঁই বেলি
ফুল কেনে বড় লোকে
মা কাঁদে ছেলের শোকে
অভাগার সগ্গো কই
শরৎচন্দ্রের শক্ত মই |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
ওল্ তোল দাদারে
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ওল্ তোল দাদারে
ওরে পিসে গেছিরে
গলা ফুলে কোলালিশ
কোলালিশ কি কোলবালিশ
কারে করি কী নালিশ
নালিশ না সালিশ
সালিশ কিসের কাঁকড়া বিছের
দোয়েল পাখির শিস
পদ্মা নদীর ইলিশ
ইলিশের তেল ইলিশের কোল
ইলিশ মাছের ডিম
ডিম নয়তো কাছিম
কাছিমের গায়ে মাছি
দুধের কড়াই চাছি
চাছতে চাছতে কড়াই ফুটো
একটা নয় দু’ দু’টো
দু’টো একটা পিঁয়াজকলি
রবিবাবুর কিনুর গলি
সেখানে জল চোষ্য চোব্য
কর্নেট বাজান সভ্য ভব্য
ভব্যদের পা পিন্ পিন্
সভ্যদের হাত চিন্ চিন্
লম্বা টিন টিন্ গাল
বাটি খট্ খট্
.     পেট টন্ টন্
.         খালি মাটির থাল  |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
খবর খবর ভোরের খবর
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

খবর খবর ভোরের খবর
বাসি ঘটনার তাজা খবর
তাজা খবর মেঘ জব্বর
মেঘ জব্বর ফুটি ফাটা
মাথা কাটা গলাকাটা
লাল রক্তের নেশা
পাঁচু নন্তে  সত্যঠাকুর সবারই এক দশা
পৈতে পরানো আধ্ লা ছরানো মার নামে বম্
ঘুঘু হাসানো ব্যাঙ কাঁদানো আল্লু কি দম্
এবার চচ্চড়ি খাও
থোর বড়ি দাও
পথ অবরোধ কর
পুলিশ ফুলিশ সট্ কে পড়
ন্যালা হাব্ লা জ’ড়ো
আমার হৃদয় জুড়ে তাতা থৈ থৈ
চাঁদের পিসির মই
রাইটার্ সের মাথায়যেরে পেত্নী নাচে ঐ |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
জয়পুর মল্লারপুর তারপর কেশপুর
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

জয়পুর মল্লারপুর তারপর কেশপুর
কেশপুর ইউরোপুর
পুর থাকলে কী হয়
ভয়াবহ ভয় হয়
ভয় কিসের
মিথ্যে বিষের
মিথ্যে বিষ
শাপের শিস
কোন শাপ
লাল শাপ
লাল শাপের রাজনীতি
রাজনীতির নোঙরা ঘী
ঘী শুখালে খাবে কী
আমি খাব গুড়ুম্
তুমি খাবে হুড়ুম্ |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
ও হরনাথ খেতে যাবি
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ও হরনাথ খেতে যাবি
লুচির সঙ্গে হালুয়া পাবি
গরম গরম আলুর দম
সবার শেষে হাত বম্
হাত বমের লক্ষ্য
অবশ্যই বিপক্ষ |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
এক দুই তিন
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

এক দুই তিন
দোহাই এট্টু বাঁচতে দিন
বাঁচতে গেলে মরতে হবে
মরে গিয়ে অমর হবে
হাসতে হাসতে হাত তোলো
প্রাণ ভ্রমরার কৌট খোলো
জয় মা বলে চোখ বোজো
পরের সম্পত্তি ট্যাকে গোজো
গুজতে বুঝতে হাওয়া
ওপারেতে যাওয়া
এরই নাম আলাদীন
তা ধিন ধিন তা ধিন্ ধিন্
ফুরালো দিন
সঙ্গী বিহীন
তা ধিন ধিন |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
ও নগেনদা কেমন আছেন
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ও নগেনদা কেমন আছেন
কোন পূজোর রসিদ কাটেন
দুগ্গো নয়, কালী নয়, নয় মা লক্ষ্মী
আকাশে যে ডানা ঝাপটায় পরীক্ষিৎ পক্ষী
পরীক্ষিতের পেট কাটলে পাবেন গরুড় আস্ত
খান যত পান হোক না পেটে পিলে কিংবা দাস্ত
আম গাছে জাম হয় বলেন পুরাকায়স্থ
রামভূত কি নামভূত কি মানুষ হলেন ভূতস্থ
সত্যি বলছি বিশ্বাস কর
সব সুকুমার জড়ো
জ্বরো জ্বরো জর্জর জয় গোস্বামী
আসল কথা বলতে কি কবি খুব নামী
নামী দামী সর্বত্রগামী
হাওয়া যদি হতাম আমি
ধুত্তোর ছাই
ঘ্যানোর ঘ্যানোর যাচ্ছেতাই
তা চলছে তো চলছেই
থামা থামা ধামা নামা
ধামার মধ্যে বড়া
বড়া কচু সেনেচ্ছড়া |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর