কবি নবেন্দু সেনের কবিতা
*
আয়রে ভগা পেট মোটা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

আয়রে ভগা পেট মোটা
লাল নীল তোর ফুল ফোটা
ফুল ফোটাবি গা দোলাবি
মানুষ মেরে সাধু হবি
সাধুর মন্ত্র রাজনীতি
তারপরে তো সব ইতি |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
খাই খাই খাই
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

খাই খাই খাই
সুকুমার নাই
সুকুমারের হাওয়ায় তাই
ছড়া বানান অন্নদাই
অন্নদাই শঙ্কর
উড়কি ধানে মুড়কি ধর
উড়কি মানে বড়কি
বড়কিরই পথ হাঁটি
বাংলারই নরম মাটি  |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
জুলু জুলু লোভের পাপ
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

জুলু জুলু লোভের পাপ
পাপের কবলে পড়লি বাপ
বাপের নাম হরিদাস পাল
পালেদের মধ্যে ধেড়ে শ্যাল
শ্যালের পিছু নেকড়ে বাঘ
বাঘের ক্লোম হলুদ ছাগ
ছাগল দাস চিবোয় ঘাস
চালতে তলায় মাঘ মাস
মাঘ মাসে কদম ফুল
ঘুষের আবার পিতৃ কূল
পিতৃ কূলে আহ্লাদ
নোট হাতে জহ্লাদ
জল্লাদের গুড় পিঁপড়েয় খায়
আড়ালে কে গান গায় |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
আমাদের দরজায় কে বাজায় ঘন্টা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

আমাদের দরজায় কে বাজায় ঘন্টা
আলু থালু মনটা
গাড়ি বাড়ি ঝন্ ঝাট্
ওল কফি বোম্ বাট্
গুঁফো মন্ত্রী মাথা মোটা
হাতে পাকা লাঠিসোটা
তেনারা করেন বেসরকারি
খাওয়ান কচুর তরকারি
লোক কমান না কমান নোকরি
শূয়োর মেরে বানান বোক্ রি
রাম নামে কাঁপে ভারত
ঝম্ ঝমাঝম্ চলে রথ
দাদা দিদির দিন শেষ
মেহদি-মাখা লাল কেশ
লেখাপড়া ওঠাও লাটে
ছাত্র নেই তার মাস্টার কাঁদে
দেশ দৌড়ায় প্রগতির মাঠে
ঘূণ লেগেছে চন্দন কাঠে
গাড়ির চাবি বিদেশীর হাতে
ছাই ধপাধপ ফুটো পাতে
ফুটো পাতে ঝাঁটার কাঠি
দাঁত নেই তার দাঁতনপাটি
এবার ভুলে যা তো বাপের নাম
জয় শ্রী রাম জয় শ্রী রাম ||

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
ও রবিদা ও কাজীদা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ও রবিদা ও কাজীদা
কাঁদেন কেন আমার দিদা
পাথর কেটে বুদ্ধমূর্তি
নিদ্রা বিহীন শিল্পফূর্তি

নীল বেড়ালের হিংসায়
বুদ্ধ কেন গড়াগড়ি যায়
তালিবান তালিবান্
ল্যাজে দ্যায় শান্
বেতার শরিয়াৎ
কেয়াবাত কেয়াবাত
বুদ্ধদেবের মাথার উপর চাঁদ উঠেছে আজো
চাঁদের চোখে আগুন ঝরে রুদ্রবীণা বাজো |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
আঙ্কেল্ আংটি নমস্তে
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

আঙ্কেল্ আংটি নমস্তে
আসতে যেতে বসতে
আসলে ব্যাঙ্গো
আম মানে ম্যাঙ্গো
বাপের মায়ের পোলা
পোলা তো নয় খোলা
খোলাযান্ পোলাপান
পাঙ্গা ম্যাঙ্গা ফান্
ভবিষ্যতের ছবি
ভয়াবহ হবি
মানুষ নামে কীট্
কে খুলবে গিট্ |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
ছাতু খাবি ছাতা ধরবি
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ছাতু খাবি ছাতা ধরবি
তার বেশি আর কি করবি
মাথা ঢাকা রঙীন ছাতা
শিরোধার্য লাল পাতা
পাতার নাম বাপের খাতা
খাতা ভরা হিজিবিজি
কোলকাতা গিজি গিজি
হিজিগিজির কথা ছাড়
কথায় কেবল তোলপাড়
তোলপাড়ের গরম বাজার
বাজার ভরা পকেট মার
পকেটমার গুব্ রে পোকা
টিক-টিকিটা বড় বোকা
খাবি খা আরশোলা
চড়ুই পাখির বোল বোলা
ধাম্ শা গরুর লম্বা লেজ
ফ্যাসফেসে তার গলায় তেজ
এসবের মানে শূন্য
গোবর গনেশ মহাপূর্ণ |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
ঐ যে ওরে বাঘ মামা
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

ঐ যে ওরে বাঘ মামা
দুষ্টুমিতে ভরা ধামা
নামা ধামা ধামা নামা
পায়ে পড়ি একটু থামা
শাঁস নিই দিই হামা
গায়ে শুধু ছেঁড়া জামা
ছেঁড়া জামায় বোতাম নেই
তবু তোর খাম্ তি নেই
তবে রে বাঘ
সামনে ছাঘ
এবার দুম্
বুম্ বুম্
পট্ পট্ পট্ টাশ
ফট্ ফট্ ফট্ টাশ |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
আমি ফাঁপা তুমিই ভরা
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

আমি ফাঁপা তুমিই ভরা
ফাঁপার শেষ যে ফোঁপরা
ফোঁপরাটুকু মিস্টি
ভরা কিন্তু বিষটি
বিষটি নয় কমুনিষ্টি
কমুনিষ্টি অনাসৃষ্টি
অনাসৃষ্টির ভরাডুবি
ভরা ডুবি কোথায় পাবি
ভরা ডুবির কান্ না
কানে কেউ নেন্ না
ভাল তারচে ছোট থাকা
দেমাক ঢাকা উল্টো চাকা
উল্টো চাকায় আস্ত বোকা
বোকার মাথায় ডিমের ঝুড়ি
আসলে কিন্তু মাটির খুড়ি
ডিম ফাটলে কাকের ছা
খুড়ি ভাঙলে বকের পা
পায়ের তলে শ্যাল
তাকায় ফ্যাল্ ফ্যাল্
ফ্যালের গায়ে গন্ধ
বিষয় বিচিত্র বন্ধ
বন্ধ ঘরের দ্যালে
পান্ডিত্য তার খ্যালে
দ্যালে খ্যালে হরিদাস
হরিদাসের মাথায় ঘাম
ঘামের রঙ সবুজ
মগজ বড়োই অবুঝ |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর
*
দামড়া তোমার চামড়া মোটা
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)

দামড়া তোমার চামড়া মোটা
বুদ্ধির গোড়ায় নষ্ট বোঁটা
মোটা বোঁটা গাধা গোটা
এক ধমকে হাতে লোটা


লোটার বউ কাশলে কই
এক নিমেষে ফুকোর খই
জ্যাক্ স সাহেব হাসেন যে ঐ
ময় তোরিয়ে হৈ চৈ


জী বাহাদুর রূপসা নদী
এখনো বাকী তোমার গদি
সামলে চলো বড় ডাকাতি
চুপ্ সে যাবে বুকের ছাতি


বুদ্ধিমান জাম্বুমান
জাপানি পান হলুদ গান
হলুদ গানের পিঠ মোটা
নীলাভ নোনার ফুল ফোটা  |

.      *************      
.                                                                   
সূচিতে . . .   



মিলনসাগর