কবি নবেন্দু সেনের কবিতা
*
কবি নবেন্দু সেনের মূল পাতায় যেতে . . .
বর্বরকে বখাটে বল কিম্বা বিছুটি
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
বর্বরকে বখাটে বল কিম্বা বিছুটি
পান্ডিত্যের শ্মশানকাঠে লাগেনা পিছুটি
মাল খেয়ে মাল টাল মাটাল
নয়টি তারাই মোষের খাটাল
ট্রাম ট্রেন দর্পে চূর্ণে
দিবস রাত্রির গুণে পূর্ণ
গুণের কপালে লাগুক আগুন
ভগবতীর চুরি ঝুন্ ঝুন্
গলা ধরো ধরো মাতৃভোগ
মীর্জা বেগম কেত্তনে রোগ
পড়ার নামে অষ্টরম্ভা
আঙ্গুল নাচায় হতভম্বা
ফুট কাটেন মৌটুসি
বোঝা যায় না শশে শশী
লম্বোদরের বোকা হাসি
সালের পো টি খোদার হাসি
হঠাৎ আকাশ ফেটে বিষ্টি
ধূম ধোয়াশে দিষ্টি
চোখ পিট্ পিট্ কেলো কেষ্ট
রক্ষে করেন অসভ্যষ্ট |
. *************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি নবেন্দু সেনের মূল পাতায় যেতে . . .
পাঠার পায়ে কে পরালো মল
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
পাঠার পায়ে কে পরালো মল
মতিঝিলের নায়ক বুঝি মস্ত বড় খল
খল খল বাজিয়ে মল
ধোপার গাধার চোখ ছল ছল
চোখে পড়লো বুঝি ধুলো
মার অভিষক ভাঙ্গা কুলো
ভাঙ্গা কুলোর বাতাস ধুলো
ধুলো ষাঠ ষাঠ রাঙা মূলো
রাঙা মূলো চলো ভাসো
পা করে যে টলমলো
কানে গরম নাকে তুলো
গরু বাছুর দাঁড়ায়ে মলো |
. *************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি নবেন্দু সেনের মূল পাতায় যেতে . . .
অ-য়ে অজা ম’য়ে মজা
ডঃ নবেন্দু সেন
(কলকাতা বইমেলা ২০০৫ এ প্রকাশিত “ছন্নছাড়ার ছিন্ন ছড়া” থেকে)
অ-য়ে অজা ম’য়ে মজা
মিচ্ কে মোচ্ কে খায় গজা
গজার মধ্যে বাইসন
শিঙ্ মারে ক্ল্যাক্ সন্
শিয়া সুন্নীর ঝগড়া
লক্ষ্মীর পানে পোক্ রা
ছেলে খায় পোকা পান
মা গায় লাল গান
লাল গানে নীল সুর
গদীর চাকরি লাভের গুড়
ভ্যাবাচাকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা
সব গরু সরু হাতী
মোটা মোটা রম্ভা
খাবি তো খা মোটা রম্ভা
দফা রফা জগ ঝম্পা
চুপ্ চোপ্ মজার মজা
মিচকে মোচকে খায় গজা
খেতে খেতে গজা যায় পড়ে
অজা বুঝি আজ যায় মরে |
. *************
.
সূচিতে . . .
মিলনসাগর