ডঃ নবেন্দু সেন - দিল্লী বিশ্ববিদ্যালয়ে এবং দিল্লীর জাকির হুসেন কলেজ এ বাংলার অধ্যাপনা
থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন।
বাংলা সাহিত্যের নানান গবেষণামূলক কাজে তাঁর অমূল্য অবদান রয়েছে। যেমন গদ্যশৈলী বিজ্ঞান
(stylistics), শিশু সাহিত্য (juvenile literature), উত্তর আধুনিক বাংলা সাহিত্য তত্ব (post modernism), বাংলা
গদ্য (prose), আখ্যানক নির্মাণ ও বিনির্মাণ (narrative)। এ ছাড়া তিনি গদ্য ও কাব্য সমালোচনার ক্ষেত্রেও
কাজ করেছেন। কবি ও ছড়াকার হিসেবেও ডঃ সেন সুক্ষ্যাতি অর্জন করেছেন।
১৪১৮ বঙ্গাব্দের শারদোত্সবের প্রাক্কালে তিনি মূলঘর গ্রাম থেকে ১৯৪৬ সালে (১৩৫৩ব) প্রকাশিত একটি
হাতে লেখা শারদীয়া পত্রিকা "আগে চল", আমাদের সাইটে তুলতে দিয়েছিলেন। সেই পত্রিকাটি
পড়তে এখানে ক্লিক্ করুন।
দূরভাষ: ৯১ ১১ ২৮০৫১০৬৪, চলভাষ: ৯১৯৮১১৩৩৮৬৫৫৭
ই-মেল : sensandy@hotmail.com
মিলনসাগরে তাঁর কবিতা প্রকাশিত করার অনুমতি দেবার জন্য আমরা কবির কাছে কৃতজ্ঞ।
আমাদের ইমেল: srimilansengupta@yahoo.co.in
...