কবি নলিনীবালা দাসীর কবিতা |
ভারতমাতা কবি নলিনীবালা দাসী এলায়ে কুন্তল রাশি অধরেতে আধ হাসি রূপের বিজলি হেরে হাসিছে ধরণী কমিনীর কান্তি ছটা মরি কি রূপের ঘটা আনন্দে নাচিগো দেখে ও রুপের মোহিনী। কিরণ বসন গায় মরি কিবা শোভা পায় দাঁড়াবে ঐ যে মাতা ভারত-জননী। সিন্দুরের বিন্দু ভালে কমনীয় শোভা খেলে ঝলসিছে জননীর কিবা তনুখানি! প্রাণের হৃদয় মাঝে কে আজি দাঁড়ায়ে আছে, বিজলি খেলিয়া কেগো সহসা দাঁড়াল কাছে, দেখে ও রূপের সাজ হাসিল হৃদয় আজ, ও বুঝি কবিতারাণী প্রাণের কবিতা খানি, আসিয়াছে বুঝি আজ দেখি এই শূন্য প্রাণ, আঁধার জীবন মাঝে করিতে আনন্দ দান। . ************************* . সূচিতে . . . মিলনসাগর |