কবি নলিনীবালা দাসী – এর  মাতামহ  ছিলেন কবি দিনবন্ধু মিত্র এবং পিতা সাহিত্য সেবী দেবেন্দ্র
বিজয় বসু।

১৩ বছর বয়সে কবির বিবাহ হয় সতীশচন্দ্র ঘোষের সঙ্গে। মাত্র ১৬ বছর বয়সে কবির মৃত্য হয়। তাঁর
মৃত্যুর পরে তাঁর মাতুল ললিতচন্দ্র মিত্র, তাঁর ৭২টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থ “নলিনী গাথা” প্রকাশিত করেন।


আমরা
মিলনসাগরে  কবি নলিনীবালা দাসীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।


উত্স --- নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
দামিনী”।    


কবি নলিনীবালা দাসীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ০৮.১১.২০১৪
...