কবি নমিতা চৌধুরী -  জন্মগ্রহণ করেন কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ.
করেছেন।

তিনি কবিতা লিখছেন ১৯৭০ থেকে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১৬, যার মধ্যে তিনটি ইংরেজীতে
অনুবাদ করা হয়েছে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “দুর্ভিক্ষের জ্যোত্স্নায়”, “উটের শহর”,
“সবুজ ঘাসের রোদ্দুরে” প্রভৃতি। পাকিস্তান, বাংলাদেশ, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও চিনে তিনি কবিতা
পাঠের আসরে নিমন্ত্রিত অতিথি ছিলেন।

তিনি “নান্দীমুখ” পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্যা। ২০১৩ সালে তাঁর সহ-সম্পাদনায় প্রকাশিত হয় “মহিলা
কবিদের বাংলা কবিতা সংকলন দামিনী ১৪০০ - ২০০০”।

কবিতা ছাড়াও তিনি যুক্ত রয়েছেন শান্তি, সংস্কৃতি ও নারী সমস্যা সম্পর্কিত বিভিন্ন সংস্থার সঙ্গে।

প্রাপ্ত সম্মান ও পুরস্কারের মধ্যে রয়েছে “বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মারক সম্মান”।

আমরা
মিলনসাগরে  কবি নমিতা চৌধুরীর কবিতা তুলে আনন্দিত।

উত্স -   নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
.          দামিনী ১৪০০ - ২০০০।    

কবি নমিতা চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২১.০৬.২০১৩
...