কবি নন্দলাল বসুর কবিতা
গড়ন
কবি নন্দলাল বসু

পিঠ উঁচা, পেট ধ্বসা
গড়নের এই ভাষা॥

সিধা সাদা নধর যা
চট্ করে ভাঙে তা॥

গিট গাঁট কাকতাড়ুয়া
তারে ডরে যম-বুঢুয়া॥

গদার মতো, শাখের মতো,
পাখনার মতো পেশী
আঁকো তো ভাই বসি॥

উঠ মুঠ ঘোড়া
তিন আঁকায় সারা॥
ঠার-ঠোর ভয়-ভাবনা
রাগদ্বেষের ভঙ্গী
আঁকো তো ভাই সঙ্গী॥

ওঠা-পড়ার ভঙিগী মেলা,
নাচা চলা কথা বলা---
কোন্ খেয়ালের কেমন খেল,
নয়ন মেলে দ্যাখ রে ভোলা,
.        আঁক রে ভোলা॥

.                  ****************                 
.                                                                            
সূচিতে . . .   


মিলনসাগর
*