কবি নারায়ণ গঙ্গোপাধ্যায় – বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার, ঔপন্যাসিক ও কিশোর-
সাহিত্যিক ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার দিনাজপুরে। তাঁর শিক্ষা জীবন কাটে
দিনাজপুর, ফরিদপুর, বরিশাল ও কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন।
তাঁর প্রথম উপন্যাস “উপনিবেশ” (১ম ১৯৪২, ২য় ১৯৪৫, ৩য় ১৯৪৬) পাঠক সমাজে অভিনন্দিত হয়। তাঁর
অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে “বৈজ্ঞানিক” (১৯৪৭), “শিলালিপি” (১৯৪৯), “লালমাটি” (১৯৫১), “পদসঞ্চার”
(১৯৫৪), “সম্রাট ও শ্রেষ্ঠী” (১৯৫৫) প্রভৃতি। তাঁর ছোটগল্প সংকলনের মধ্যে রয়েছে “বীতংস” (১৯৪৫),
“দুঃশাসন” (১৯৪৫,) “ভোগবতী” (১৯৪৭) প্রভৃতি।
শিশু ও কিশোরদের জন্যও তিনি বহু গল্প লিখেছিলেন। তাঁর সৃষ্ট “টেনিদা” বাংলা সাহিত্যের অমর চরিত্র।
নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রথম জীবনে কবিতা রচনায় উত্সাহী ছিলেন। আমরা তাঁর কবিতা বিভিন্ন সংকলন
থেকে সংগ্রহ করে এখানে একত্রিত করেছি।
আমরা মিলনসাগরে কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টা সফল মনে করবো।
উত্স - শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩
কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ০৩.০৮.২০১৩।
৬টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৮.৯.২০১৮।
...