কন্ট্রোল দোকান আনি আমাদের হাতে
সবাই এসে যোগদান করুক আমাদের সাথে
কি কি জিনিস নাই আমাদের কি কি জিনিস চাই
পূরণ করিতে দাবী আন্দোলন চালাই রে ||
. ******************
. সুচিতে...
[ নেত্রকোনা কৃষক সম্মেলন উপলক্ষ্যে রচিত এই জারী গানটি বহুসংখ্যক কৃষক গায়কের
একটি দল নৃত্য সহযোগে পরিবেশন করে | গানের মূল গায়ক ছিলেন অখিল চক্রবর্তী | --- কঙ্কণ
ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ) ]
মিলনসাগর
কবি নিবারণ পণ্ডিতের কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
মোদের দুঃখের কথা কাহারে জানাই
নিবারণ পণ্ডিত
. ( হাজং আন্দোলনের গান )
মোদের দুঃখের কথা কাহারে
সারা বছর খাট্যা মরি পেটের
শুনরে ও ভাই কৃষক যত হি
অন্নদাতা হইয়া আমরা কি পা
মেঘে ভিজ্যা রোদে পুইড়া ফ
সেই ফসলে পরের গোলা ভরি
ধনী বণিক জমিদার আর বিদে
চার ভূতে লুইট্যা খাইল মোদে
করজা বাবদ ঋণের বাবদ ম
লোটা বাটি গরু বাছুর লেইখ্যা
তামাক, লবণ, জলের ট্যাক্স দি
তারপরে সুপারী গাছে লাগলো
( মোদের ) কিনতে লাগে যে
আমারি সব ধান চাউল নিল
লেখাপড়া শিখতে পায়না মাই
মূর্খ হইয়া পরাণ লইয়া থাকি
( ঐ ) যে জমিতে বাপ দাদাদে
সেই জমিতে অধিকার নাই স
হালের মুঠি ছোঁয়না যারা সুখে
তারাই হইল জমির মালিক আ
ময়মনসিং জিলাতে মোদের লেংগুড়া বাজারে
বাজার ভাইঙা নিতে আইল সুসুং জমিদারে
সেই গোল ভাঙ্গাতে গিয়াছিল কৃষক নেতাগণ
মণি সিং আর আলতাব আলি আরও কয়েকজন |
তাদের মাথায় দিল বারি পুলিস গুন্ডার দলে
জোর করিয়া ধইরা নিল কাছারি মহলে
শুইন্যা দেশের পুরুষ নারী হাজারে হাজারে
লাঠি সোঁটা নিয়া গেল লেংগুড়া বাজারে |
বলছে সবাই করব লড়াই কেহ না ফিরিব
প্রাণ দিতে হয় দিব মোরা প্রতিশোধ তার নিব
ভয় পাইল গুন্ডার দল আর পুলিস নায়েব যত
তারা কৃষক নেতা মণি সিংয়ের হইল পদানত |
ক্ষমা ভিক্ষা চাইল তারা সকলে মিলিয়া
ফিরে গেল জনতা সব নেতার কথা শুনিয়া
শুনরে ও ভাই কৃষক যত হওরে হুঁশিয়ার
এমন লীলা নাইরে কিন্তু সারা দুনিয়ায় |
রাশিয়াতেও ছিল একদিন এমন দুঃখ ক্লেশ
সেথায় মজুর চাষী মিল্যা গড়লো নতুন দেশ
নাইগারে আর শোষণ বিধি নাইরে অত্যাচার
সবে মিলি গড়লো একটি সোনার সংসার |
হল কুলাকুলি বাহুতুলি প্রতি ঘরে ঘরে
তুলছে তারা আনন্দের রোল হাজারে হাজারে
সেই আনন্দ আমাদেরও ঘরে তুলতে হবে
কৃষক শ্রমিকজনতা ভাই একত্র হও সবে |
. ******************
. সুচিতে...
[ হাজং বিদ্রোহকে স্তব্ধ করার জন্য সুসুং জমিদারেরা প্রতিশোধমূলক অত্যাচার চালাতে থাকে |
পার্বত্য ময়মনসিংহের লেংগুরা বাজার ছিল কৃযক আন্দোলনের অন্যতম কেন্দ্র | জমিদার
গুন্ডার দল ঐ বাজার লুঠ করে | --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ) ]
মিলনসাগর
যত দূরে ছিল আবর্জনা ভাঙ্গিয়াছে ভূতের ছানা
হইতেছে ভাই জানাশুনা উত্পাত যেখানে
ঝোপজঙ্গল ঝাড় জেগে উঠছে ক্রমে দিনে দিনে
ভূতেরা সব বাও বুঝিয়ে পাও ফেলতেছে কার সন্ধানে ||
বহুরকম ভূতের ছানা, বলি এক ভূতের নমুনা
কন্ট্রোল দরে মাল মিলেনা যে ভূতের কারনে
আবার বস্তা বস্তা কেউ নিয়ে যায় মাপিয়া কামানে
খরিদ্দার কান্দে হায় আল্লা মাল পাইলাম না ভূতের কারণে ||
. ******************
. সুচিতে...
[ স্বাধীনতালাভের অব্যবহিত পরে গানটি রচিত হয় | স্বাধীনতার স্বরূপ তীব্র শ্লেষের মাধ্যমে কবি
এই গানটিতে উন্মোচিত করেন | --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]
মিলনসাগর
. ******************
. সুচিতে...
[ ১৯৪৯-৫০ সালে কবি গানটি রচনা করেন, পরবর্তীকালে বাস্তুহারার মরণকান্না পুস্তিকায় গানটি
প্রকাশিত হয় | পুস্তিকাটি মোট ৩৫০০০ হাজার কপি নিজে বিক্রি করেন | --- কঙ্কণ ভট্টাচার্য,
লোককবি নিবারণ পণ্ডিতের গান ]
মিলনসাগর
এই দেশ ছিল দেশের সেরা
নিবারণ পণ্ডিত
. বাউল
. ( রামপ্রসাদী সুর )
. এই দেশ ছি
( ছিল ) সকল দেশের রাণী এদেশ ধন ধান্যে পুষ্পে ভরা |
. ধন তো নি
. ধান নিয়াছে
পুষ্প সব গিয়াছে ঝরে, ম
. ঢেউ খেলেনা
. কে লাগায় ধা
মাঠের রাজা যায়না মাঠে, গায়নারে গান রাখালেরা ||
. আজও যারা
. উঠতে নারে
ম্যালেরিয়া কালাজ্বরে হয়ে
. এই দেশের সে
. কাঁদে তারা
পায়না সূতা যন্ত্রপাতি, ভাত বেগরে মরলো তারা ||
. ঘুমটা দেওয়া
. পায়না ঘুমটা
লেংটা হ’ল বৌ ঝিয়াড়ী, হায় আজ দেশের এই চেহারা ||
. ******************
. সুচিতে...
[ এই গানটি বাস্তুহারার মরণকান্না পুস্তিকায় প্রকাশিত হয় | --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ
পণ্ডিতের গান ]
মিলনসাগর
কপালের দুঃখ ঘুচবে কতদিনেরে
নিবারণ পণ্ডিত
. ( জারীগান )
হায় হায়রে-----
সঙ্কটে পড়িয়া তখন হিন্দু মুশলীম যত
গ্রামে গ্রামে কিছু কিছু হইলাম মিলিত
খাদ্য দাও বলিয়া দেশে হইল আন্দোলন
দরখাস্ত পড়িল কত গভর্নমেন্ট সদন
সস্তাদরে গরীবদেরে জিনিসপত্র দাও
অন্নবস্ত্র কুইনাইন দিয়া গরীব রে বাঁচাও রে ||
হায় হায়রে----
তারপরে চাপে পড়ে বুদ্ধিমান সরকার
মিটাইতেছি দাবী কিঞ্চিৎ করিল স্বীকার |
ঘুষখোর আর চোরদের সামিলে রাখিয়া
ছালার মুখ বান্দিয়া ঢালে উভুত করিয়া
“দেড়ছটাক” কন্ট্রোলের দোকান গরীব বাঁচিবার
সাহীদার হইল যত প্রেসিডেন্ট মেম্বাররে ||
কিনি দশগুণ দিয়া
থাইকো সাবধানে রে ভাই থাইকো সাবধানে
নিবারণ পণ্ডিত
পেটের কথা কেউতো বলেনা
নিবারণ পণ্ডিত
( পেটস্তান আন্দোলনের গান )
. ( কমিক )
উতো বলেনা
ন পাইয়ারে পেটেতো বোঝ মানেনা হায়রে-----
উতো বলেনা |
দুইরকম
দলেতে ঝগড়া হয় হরদম
লে দাবীরে অন্যদলে মানেনা ||
রে জানাই------
রা মিলে একটি সমিতি বানাই
জ্বালারে শুধু কথায় পেট ভরবেনা ||
বন্ধুগণ -----
চালাই আমরা পেটের আন্দোলন
ওয়াজ তুলোরে
দাবী ছাড়বনা ||