কই তোরা আজ দেশহিতৈষী ও দরদী ভাই ভগিনী  
নিবারণ পণ্ডিত

কই তোরা আজ দেশহিতৈষী ও
.                                    
( আজও ) মাঝে মাঝে চমকে উ
.                           যেন না

মোদের মায়ায় ঘেরা ঘর ছিলরে
স্বাধীনতার দমকা হাওয়ায় ভাঙ্গ
.                           ভাঙ্গলো
হয়ে বাস্তুহারা কপালপুড়া রে ভাই
.                    ( করি ) দেশে দেশে আজ আনিগুনি ||
পরের ঘরে আর ভিক্ষার চালে,
জীবন কি আর ধারণ চলে
.                          মানুষে
ঐ যে তিলের খাজা আর ঘুগনি
.                       কত করা
কোথায় আমি রইলাম পরে, কো
কত ভিটা উজার হলো, লেখাযো
.                                 
এখন বল কোথা যাই কোথায় দাঁ
.                       কই বাঁধি
.                       কই মুছি


.                ******************     
.                                                                               
সুচিতে...   


[ ১৯৫০- এর ডিসেম্বরে  কবি পশ্চিমবাংলায় আসেন | ঐ সময়ে আলিপুরদুয়ারে অবস্থানকালে
পূর্ববঙ্গ থেকে আগত ছিন্নমূল মানুষদের দুর্দশা বর্ণনা করে কবি গানটি রচনা করেন | পরে গানটি
বাস্তুহারার মকণকান্না পুস্তিকায় প্রকাশিত হয় | --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের
গান ]


মিলনসাগর
কবি নিবারণ পণ্ডিতের কবিতা
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
নিশি অবসান জাগরে তোরা  
নিবারণ পণ্ডিত

    রামপ্রসাদী সুরে

নিশি অবসান জা
ভোরের বাতাস যা
রঙ্গিন আলো আকা

জাগবার কারো না
জাগলো কত বনে
তারা মধুর সুরে
গান গায়রে মন পা
বারে বারে ভোর
ডাকে পাখী ঘুম ভা
আর কতকাল কা
থাকবিরে বল ঘুমে

রক্তজবা ফুল কর
দেখছে চেয়ে রঙ্গী
উদয় হল প্রভাত
করে গুণ গুণ শুন

নয়া দিনের বৈঠা
মাঝি যায় শোন কি
দেখরে তোরা চো
নূতন দিনের নূতন

.       ******************     
.                                                                               
সুচিতে...   


[ ১৯৪৯ -চীন বিপ্লবের সাফল্যের সংবাদে রচিত --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের
গান ]


মিলনসাগর
*
ভাঙ্গরে ভাঙ্ ভাঙ্গরে ভাঙ্       
নিবারণ পণ্ডিত

ভাঙ্গরে ভাঙ্ ভাঙ্গ
ভাঙ্গরে ভাঙ্ যত
ও গরীব ভাইরে চা
নইলেতো নাই কারো

স্বদেশী বিদেশী কা
মজুর মেরে রাখে
সবাই মিলে করো

গ্রামের অধিবাসী র
চোরগুলো যদি রা
সবাই মিলে করো

.             ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
মনের দুঃখ বলব কার কাছে       
নিবারণ পণ্ডিত

         ( ঘোষার সুরে )

মনের দুঃখ
চান্দা মাছে
.       লাভ
ও আহারে ------
জাহাজ বরা
কাপড় চোপ
রংবেরঙের

ও আহারে----
যত আছে বা
তাদের লাগ্যা
সব খাইয়াছে

.         ******************     
.                                                                               
সুচিতে...   


[ ১৯৫১-সালে প্রকাশিত ভোট বৈতরণী ও মাউন্টব্যটন মঙ্গলকাব্য গানটি মুদ্রিত হয় | ঐ পুস্তিকায়
নিবারণ পন্ডিত ও হেমাঙ্গবিশ্বাস রচিত গান সংকলিত হয়েছিল | --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি
নিবারণ পণ্ডিতের গান ]
    

মিলনসাগর
*
হারে ও স্বদেশী হওরে হুঁশিয়ার       
নিবারণ পণ্ডিত

.              জারী গান

ধুয়া :   হারে ও স্বদেশী হও
.         স্বরাজের বাতাসে

.         শুন শুন  শুন ভাইরে
.         স্বরাজ মাহাত্ম্য কি
.         স্বাধীন হইয়া পাইলা
.         রিফিউজী এক ইংরে

.         ( আমরা ) আগে তো
.         আপন হাতে খাল ক
.         মিষ্টি কথায় তুষ্ট হই
.         খেওয়ানীরা শালা হ

.         ইষ্টসেনে গাছতলা আর ফুটপাথে পড়িয়া
.         আমার মা বোন নিদ্রা যায় ছিড়া তেনায় শুইয়া
.         ডেরা বান্ধলেও হইতে হয় বুলেটের শিকার
.         সাক্ষী আছে বীণাপানি আর পরেশ সরকার ||

.        স্বাধীন হইয়া আমরা ভাইরে ভাব্যাছিলাম সবে
.        মোটা ভাত কাপড় এইবার মিলিবে
.        খাদ্য চাইলে কি মিলে ভাই শুন সমাচার
.            সাক্ষী দিবে দ্বারভাঙ্গা আর কুচবিহার ||

.        জমিদারী উঠল না ভাই উচ্ছেদ হইলাম মোরা
.        জমি চাইয়া স্বাধীন দেশে হইলাম ভিটা হারা
.        মুছে তা দেয় কলোনী করে কত জমিদার
.        তেলুয়া মাথায় তেল চপাচপ, আমরা আড্ডিসার ||

.           সরস্বতীর পদ্ম হইল ভীমরুলের চাক
.        ছাত্রগণ ছাত্রমেধ যজ্ঞে মরছে ঝাঁকে ঝাঁক
.        বিদ্যালয়ের বন্ধ দুয়ার শিক্ষক আজ বেকার
.        চোরেরা নিরাপদ আছে দেশ হয়রে আঁধার ||


.                      ******************     
.                                                                               
সুচিতে...   

[ গানটি আনুমানিক ১৯৫২ সালে মুদ্রিত “পুনর্বাসন না নির্বাসন” পুস্তিকায় প্রকাশিত হয় | --- কঙ্কণ
ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]


মিলনসাগর
*
আশা |
উজাড় |
পুরস্কার
অতি চমত্কার ||
ভাইরে বুঝি কিছু পরে