কই তোরা আজ দেশহিতৈষী ও দরদী ভাই ভগিনী নিবারণ পণ্ডিত
কই তোরা আজ দেশহিতৈষী ও . ( আজও ) মাঝে মাঝে চমকে উ . যেন না
মোদের মায়ায় ঘেরা ঘর ছিলরে স্বাধীনতার দমকা হাওয়ায় ভাঙ্গ . ভাঙ্গলো হয়ে বাস্তুহারা কপালপুড়া রে ভাই . ( করি ) দেশে দেশে আজ আনিগুনি || পরের ঘরে আর ভিক্ষার চালে, জীবন কি আর ধারণ চলে . মানুষে ঐ যে তিলের খাজা আর ঘুগনি . কত করা কোথায় আমি রইলাম পরে, কো কত ভিটা উজার হলো, লেখাযো . এখন বল কোথা যাই কোথায় দাঁ . কই বাঁধি . কই মুছি
[ ১৯৫০- এর ডিসেম্বরে কবি পশ্চিমবাংলায় আসেন | ঐ সময়ে আলিপুরদুয়ারে অবস্থানকালে পূর্ববঙ্গ থেকে আগত ছিন্নমূল মানুষদের দুর্দশা বর্ণনা করে কবি গানটি রচনা করেন | পরে গানটি বাস্তুহারার মকণকান্না পুস্তিকায় প্রকাশিত হয় | --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]
[ ১৯৫১-সালে প্রকাশিত ভোট বৈতরণী ও মাউন্টব্যটন মঙ্গলকাব্য গানটি মুদ্রিত হয় | ঐ পুস্তিকায় নিবারণ পন্ডিত ও হেমাঙ্গবিশ্বাস রচিত গান সংকলিত হয়েছিল | --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]
. শুন শুন শুন ভাইরে . স্বরাজ মাহাত্ম্য কি . স্বাধীন হইয়া পাইলা . রিফিউজী এক ইংরে
. ( আমরা ) আগে তো . আপন হাতে খাল ক . মিষ্টি কথায় তুষ্ট হই . খেওয়ানীরা শালা হ
. ইষ্টসেনে গাছতলা আর ফুটপাথে পড়িয়া . আমার মা বোন নিদ্রা যায় ছিড়া তেনায় শুইয়া . ডেরা বান্ধলেও হইতে হয় বুলেটের শিকার . সাক্ষী আছে বীণাপানি আর পরেশ সরকার ||
. স্বাধীন হইয়া আমরা ভাইরে ভাব্যাছিলাম সবে . মোটা ভাত কাপড় এইবার মিলিবে . খাদ্য চাইলে কি মিলে ভাই শুন সমাচার . সাক্ষী দিবে দ্বারভাঙ্গা আর কুচবিহার ||
. জমিদারী উঠল না ভাই উচ্ছেদ হইলাম মোরা . জমি চাইয়া স্বাধীন দেশে হইলাম ভিটা হারা . মুছে তা দেয় কলোনী করে কত জমিদার . তেলুয়া মাথায় তেল চপাচপ, আমরা আড্ডিসার ||
. সরস্বতীর পদ্ম হইল ভীমরুলের চাক . ছাত্রগণ ছাত্রমেধ যজ্ঞে মরছে ঝাঁকে ঝাঁক . বিদ্যালয়ের বন্ধ দুয়ার শিক্ষক আজ বেকার . চোরেরা নিরাপদ আছে দেশ হয়রে আঁধার ||