মিলে মজুর চাষী মধ্যবিত্ত        
নিবারণ পণ্ডিত

.        নতুন দিনের গান
.          ( ভাটিয়ালী )

কৃষকের ঘাড় হইতে, ভূতের বোঝা নামাইতে
আগে যেতে হইবে তোমার-----
নেংটি পরা অর্দ্ধমরারে, ওরে আমার দেশবাসী ভাই
এই চাষী বাঁচিলে হবে দেশের দশের উপকার ||

যে বোঝা আজ চাষীর ঘাড়ে
সে বোজা নামিতে পারে
পাইলে চাষী চাষের ক্ষেতখামার-----
নয়াচীনের চাষীর মতরে, ওরে আমার দেশবাসী ভাই
হাড্ডিসার এই চাষীরা করবে সোনার ফসল তৈয়ার  ||
আজ মধ্যবিত্ত চায় চাকুরী
মজুর চায় তার হক মজুরী
কাজ চাইছে যত সব বেকার-----
পেলে শিক্ষকেরা শিক্ষার মূল্যরে, ওরে আমার দেশবাসী ভাই
গ্রামে গ্রামে স্কুল কলেজে হইবে নূতন শিক্ষার প্রসার ||

কুটির শিল্পী জেলে তাঁতী
যদি তারা পায় মাল যন্ত্রপাতি
পন্থা হবে তাদের বাঁচিবার-----
কমলে ট্যাক্সের উপর ট্যাক্সের বোঝারে, ওরে আমার দেশবাসী ভাই
যত লক্ষ্মীছাড়া কপাল পোড়া ছোট ছোট দোকানদার ||
কবি নিবারণ পণ্ডিতের কবিতা
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*

.        শাওন ভাদ্রে ফলাই ফসল অঘ্রান পৌষে তুলি
ফাল্গুন চৈত্রে মহাজন আসি ভান্ডার করে খালিরে ||

.           ঝড় বাদলে ভিজি মোরা থাকি ভাঙা ঘরে
ভাগ্যবানের দালান উঠে চাষীর ভাগ্য না ফেরে রে ||

.       আগের চেয়ে বরং বেশী খাটছি দিবারাতি
ইলেকট্রিক বা কোথায় রইল জ্বলে না কেরোসিন বাতিরে ||

.          কুমরণ আর মরব কত, চল মরার মত মরি
বাঁচার লড়াই করি সবে, ঝান্ডা উঁচা করিরে ||

.                   ******************     
.                                                                               
সুচিতে...   


[ গানটির সঠিক রচনাকাল জানা যায়নি | গণনাট্য, মার্চ---মে, ১৯৭৫ সংখ্যায় গানটি প্রকাশিত হয়।
--- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]


মিলনসাগর
*
হামরাগুলা হালুয়া কিষাণ কামাই করি খাং        
নিবারণ পণ্ডিত

.             ( চটকা সুরে )

হামরাগুলা হালুয়া কিষাণ
কাম নাই কাজ নাই কোটে
দিন হাজিরা আড়াই টাকা
দিনমনে সেই শুকান রুটি

ভাতের হাউস ছারছুং এলা
টারি টারি ঘুরছুং কামাই
হামরাগুলার মতন যাঁর, তা
হামার চোংড়াগুলার ঢং দে

ঝাকুয়া চুল চেংড়াগুলা হা
ঘোরাং ফেরাং করে দিনভ
দুপুর রাইতত খাইতে আ
মুখের আগত না কং কথা

চাকরি বাকরি কামাই রুজি
জিও জিও করি চেংড়ার
মিছাং ঐ দৌড়াদুড়ি সকা
সার হইয়াছে ছিরখেট টানা,

.                   ******************     
.                                                                               
সুচিতে...   


[ গণনাট্য, মার্চ-মে, ১৯৭৫ সংখ্যায় গানটি প্রকাশিত হয় | রচনাকাল আনুমানিক ১৯৭২-৭৩। ---
কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]


মিলনসাগর
*

.                   ******************     
.                                                                               
সুচিতে...   


[ “গণনাট্য”, মার্চ -মে, ১৯৭৫ সংখ্যায় গানটি প্রকাশিত হয় | --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ
পণ্ডিতের গান ]


মিলনসাগর
*
ও দাদারে তাড়াও বাবুই রে       
নিবারণ পণ্ডিত

.     ( বাবুই খেদা ছড়াগান )

.        ও দাদারে তাড়াও
.        ক্ষেতের পাকিনা ধা
উব়্যা উব়্যা আইসে বাবুই,
তাড়া পাইলে উব়্যা বসে বা

কতক বাবুই কালিয়া, কত
.        কতক বাবুইর মাথা
বাবুইর বাসা দেশজোড়া দে

বাবুই খাইলো ক্ষেতের ধান,
চাল আটা খাইয়া খাইল, তে
.     চাল আটা খাইয়া ইন্দু
তোমার আমার পকেট কে

মাঠে বাবুই ঘরে ইন্দুর, সব
চেয়ে দেখ পাকা ধানে ( এখ

.              ******************     
.                                                                               
সুচিতে...   


[ ১৯৭০ পরবর্তীকালে গ্রাম বাংলায় যে নৈরাজ্যের সৃষ্টি হয় তার পরিপ্রেক্ষিতে ১৯৭৩ সালে রচিত
গান | “গণনাট্য”, জানুয়ারী, ১৯৭৪ সংখ্যায় প্রকাশিত | --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ
পণ্ডিতের গান ]


মিলনসাগর
*
মধ্যবিত্ত
র অধিকার
. হয়ে আজ পথ ধরিরে বাঁচিবার |
নি ছেড়ে. আছে তোমার আমার ঘরে
ক্ষ করে দেখরে একবার-------
কালো চেলারে ওরে আমার দেশবাসী ভাই
রে ভূতে করতেছে ভূতের কারবার ||

ড়ী, চল ভাই মেরামত করি
তৈয়ার------
নূতন ছাউনিরে, ওরে আমার দেশবাসী ভাই
র, গঠন কর নূতন সংসার ||

.                        ******************     
.                                                                               
সুচিতে...   


[ গানটি প্রথমে “বাস্তুহারার মরণকান্না” পুস্তিকায় ( ১৯৫১ ) প্রকাশিত হয় | পরবর্তীকালে “জমিদারী
ক্রয় আইনের সারমর্ম”  পুস্তিকায় ( ১৯৫৪ ) কিঞ্চিৎ পরিবর্তিত ও পরিবর্ধিত রূপে পুনঃ প্রকাশিত
হয় | এখানে নতুন রূপটি দেওয়া হল | --- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]


মিলনসাগর
আরে  ও দেশবাসী        
নিবারণ পণ্ডিত
দ্দিশ নাই  ||
না জুটে
রিয়া যাং লাজে ||
বুঝে
থাকে
করে
য়া মারে ||
যায়
টি লাল ||

চিবার লড়াই |
টিয়া মরি, চিন্তিয়া কাটাই রাত
.ওয়ায় রুটি চাবাই না পাই পেটের ভাতরে ||
.ন জিনিসের সব জিনিসই মিলে
রেই সব পাওয়া যায় ডবল মূল্য দিলেরে ||
ঝা দেখংরে ভগবানেও বয়
.ষীর বোঝা বইবার দরদী কাঁউ নয় রে ||
রে কান্দে ( আর ) কান্দে ভগবানে
.ন্দেন মায়া কান্দন মোর কান্দন না শুনে রে  ||
কেরে কান্দে গুটে এক জায়গায়
ছে গরীব ভাই সব আয়রে ছুটে আয়রে ||
দরদী মোর ভাই       
নিবারণ পণ্ডিত

( ভাওয়াইয়া সুরে )